স্প্যাম ঠেকাতে ইলেকট্রনিক ডাক-টিকেট

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: বুধ, ০৮/০২/২০০৬ - ৯:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


কিছুতেই বন্ধ করা যাচ্ছে না স্প্যাম। অনাকাঙ্খিত, বিরক্তিকর ইমেইলে ভরে উঠছে আমাদের মেইলবক্স। বিভিন্ন আইএসপি, শিক্ষা প্রতিষ্ঠানের মেইল সার্ভিস তাদের কম্পিউটার নেটওয়ার্কের বাড়তি বোঝাকে কমাতে খুঁজে ফিরছে এর সঠিক সমাধান।
এওএল ও ইয়াহু একটি নতুন ঘোষণা দিয়েছে। তারা বলেছে স্প্যাম ঠেকাতে তারা ইমেইল প্রতি পয়সা দাবী করবে। অর্থাৎ চালু হবে ইলেকট্রনিক স্ট্যাম্প ব্যবস্থা।
প্রশ্ন হচ্ছে টাকা নিলেই কি থেমে যাবে স্প্যাম। অনেকেই মনে করেন এতে কাজ হবে। কারণ স্প্যাম পাঠান এরকম একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান যে মাত্র 1% স্প্যাম সফলতার মুখ দেখে। সুতরাং কয়েক হাজার সফল স্প্যামের জন্য তারা কয়েক মিলিয়ন স্প্যাম ছাড়েন। সুতরাং প্রতি ই-মেইলের জন্য যদি 1 পেনি চার্জ করা হয় তাহলে কয়েক মিলিয়নের জন্য বিলটা বেশ মোটা-তাজাই হবে। এতে আশা করা যায় কোম্পানিগুলো একটু দম নেবে।
কিন্তু এই ইলেকট্রনিক ডাক-টিকেট চালু হলে আমাদের কি হবে? ব্যক্তি পর্যায়ে গ্রাহকদেরও তো কড়ি গুণতে হবে। নাকি? সব সমস্যার সমাধান করতে এরা কেনো শুধু ফি বসানো, চার্জ ধরা, জরিমানা করার সমাধান বের করে?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।