ফিনসবারি পার্ক মসজিদের ইমাম আবু হামজার 7 বছরের জেল হয়েছে। কিন্তু স্কটল্যান্ড ইয়ার্ড বলছে, তারা কোনো প্রমাণ পায়নি যে জুলাই 7 এর আত্মঘাতী বোমাবাজরা এই মসজিদে এসেছিলো। বা হামজা তাদেরকে অনুপ্রাণিত করেছেন। তবে ডেইলি মেইল সেরকম সংবাদ ছাপিয়েছিলো। অন্যদিকে ফ্রানেসর গোয়েন্দা সংস্থা প্রধান এই দাবী অনেক আগে থেকেই করে আসছিলেন।
তবে বিচারক মনে করেন এই যোগসূত্র না থাকলেও হামজা দোষী। কারণ নামাজ পড়ানোর শুরুতে ও শেষে তিনি পাশ্চাত্য বিরোধী যেসব উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তা যে কাউকে অনুপ্রাণিত করতে পারে হত্যা ও ধ্বংসে। সুতরাং তার আবাস হওয়া উচিত কারাগার।
বিচিত্র ধর্মের নিরাপদ স্থান ব্রিটেন এখন অনেক ধর্মীয় নেতার জন্য হুমকি। বিশেষ করে যেসব ইমাম জেহাদের জন্য বেশি উদগ্রীব। অস্বীকার করার উপায় নেই যে জেহাদ ইসলামের অংশ। সুতরাং জেহাদ না করতে বলে কিভাবে চুপ থাকবেন ইমামরা।
ইসলাম থেকে যদি তারা শিক্ষা নিতে চান তবে হয়তো একটা বিকল্প আছে। তারা সদলবলে পাশ্ববর্তী কোনো দেশে হিজরত করতে পারেন। তারপর জেহাদে জয়ী হলে ব্রিটেনে ফিরে আসতে পারেন। অথবা ব্রিটেন তাদের দাবী-দাওয়া মেনে নিলে একটা সন্ধি করতে পারেন।
ছবি: আবু হামজা
মন্তব্য
নতুন মন্তব্য করুন