বিশ্বকাপ ফুটবলের আর বাকী নেই। জার্মানি একেবারে প্রস্তুত। ইউরোপের মাটিতে এই কাপ ইউরোপের কেউ জিতবে এ আশাই করছে সকলে। সেক্ষেত্রে ইংল্যান্ডের সম্ভাবনাই সবচে বেশি।
যদি বুকিদের হিসেবে ব্রাজিল ফেবারিট (1-3)। দ্্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড (1-8)। সেভন গোরান এরিকসন বিশ্বকাপের পরেই ছেড়ে দিচ্ছেন ইংল্যান্ডের ফুটবল ম্যানেজারের পদ। তারও আশা তিনি ইংল্যান্ডকে পাইয়ে দেবেন কাঙ্খিত কাপটি। সেই 1966-এর পর আর কখনও যে ভাগ্য হয়নি ইংল্যান্ডের। এক বুকিতো আগাম তাদের দুর্ভাগ্যের খবর জানিয়েছেন। দুর্ভাগ্যটা অবশ্য বুকমেকারদের। এবারের বিশ্বকাপের বাজি ধরার জন্য বুকমেকাররা মোট 10 মিলিয়ন পাউন্ড হারবে বলে তার আশংকা। দেখা যাক জার্মানির মাটিতে বল কোন দিকে গড়ায়।
মন্তব্য
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
নতুন মন্তব্য করুন