পিয়ালের ব্লগে পিয়াল একসাথে অনেকগুলো মুক্তিযুদ্ধ সংক্রান্ত সংবাদের অংশ তুলে ধরেছেন। অনেক লেখার সাথেই তিনি তার মন্তব্য বা ব্যাখ্যা যোগ করেননি। কেউ কেউ একদিনে তার স্ক্যানার নষ্ট হয়ে যাবে বলে রসিকতা করেছেন। কেউ বলেছেন এরকম সংগ্রহ ব্লগে দেয়ার জন্য তারা কৃতার্থ। সবগুলো লেখা আমি আলাদা করে দেখিনি তবে আমার ধারণা পাঠকদের তৃষ্ণা মেটানোর জন্য পিয়াল লেখাগুলোর সূত্র কোথাও না কোথাও উল্লেখ করেছেন।
হতে পারে এগুলো তার নিজস্ব সংগ্রহ। অথবা তিনি কষ্ট করে স্ক্যান করেছেন। কিন্তুসেটি বড় কথা নয়। বড় কথা মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও ইতিহাস সম্পর্কে তার দৃঢ়তা।
এই সংবাদগুলো একটি ওয়েবসাইটে পাওয়া যায়। হয়তো আরো অনেক সাইটে এগুলো আছে। মুক্তিযুদ্ধ যাদুঘরের সাইটেও থাকতে পারে। আমি যে সাইটটিতে এগুলো দেখেছি সে সাইটটির নাম এনওয়াইবাংলা ডট কম। ডানে আমার পছন্দের লিংকে যুক্ত করে দিলাম। দেখুন, সংরক্ষণ করুন।
বিষয়টি সবার দৃষ্টিতে আনার জন্য পিয়ালকে ধন্যবাদ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন