হানাদার ভাইরাসের ২০ বছর

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: মঙ্গল, ০৭/০২/২০০৬ - ২:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


কম্পিউটারের ভাইরাসের বয়স 20 বছর পূর্ণ হয়েছে। এর মাঝে পৃথিবীর কম্পিউটার ব্যবহারকারীরা দেখেছেন লাখেরও বেশি রকমের ভাইরাস আর বিকল কম্পিউটার। ক্যাল্লন্ডারের বিভিন্ন তারিখে আঁতকে উঠেছেন অনেক ব্যবহারকারী ভাইরাস আক্রমণের আশংকায়।
কে প্রথম তৈরি করেছিল ভাইরাস? মানে কম্পিউটার ভাইরাস। নানা জনের নানা মত। তবে বেশিরভাগ আঙুলই পাকিস্তানের দিকে। তারা একটি হানাদার ভাইরাস তৈরি করেছিলো 1986 সালের জানুয়ারিতে। যার নাম ছিলো ব্রেইন। নিজেদের সফটওয়্যারকে পাইরেসি'র হাত থেকে রক্ষার জন্যই নাকি তাদের এই পালটা ব্যবস্থা। আর সেই থেকে শুরু। গত বিশ বছরে দেড় লক্ষ কম্পিউটার ভাইরাস দেখেছে পৃথিবীর কম্পিউটারেরা।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।