মাথার টুপিগুলো চলুন ছুঁড়ে দেই আকাশের দিকে
ইশ্বরকে তাক করে...
উড়তে থাকুক তারা মুক্ত পারাবত
অসীম বিশ্বাসের শূন্য নীলিমায়
পতনের আগে
ধরে ফেলি সহজ নাগালে নতুন কোনো
বদলে নেই নিজেদের প্রিয় শিরস্ত্রাণ
বদল হোক পরষ্পরের ভাবনা ও বিশ্বাস
অদল-বদল করে দেখি চিন্তা সমুদয়
মাথায় তুলে রাখি নতুন নিবিড় যত্নে
আরো কিছু বাড়তি সময়
মন্তব্য
নতুন মন্তব্য করুন