নবী মুহাম্মদের (দ:) কাটর্ুন ছাপা হওয়ায় পত্রিকা ও সম্পাদকের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে খবর প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা। তবে বিস্ময়ের বিষয় হলো এর ফলাফল হয়েছে ভিন্নরকম। কারো হয়েছে পৌষমাস কারো হয়েছে সর্বনাশ।
এ পর্যন্ত 60টির মত পত্রিকা এই কাটর্ুনগুলো ছেপেছে। এদের মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জর্দান ও ইয়েমেনের পত্রিকাও রয়েছে। স্বাভাবিক কারণে মুসলিম দেশগুলির পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হয়েছে বা পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেয়া হয়েছে। যেমন, ইন্দোনেশিয়ার দৈনিক 'পেটা'র সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যাতে তার মৃতু্যদণ্ডও হতে পারে। এদিকে জর্ডানের দু'টি পত্রিকার সম্পাদককে একই অপরাধে গ্রেফতার করা হয়েছে।
অবাক বিষয় হচ্ছে বেশ কিছুক্ষেত্রে সংশ্লিষ্ট পত্রিকার প্রচার সংখ্যা অনেকগুণ বেড়ে গেছে। স্বয়ং পত্রিকার মালিকরা এ ধরনের ফলাফলে বিস্মিত। কোথায় প্রচার হলো নেতিবাচক অথচ বিক্রি গেলো বেড়ে। 'ফ্রান্স সয়ের' এর সাকর্ুলেশন 40 শতাংশ বৃদ্ধি পেয়েছে! এছাড়া আরো কয়েকটি দৈনিকের প্রচার সংখ্যা দুই থেকে আড়াই লাখ বেড়ে গেছে ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন