সব ভাষার জন্য একুশে

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: বুধ, ০৮/০২/২০০৬ - ৮:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:


একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে তা খুব একটা জোরের সাথে প্রচারিত হয় না। এর দায় আসলে বাঙালির ও বাংলাদেশের।
মাতৃভাষা দিবসকে জনপ্রিয় করে তুললে নিজেদের এক মহান সংগ্রামকে মহত্তর করে তোলা হয়। সুতরাং বাংলাদেশে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান পালন করা উচিত আরো বেশি বিদেশি পর্যটক, কূটনৈতিক, সংস্কৃতিসেবী, সাংবাদিকদের নিয়ে। যাতে এখবর তাদের দেশে পেঁৗছে।
আর প্রবাসী বাঙালিরা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে পারেন বিভিন্ন বিদেশিদের নিয়ে, তারা যে ভাষার লোকই হোক না কেন।
ছড়িয়ে দিন একুশের আদর্শ। বাঙালির একটি মহান কীর্তিস্থান করে নিক বিশ্ব মানচিত্রে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।