খুব অসময়ে তোমার সাথে দেখা হলো,
হতে পারতো আরো বছর দশেক আগে।
তুমিও ছিলে, আমিও ছিলাম- এখানে
তবু দেখা পেলাম না কেউ কারো।
আরো দশ বছর আগে আসতে পারতে তুমি - পারলে না,
কারন তোমার আসার উপর তোমার হাত ছিল না।
কিংবা
আরো দশ বছর পরে আসতে পারতাম আমি - পারলাম না,
কারন আমার আসার উপর আমার হাত ছিল না।
আমাদের দেখাটা হলো বড় অসময়ে
এই ব্যবধান অতিক্রম করা এখন আমাদের অসাধ্য।
ভাগফল বলছে-
আমি তোমাকে পেয়েও পাইনি
তুমি আমাকে পেয়েও পাওনি।
ভাগশেষ জানে-
আমরা দুজনে এক পৃথিবীতেই আছি।
মন্তব্য
ন(জরুল) কবিতা ভালো হইছে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
গম লাগার জন্য ধন্যবাদ!
কবিরা কিন্তুক মাইন্ড খাইবো শুনলে
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
হ আমিও কই - কবিতা ভালো হয়েছে
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
এটা একটা common ( ) দীর্ঘশ্বাস!!!
ভাগফল আর ভাগশেষের ব্যাপারটা ভাল্লাগছে।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আরে সুন্দর তো, ভালো লাগছে।
চলুক
______________________________________
বৃষ্টি ভেজা আকাশ
______________________________________
লীন
নতুন মন্তব্য করুন