জাতি হিসেবে আমরা খুব একটা রসিক নই। ঠাট্টা, তামাসা বা কৌতুক আমাদের খুব একটা আসে না। আমাদের কল্পিত প্রাণী রামগরুড়ের ছানার চরিত্রের সাথেই আমাদের মানায় বেশি।
যা একটু আধটু আমরা রসিকতা করি তা আবার বিয়ে-শাদি নিয়ে। কিন্তু এর মধ্যে যদি কেউ নারী-পুরুষ বৈষম্য খুঁজেন তবে চুল বাছতে কম্বল উজাড় হয়ে যাবে।
তো ছোটবেলা থেকেই সবার মুখে একটা কথা শুনি যে বেড়াল কিন্তু প্রথম রাতে মারতে হবে। কিন্তু যখনই জিজ্ঞেস করি বেড়াল কেনো মারতে হবে এবং প্রথম রাতেই কেন? দ্্বিতীয় রাতে কি বেড়াল বাঘ হয়ে যায়? কারো কাছে সদুত্তর পাইনি? কেউ জানেন কি? কেনো বেড়াল প্রথম রাতে মারতে হবে? বিয়ের সময়ই শুধু এই পরামর্শ দেয়া হয় কেন?
মন্তব্য
নতুন মন্তব্য করুন