কতটা ধর্মান্ধ হলে আত্মঘাতী হওয়া যায়?

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: বুধ, ০৮/০২/২০০৬ - ৩:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


9/11-এর পরে সারা বিশ্ব এই প্রশ্নের উত্তর খুঁজে ফিরছে। কতটা ধর্মান্ধ হলে আত্মঘাতী হওয়া যায়?

ব্রিটেন সব ধর্মের প্রতি সহানুভূতিশীল। এমনকি 9/11-এর পরেও ব্রিটেন তেমন কোনো প্রতিশোধমূলক আচরণ করেনি। তার উদার রাষ্ট্রীয় নীতিমালায় কোনো পরিবর্তন আনেনি। এই সুযোগ অনেকে নিয়েছে। কিন্তু জুলাই 7 এর বোমা হামলায় যখন দেখা গেলো ব্রিটিশ মুসলিমরাই আত্মঘাতী হচ্ছে তখন ব্রিটেনের নেতৃত্ব নতুন আইনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করলো। যদিও টনি ব্লেয়ারের সাম্প্রতিক আইন সংশোধনের চেষ্টা কমনেস হেরে গেছে। তবু ব্রিটেন যে এখন আগের চেয়ে শক্ত মনোভাবের পরিচয় দিচ্ছে তার প্রমাণ আবু হামজার বিচার।

ফিনসবারি পার্ক মসজিদের প্রাক্তন ইমামকে জঙ্গিবাদী প্রচারণার দায়ে 7 বছরের জেল দেয়া হয়েছে আজ। বিচারক তার রায়ে বলেছেন আবু হামজা জাতিগত ঘৃণা ছড়ানো দায়ে দোষী এবং তিনি ব্রিটেনে তার অনুসারীদেরকে অমুসলিম হত্যার জন্য উসকানি দিয়েছেন। তার কাছে জঙ্গিবাদী বইপত্র পাওয়া গেছে। যাকে পশ্চিমা মিডিয়া বলছে দি এনসাইক্লোপিডিয়া অব দি আফগানি জিহাদ। বিচারক আবু হামজাকে অভিযুক্ত করে বলেছেন, "আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে ক্রোধকে যৌক্তিক হিসেবে তুলে ধরেছেন এবং আপনার শ্রোতাদেরকে এটি বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছেন যে হত্যা করার দায়িত্বহাতে তুলে নেয়ার জন্য তাদের এখন জেগে ওঠা উচিত"। এদিকে যুক্তরাষ্ট্র বিচারের জন্য আল হামজাকে চাইছে। তবে তার উকিলরা আশংকিত যে যদি তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় তবে তার মৃতু্যদন্ড দেয়া হতে পারে।

এদিকে লন্ডনে ডেনিস এম্বেসির সামনে মুহাম্মদ (দ:) -এর কাটর্ুনের প্রতিবাদে সুইসাইড বোম্বারের পোষাক পরে আসা ওমর খৈয়ামকে পুলিশ গ্রেফতার করে আবার জেলে পাঠিয়েছে। (ছবি দেখুন)। জানার গেছে ক্র্যাক কোকেন বিক্রির চেষ্টাকালে 2001 সালে তাকে পুলিশ গ্রেফতার করে। পরে তার 6 বছরের সাজা হয়। সে প্যারোলে বাইরে ছিল। প্যারোলের নিয়ম ভাঙার জন্য পুলিশ তাকে আবার গ্রেফতার করেছে। তবে খৈয়ামের বন্ধুরা পুলিশের আচরণে আপত্তি তুলেছে। তারা বলছে প্যারোলের এরকম কোনো শর্তহতে পারে না যে সে তার ধর্মীয় প্রতিবাদের মিছিলে অংশ নিতে পারবে না । আর বিশেষ ধরনের পোষাক পরাটাকেও এর আওতায় ফেল া যায় না। তবে তার বন্ধুরা খৈয়ামের নেশাজাত দ্রব্য বিক্রির পেশা নিয়ে কোনো আপত্তি তুলে নি।

ছবি: 1ম দুটি খৈয়ামের। একটি তার আত্মঘাতী জঙ্গির পোষাক। পরেরটিতে সে ঐ পোষাক ও অসৎ আচরণের জন্য ক্ষমা চেয়ে বিবৃতি পাঠ করছে। 2য় ছবিটি আবু হামজার।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।