ইতিহাস যা ইচ্ছা তাই বলুক। হোক সাধুভ্যালেন্টাইন। হোক অন্য কোনো কারণ। লাভ হোক ব্যবসায়ীদের। তবু বলবো এই যে ভালবাসা দিবসের চল, এ এক মুক্তি। এই যুদ্ধ, সংঘাত, বাদ-প্রতিবাদ, সংঘর্ষ, খুন, বোমাবাজির পৃথিবীতে ভালোবাসা শব্দটির অনেক বেশি গুরুত্বপাওয়া উচিত।
ভালবাসা হোক শর্তহীন, ধর্মহীন, জাতিহীন। ভালবাসা বাসা করে নিক প্রতিটি মানুষের মনে। আর ছড়াতে থাকুক মিলনের সুবাস। ভালবাসা তার আবেশে মদির-মাতাল করে রাখুক সব দসু্য আর জঙ্গিদের। আর পরিবারে পরিবারে, ঘরে-সংসারে ভালবাসা নিয়ে আসুক শান্তি-সুখের দিন।
সবাইকে ভালবাসা দিবসের শুভেচ্ছা।
মন্তব্য
নতুন মন্তব্য করুন