ভাষার চেয়ে ছবি শক্তিশালী। অনেক কথা মুহুর্তেই তুলে ধরে ছবি। পত্রিকায় অনেক যুক্তি দিয়ে যে সমালোচনা করা হয় তার চেয়ে একটি কাটর্ুন অনেক বেশি নাড়া দিতে পারে।
কাটর্ুনের আরেকটি দিক হলো এর রসিকতা। যদিও সমালোচনাই থাকে কাটর্ুনের মূল উপজীব্য। তবুও কাটর্ুনে তা করা হয় অনেক রসিয়ে রসিয়ে। যাতে মূল মেসেজটা পাওয়া যায়। কিন্তু হাসিটাও বাদ যায় না।
ডেইলি স্টার তাদের পত্রিকায় প্রকাশিত কাটর্ুনগুলো নিয়ে একটি প্রকাশনা বের করেছে। নি:সন্দেহে একটি ভালো উদ্যোগে। বিশেষ করে ডেনমার্কের কাটর্ুন বিপর্যয়ের সময় এটি যোগ করবে একটি ভিন্ন মাত্রা।
মন্তব্য
নতুন মন্তব্য করুন