উচ্ছেদ করে কিসের উন্নয়ন?

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: রবি, ১৯/০২/২০০৬ - ৯:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


আজকের পৃথিবীতে বসতভিটা থেকে উচ্ছেদ করাকে খুব ই নেতিবাচক হিসেবে দেখা হয়। আধুনিক বিশ্বে যে কোনো রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে নাগরিককে বাসস্থানের ব্যবস্থা করে দেয়া। গরীব দেশ হিসেবে বাংলাদেশের পক্ষে হয়তো তা সম্ভব নয়। কিন্তু তা যদি একটি দেশ না পারেও তা মেনে নেয়া যায়। মেনে নেয়া যায় এরকম একটি দেশের বিপুল সংখ্যক গৃহহীন মানুষের মাথার উপর কোনো ছাদ থাকবে না। মেনে নেয়া যায় যে রাজধানীর সুরম্য বিভিন্নসরকারী ভবনের খালি জায়গায় তারা অন্তত: রাতের বেলাটা ঘুমাতে পারবে।

কিন্তুবিভিন্ন অজুহাতে জনসাধারণকে উচ্ছেদ করবে সরকার তা কতটুকু মানা যায়? আর যদি সে উচ্ছেদের কারণ হয় কোনো ধনী ব্যক্তির জন্য ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ করে দেয়া। উন্নয়নের জন্য রাজধানীর সরকারী জায়গাগুলোয় গড়ে তোলা বস্তিগুলো ভাঙাকেই মানব-অধিকার পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়। সেখানে সাভারে 10 একর জায়গা বরাদ্দ দেয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো এক আত্মীয়কে। উচ্ছেদ করা হয়েছে সেখানে বসবাসরত বিপুল জনগোষ্ঠীকে।

অনেকেই হয়তো যুক্তি খুঁজবেন সরকারের এহেন আচরণের। কিন্তু যদি বলি মানুষগুলো খ্রিস্টান বা ভিন্নধর্মাবলম্বী বলেই জোটসরকার নির্বাচনের বছরও এরকম একটি সিদ্ধান্ত নিতে পারলো। তবে কি খুব ভুল হবে?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।