শিয়া-সুন্নী বিরোধ নিহত ২৭

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: শুক্র, ১০/০২/২০০৬ - ২:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


এই শতাব্দীতে এরকম প্রাণহানি বোধহয় শুধু মুসলমানদের মধ্যেই সম্ভব। কী মর্মান্তিক! পাকিস্তানে শিয়াদের আশুরার মিছিলে আত্মঘাতী বোমা হামলায় মারা গেছেন 22 জন। আর আফগানিস্তানে শিয়া-সুন্নী বিরোধে নিহত হয়েছেন 5 জন।
কে তাদের বুঝাবে তাদের ধর্মএকই। কেন এই অহেতুক দাড়ি কমা নিয়ে সংঘর্ষ? বৃথা প্রাণক্ষয়। পৃথিবীর সবচে' মহান ধর্মের চেয়েও একটি প্রাণের মূল্য বড়। কেনো এইসব ধর্মান্ধরা বুঝে না মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।