বাড়িটির নাম সাদা। দুর্জনদের ধারনা বাড়ির ভেতরে সব কাজ-কারবারই কালো। আর সে সন্দেহ যাতে না দেখা দেয়। মানুষের মনে যাতে বিরূপ মনোভাব না জাগে সেজন্য বাড়ির নাম রাখা হয়েছে সাদাবাড়ি। ইংলিশে হোয়াইট হাউস।
কিন্তুতুষার ঝড়ে যখন আশপাশ আরো সাদা হয়ে গেছে, তখন বাড়িটিকে আরো সাদা মনে হয়। প্রকৃতির কি নিষ্ঠুর রসিকতা। পৃথিবীর যত কালো কাজের সাথে যে বাড়িটির সংযোগ তাকে সে আরো সাদা করে তোলে। আর সুনামির অন্ধকার জলে ভেসে যায় শতশত নিরীহ দরিদ্র শিশু। তারা আলো ও মাটি খুঁজে পায় না।
আফ্রিকার জনগণ হয়তো এই সাদা হওয়ার মধ্যে অন্য কোনো অর্থ খুঁজে পেতে পারে। তাদের দৃষ্টিতে তো সাদা মানে অসুন্দর আর কালো মানে নয়ন মনোহর।
মন্তব্য
নতুন মন্তব্য করুন