আমাদের দেশে বর্ণ ও নাম্বারের খেলা ততোটা জনপ্রিয় নয়। যদিও ক্রসওয়ার্ডের আদলে কয়েকটি পত্রিকা শব্দজট বা শব্দভেদ জনপ্রিয় করার চেষ্টা করেছে। খুব একটা জমেনি। প্রথম আলোতে এখনও শব্দজট প্রকাশিত হয়। তবে সবচে' ভালো ছিল সানন্দার শব্দের খেলা। এখনও চালুআছে নিশ্চয়ই।
ইংলিশদের মাঝে অবশ্য এই শব্দের খেলা রীতিমত এক বিরাট ভুবন। বিরাট বিরাট বই পাওয়া যায়। অনেকে রীতিমত নেশাগ্রস্ত এ খেলায়। এসব বড় বড় বই নিয়ে তারা ট্রেনে বা বাসে ভ্রমণে যায়। সারাপথ ধরে সমাধান করে শব্দজটের। শব্দের নানা খেলা হয় টেলিভিশনে। যেমন চ্যানেল ফোরের কাউন্টডাউন। শুধু বানানের ওপর টিভি প্রোগ্রাম আছে যা এক কথায় স্পেলিং বি নামেই পরিচিত। প্রতিবছর শিশুদের মাঝে বানানের জাতীয় প্রতিযোগিতা হয়।
তো শব্দের পর এখন খেলা চলছে সংখ্যার। যদিও খেলাটি এসেছে চীন থেকে। তবে পত্রিকার পাতা জুড়ে এখন এই সংখ্যার খেলার জয়জয়কার। নাম এর সুডোকু। খেলতে হলে অংকে পারদর্শী হতে হবে না। শুধু সংখ্যা বসাতে হবে শূন্যস্থানে। সংখ্যা মাত্র9টি। 1 থেকে 9। কিছু সংখ্যা দেয়া থাকে। এমনভাবে সংখ্যা বসাতে হবে যেন একলাইনে তা উপরনীচ বা আড়াআড়ি যাই হোক, একটি সংখ্যা যেন দু'বার না বসে। আর ছোট নয় সংখ্যার যে ঘর রয়েছে তাতেও থাকতে হবে 1 থেকে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যা।
একটি ছবি দিচ্ছি এখানে। পাঠকরা চেষ্টা করতে পারেন। না পারলে সমাধান দিতে পারি। বা বাতলে দিতে পারি কৌশল। যারা আরো বেশি খেলতে চান তারা সুডোকু অনলাইন বা অন্যান্য ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন খেলার ছক।
কি লাভ এতে? খেলার আনন্দ তো রয়েছেই। তাছাড়া আপনার মস্তিষ্কের জন্য ভালো ব্যায়াম। দ্রুত সিদ্ধান্ত নিতে যুক্তিবুদ্ধির কসরৎ হয় ভালো।
মন্তব্য
নতুন মন্তব্য করুন