নরসিংদী জেলার মনোহরদীর ইউএনও রেইনট্রি কাটার নির্দেশ দিয়েছেন। সে নির্দেশে অনেক রেইনট্রি কাটা হয়ে গেছে। দেশের কিছু পত্রিকায় রেইনট্রি কাটাকে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন হিসেবে চিহ্নিত করে প্রচুর লেখালেখি হচ্ছে। ডেইলি স্টারে অত্যন্তকড়া সম্পাদকীয় লেখা হয়েছে আজ।
সাংবাদিকরা কিছু বৃক্ষ বিশেষজ্ঞদের প্রশ্ন করেছিলেন রেইনট্রি পরিবেশের জন্য খারাপ কিনা? তারা জবাব দিয়েছেন এরকম কোনো কথা তারা কোথাও শুনেননি এবং কোনো বইয়ে পড়েন নি।
বিশেষজ্ঞদের এই অজ্ঞতায় আমি হতাশ। পৃথিবীতে ক্ষতিকর ও বিষাক্ত গাছ আছে এটা কোনো নতুন কথা নয়। অনেক গাছই বিষাক্ত হয়ে থাকে। অনেক গাছ অন্যান্য গাছের জন্য ক্ষতিকর হয়ে থাকে। নন-ন্যাটিভ গাছ মানে যেসব গাছ অন্য দেশ থেকে পরিবেশ প্রতিবেশ বিবেচনা না করে আনা হয়েছে সেগুলোও ক্ষতিকর হয়ে থাকে।
পৃথিবীর অনেক দেশেই ক্ষতিকর গাছের তালিকা আছে। সরকার পরিকল্পিতভাবে সে গাছ নিধন করছে। অস্ট্রেলিয়াতে রেইনট্রিকে সেরকম একটি ক্ষতিকর গাছ হিসেবে সরকার চিহ্নিত করেছে। কিন্তুপত্রিকাতে এ বিষয়ে একটি তথ্যমূলক লেখা লেখার জন্য আমি খুঁজছি কোনে বৈজ্ঞানিক জার্নালের রেফারেনস। কেউ যদি জানেন, মানে এখানে যদি সত্যিকার অর্থে কোনে বৃক্ষ বিশেষজ্ঞ থেকে থাকেন তবে তার দৃষ্টি আকর্ষণ করছি।
মন্তব্য
নতুন মন্তব্য করুন