বিশ্ববিদ্যালয়ে ডোনেশন নিয়ে ভর্তি করা কি দুর্নীতি?

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: মঙ্গল, ১৪/০২/২০০৬ - ১২:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ডোনেশন নিয়ে ভর্তি করা আমাদের দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চালু আছে। সম্প্রতি তা শুরু হয়েছে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে। অনেকেই বলছেন এরকম টাকা নিয়ে ছাত্র-ছাত্রী ভর্তি করায় পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের ওপর একটি বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে।
এদের কেউ কেউ আরেকটু বেড়ে একে চিহ্নিত করছে দুর্নীতি হিসেবে। আর্থিক সমস্যার সমাধান হিসেবে বিশ্ববিদ্যালয়গুলো যদি এই পদক্ষেপ সবার জ্ঞাতসারে নিয়ে থাকে তবে কি তাকে দুর্নীতি বলা যাবে? আর অভিযোগটা কি যারা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তিহতে পারছেন না তাদের তরফ থেকেই শুধু উঠছে?
সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের আগামী প্রজন্মের মধ্যে সংলাপ হওয়া জরুরি। আপাতত: আমরা ব্যবহার করতে পারি মন্তব্যের বাক্স। কী মনে হয় আপনার?

অর্থ অনুদান নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তিকরা কি দুর্নীতি?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।