এগিয়ে যাচ্ছে বাঁধ ভাঙার আওয়াজ। আয়োজকরা জোরে শোরে কাজ করছেন বোঝা যায়। ধন্যবাদ এই পরিশ্রমী দলকে। বেশ গুছিয়ে এনেছেন তারা সাইটটিকে।
কিন্তু আগেই রেখেছিলাম এরকম কিছু প্রস্তাবের বিষয়ে তাদের সাড়া দেখতে পাচ্ছি না। হয়তো এর চেয়ে জরুরি বিষয়ে তারা ব্যস্ত। তবে এত কাজের চাপে যাতে এ দাবীগুলো হারিয়ে না যায় সেজন্য পুনর্ব্যক্ত করছি।
1. ব্যানার পরিবর্তন করে নামের সাথে সাযুজ্যপূর্ণ ও বাংলা ও বাঙালির প্রতিচ্ছবি তুলে ধরে এমন ব্যানার তৈরি করা।
2. বাংলায় লেখার সময় যাতে আমরা বোলড, ইটালিক, ফন্টের রং পরিবর্তন ইত্যাদি ফরম্যাটিং করতে পারি তার ব্যবস্থা করা।
3. প্রয়োজনে ইংরেজিতে যাতে ইমেইল,বইয়ের নাম ইত্যাদি লেখা যায় এবং লিংক দেয়া যায় সে ব্যবস্থা করা।
তিনেই থামলাম। শুধু আপনাদের কাঁধে দায়িত্ব চাপিয়ে দিচ্ছি তা না। নিজের ওপরও নিতে চাচ্ছি। তাই আমি চাই বাঁধ ভাঙার আওয়াজে অনুদান দেয়ার ব্যবস্থা থাকুক। পে-পলের মাধ্যমে সে আয়োজন করা হলে আমরা না হয় আয়োজকদের চা-কফি আর অফিস খরচের সংকুলান করতাম। আশা করবো আয়োজকরা একে .ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে পরিবর্তনের চেষ্টা করবেন না। বরং তারা একে নন-প্রফিট বা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে বাঁচিয়ে রাখবেন।
মন্তব্য
নতুন মন্তব্য করুন