ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি আজ বলেছেন, যে মুহাম্মদ (দ:) কাটর্ুন প্রকাশের ঘটনাটি ইহুদিদের একটি ষড়যন্ত্র। প্যালেস্টাইনে হামাসের বিজয়কে কালিমাযুক্ত করতে তাদের এই ফন্দিফিকির।
যদিও খামেনির এই বক্তব্য থেকে উদ্ধার করা কঠিন যে, এরকম একটি ষড়যন্ত্র থেকে ইসরাইলি বা ইহুদিরা কিভাবে লাভবান হবে। তবে ইরান ইইউ'র হুমকি সত্ত্বেও ডেনিস পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। ইরান সরকারের তা না করে উপায়ই বা কি? তবে বাংলাদেশ সরকার কি তা করবে?
ইসলাম সংবিধান অনুযায়ী বাংলাদেশের জাতীয় ধর্ম। সুতরাং মুহাম্মদ (দ:)-এর অপমান মানে বাংলাদেশের জাতীয় ধর্মের শিক্ষাগুরু তথা মহাপুরুষের অপমান। তাছাড়া ক্ষমতায় রয়েছে জামায়াতে ইসলামীসহ ইসলামী ঐক্যজোটের সরকার। সুতরাং ডেনিস পণ্য বর্জনের ঘোষণা সরকারের কাছ থেকে আসাটাই সঙ্গত।
কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার কি ততটা সাহস দেখাতে পারবে? নাকি আমাদের দেশের শিশুরা ডানো দুধ খেয়েই যাবে? কি মনে হয় আপনাদের?
মন্তব্য
নতুন মন্তব্য করুন