[আইন হয়নি এখনও তবে আড়ি পেতে শোনাটা বড় কোনো অপরাধ নয়। এখনও অনেকে শুনছে। আইন হলে নিশ্চিন্তে শুনবে। তবে র্যাব যদি ক্রসফায়ারে কারবার সারতে পারে, আমারটা তো চুলকানি মাত্র। চড় থাপপরও না।]
শ্যামলি: বনমালী ভাইয়া, বনমালী ভাইয়া। ওরা আপনাকে রাজাকার বলেছে। 71 তো আপনার জন্মই হয়নি। আর আপনার আব্বাজান যদি জামাত করেন তবে কি আপনাকে রাজাকার বলা যায়? ওরা বুঝে না।
বনমালী: ওদের কথায় কান দিও না। মুক্তিযোদ্ধারা তো মেরুদন্ডহীন। চাচাজানকে 72 এ ধরে জেলে দিলো। কিছু করতে পারে নাই। সাধারণ ক্ষমা করতে বাধ্য হয়েছে।
শ্যামলী: কিন্তু ওরা যে হিন্দু কবির কবিতাকে জাতীয় সঙ্গীত বানালো। সেটার সুর নাকি আবার চুরি করা। তুমি একটা জাতীয় সঙ্গীত লেখার কথা ছিল না। সেটা লিখেছো? আমি একটা লিখেছিলাম। কিন্তু আমার টিচার বলেছে সেটায় উদর্ু আর বিহারী শব্দ বেশি।
শাবন: উদর্ু ও বিহারী ভাষায় কথা বললে ওরা না বিজাতীয় বলে। বিহারীরা তো মুসলমান। ওরা বিজাতীয় হবে কেন? ওরা বুঝে না। ওরা বিহারীদেরকেও রাজাকার বলে।
বনমালী: বললেই হলো রাজাকার? রাজা কার মানে, রাজা আমাদের। দেশ আমাদের। আমাদের শাসন চলছে।
কাজুবাদাম: সৎ লোকের শাসন চলছে। ইসলাম শান্তির ধর্ম। জামাত বোমা বানায় এমন প্রমাণ আছে ওদের কাছে? জামাত নিজে কখনও বোমা মারে না। প্রমাণ দিক।
অদ্ভুত: কথা নেই বার্তা নেই ডারউইন, ডারউইন। ওরা ডারউইনের থিওরি বিশ্বাস করে। ওরা আসলে অবিশ্বাসী। ভূতের দল।
বনমালী: আরবী বই থেকে রেফারেনস দিতে পারে না। সাকা চৌধুরী কি বলেছেন। তার মত প্রকান্ড জ্ঞানী বলেছেন যে, ডারউইন ইসলামের শত্রুআর আপার বন্ধু। সাকা চৌধুরী বলেছেন রাজাকাররা ইসলামের সৈনিক।
বাচ্চা রাজাকার: গণতন্ত্রে কাউকে রাজাকার বলে গাল দেয়া যায় বলেন। ওরা নিজেরা ই রাজাকার! থুক্কু, কি বললাম এটা। গোলাম চাচা মাইন্ড করতে পারেন। 71 এ গোলাম চাচারা জিতলে মুক্তিযোদ্ধারা রাজাকার অইতো।
কদবেল আহমক: সোবানাল্লা। কি আনন্দের কথা শোনালেন। ব্যান্ডের গানের সাথে নাচতে ইচ্ছা করতেছে। ইসলামী জাতীয়তাবাদে অবশ্য ব্যান্ড গান শোনা হারাম। নাচা আরো বড় হারাম। ভ্যালেন্টাইন দিবস নাসারা সংসকৃতি। বাংলা বানান আমার উদর্ুর মত হয়ে যায়। তাকে কি? আমি তোর আর ওদের মতো জাতীতে আহাম্মক না। আমীন!!
বনমালী: ঠিক বলেছো। আমরা আহাম্মক না। ধীরে ধীরে দখল করে নিচ্ছি। কয়দিন ওরা নাচবে। এরপর আমরা নাচ দেখাবো। কেরেস্তানি কায়দায় জন্মদিন পালন করা ছুটায়া দেবো। রগ চেনে নাই। ওদের তো বার্থডে নাই ডেলিভারি ডে -তে জন্ম, তাই ফাল পারে।
মন্তব্য
নতুন মন্তব্য করুন