পরিবারে থাকুক বিভিন্ন জাতি

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: মঙ্গল, ০৭/০২/২০০৬ - ২:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


অনেক অনেক পরিবার নিয়েই তৈরি হয় জাতি। কিন্তুএখন তার ব্যতিক্রমও শুরু হয়েছে। একই পরিবারের মধ্যে বিভিন্নজাতির মানুষ ঢুকে পড়ছে। কিভাবে? দেখুন এ্যাঞ্জেলিনা জোলি'র পরিবার। জোলি জুটি বেঁধেছেন ব্র্যাড পিটের সাথে। একা থাকতেই দুটি শিশুকে দত্তক নিয়েছিলেন তিনি। এখন সে শিশুরা পিতা হিসেবে পাবে ব্র্যাড পিটের আদর ও পদবী। তৃতীয় আরেকটি শিশুকে দত্তক নিতে যাচ্ছেন জোলি। ইথিওপিয়ার মেয়ে জাহারা আর কম্বোডিয়ার ছেলে ম্যাডক্স আছে তার পরিবারে। এখন দেখা যাক পরের শিশুটি তিনি নেন কোন জাতিগোষ্ঠী থেকে। অস্কার বিজয়ী ও জাতিসংঘের শুভেচ্ছা দূত এই অভিনেত্রী এখন অনেকেরই আদর্শ।

পৃথিবীকে যদি আমরা ভালবাসি, যদি ভালবাসি তার মানুষকে, যদি বিশ্বাস করি মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়, যদি মনে করি সব মানুষের দেহে বইছে একই রক্তের ধারা তাহলে জোলি যা করছেন তাই-তো হওয়া উচিত আদর্শ। পরিবারের বন্ধনে, একই ছাদের নীচে স্থান পাওয়া উচিত বিভিন্ন জাতিগোষ্ঠীর।

দত্তক অনেকেই নিয়েছেন ও নিচ্ছেন। মিশেল পেইফার, নিকোল কিডম্যান ও টম ক্রুজ, স্টিভেন স্পিলবার্গ, উডি এ্যালেন আরো কতজন। যাদের সন্তান হয় না বা যারা সমকামী শুধু তারা নয়। নিজের সন্তান আছে এমন অনেক স্বচ্ছল ও উদার মানুষেরা দত্তক নিচ্ছেন। তবে এক্ষেত্রে এঞ্জেলিনা জোলি-ই তুলে ধরেছেন সত্যিকার আদর্শ। পরিবার হোক বিভিন্ন জাতির সম্মেলন। শিশুরা বেড়ে উঠুক সর্বজাতির পারিবারিক আবহে। পৃথিবী হয়ে উঠুক এমন একটি বৈচিত্রময় পরিবার, যেখানে বর্ণ বা জাতিভেদ কখনও মাথাচাড়া দেবে না।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।