লন্ডনে বিভিন্নজাতি বাস করে। জাতিগুলো আবার একই এলাকায় নিজেদের ছোট্ট দেশ গড়ে নিয়েছে। যেমন বাঙালিদের এলাকা হচ্ছে বাংলাটাউন, ব্রিকলেন, স্টেপনি, মাইলএন্ড তথা পূর্ব লন্ডনের কিছু এলাকা। একইভাবে ক্যারিবিয়ানরা থাকে নটিংহিল এলাকায়। আফ্রিকানরা থাকে ব্রিক্সটন এলাকায়। ভারতীয়রা থাকতে পছন্দ করে সাউথহল এলাকায়। আবার ব্রাডফোর্ড তো পাকিস্তানীদের জন্য ব্র্যাডিস্থান নামেই পরিচিত।
এলাকা ভিত্তিতে অপরাধও ভিন্ন হয়ে থাকে। যে এলাকায় যে জাতি বাস করে সে জাতির বিশেষ ধরনের অপরাধের ভঙ্গি আছে। সুতরাং ক্যারিবিয়ান এলাকায় যেরকম অপরাধের মাত্রা বেশি তা একেবারেই অনুপস্থিত বাঙালি এলাকায়। কথাটা উলেটাভাবেও সত্যি। যেমন ধরুন একেবারে ব্রিটিশ অধু্যষিত এলাকায় ধর্ষণ ও হত্যার ঘটনা খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু বাঙালি বা দক্ষিণ এশিয়দের এলাকায় এরকম ঘটনা কখনও শোনা যায়নি।
এতসব কথা মনে হলো গত সপ্তাহে একটি স্থানীয় পত্রিকা অফিসে হামলার কারণে। একদল যুবক গাড়ি চড়ে এসে পত্রিকা অফিসের আসবাবপত্র ভাংচুর করে গেছে। ভেঙেছে কাঁচের জানালা, কাঠের আসবাবপত্রইত্যাদি। এ ধরনের অপরাধ আমরা বাংলাদেশে প্রায়ই হতে দেখি। যদিও এগুলো এতো সাধারণ যে পত্রিকায় সংবাদ হওয়ার মতো গুরুত্ব পায় না। তো কারা করেছে এ কান্ড লন্ডনে? পত্রিকাটির নাম হচ্ছে সুরমা। এবং এসব কীর্তিমানরা বঙ্গসন্তান।
অপরাধ নিশ্চয়ই সংস্কৃতির অংশ। আর এর সাথে জাতির রক্তের যোগাযোগ রয়েছে।
মন্তব্য
নতুন মন্তব্য করুন