আগের লেখায় জানিয়েছিলাম যে পাকিস্তানে 22 জন ও আফগানিস্তানে 5 জন মারা গেছেন।
সংবাদ সংস্থাগুলো এখন জানাচ্ছে যে পাকিস্তানে আশুরার মিছিলে যে বোমা হামলা হয়েছিল তাতে হতের সংখ্যা এখন 30-এ পৌঁছেছে।
অনেক পাশ্চাত্য সংবাদ মাধ্যম এ নিয়ে হালকা রসিকতা করতে ছাড়ছে না যে, মুসলমানদের বোমা এখন মুসলমানদের বিরুদ্ধেই ব্যবহার হচ্ছে। এটা প্রমাণ করে এসব আত্মঘাতী বোমাবাজরা কতটা নির্বোধ ও অন্ধ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন