ব্রিটিশরা সবসময় ধীরে সুস্থে সময় নিয়ে কোনো কাজ করে। যত ভালো কাজই হোক তা। যথেষ্ট সময় তারা নেয়। নানা পক্ষের মত জানতে হবে তো। এই ভ্যালেন্টাইনস ডে কে ব্রিটিশ ক্রেডিট কার্ডকোম্পানিগুলো ব্যবহার করেছে ক্রেডিট কার্ডের সিকিউরিটি বাড়ানোর দিবস হিসেবে।
ক্রেডিট কার্ড চুরি করে চোরেরা শুধু স্বাক্ষর নকল করেই কাজ চালিয়ে দেয়। পেছনে তো স্বাক্ষর দেয়াই থাকে। সুতরাং ক্রেডিট কার্ড কোম্পানিগুলো ক্রেডিট কার্ডে এখন চিপ বসিয়েছে। ঠিক মোবাইলের সিম কার্ডের মত দেখায়। তবে আজ ভ্যালেন্টাইনস ডে থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হলে পিন নাম্বার দিতে হবে। শুধু স্বাক্ষরে কোনো কাজ হবে না। তা শুধু পিন নাম্বার চালু করার জন্য তারা বেছে নিয়েছে 14 ফেব্রুয়ারিকে। প্রচারণা চালিয়েছে আই লাভ পিন পোস্টার ছাপিয়ে।
সুতরাং এই ভালবাসা দিবসে পিন ছাড়া কোনো ভালবাসাবাসি নেই। সবই পিনযুক্ত ভালবাসা।
মন্তব্য
নতুন মন্তব্য করুন