গুজবটা বাংলাদেশে শোনা যাচ্ছে কি না জানি না। তবে আমরা এরকম একটা গুজব শুনছি জোরে সোরে। গুজবটি মুহাম্মদ ইউনুসকে নিয়ে। গুজবের শুরু নিশ্চয়ই ডেইলি স্টারের 15 বছর পূর্তি উপলক্ষে দেয়া তার বক্তৃতার সূত্রেই। কিন্তুতার বক্তৃতায় এমন কিছু ইংগিত ছিল যা গুজবটিকে অনেক বেশি সত্যের কাছাকাছি নিয়ে এসেছে।
যাহোক, আগে গুজবটি বলি। গুজবটি হলো যে, বাংলাদেশে জাতীয় সরকার তৈরি করার জন্য একটি আন্তজর্াতিক প্রচেষ্টা চলছে। এই জাতীয় সরকার অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতই হবে। তবে এর মেয়াদকাল হবে অনেক দীর্ঘ। গুজবের বাকী অংশ হচ্ছে সেই জাতী য় সরকারের প্রধান হতে যাচ্ছেন মুহাম্মদ ইউনুস।
বাংলাদেশে যে কয়জন কৃতি মানুষ আছেন তাদের মধ্যে মুহাম্মদ ইউনুস আমার খুব প্রিয় ।তিনি আমার প্রিয় তার সততা ও নিষ্ঠার জন্য। একটি সরকার প্রধান হওয়ার ক্ষেত্রে আমি তার যোগ্যতাকে খাটো করে দেখিনা। তিনি নিশ্চয়ই উপযুক্ত। কিন্তুপ্রশ্ন হচ্ছে তিনি কি কোনো আন্তর্জাতিক শক্তির পুতুল হয়ে এ কাজটি করবেন? আমার বিশ্বাস হয়না।
মন্তব্য
নতুন মন্তব্য করুন