• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

তথ্য জানা আপনার অধিকারঃ তথ্য মন্ত্রণালয়ে মজার ভ্রমণ

নীড় সন্ধানী এর ছবি
লিখেছেন নীড় সন্ধানী (তারিখ: মঙ্গল, ১৭/০৫/২০১১ - ২:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

বোকা জনগন। জানে না তথ্য জানা মৌলিক অধিকার। সরকারকে তাই পয়সা খরচ করে SMS পাঠাতে হয় দুইদিন পরপর। অধিকার বজায় রাখতে গিয়ে আজকে গেলাম তথ্য মন্ত্রনালয়ে।

ওয়েবসাইট খুলেই প্রথমে দেখি দুই বছরের অর্জন জ্বলজ্বল করছে একটা লিংকে

এক ক্লিকেই পিডিএফ যাদু। বিস্ময়কর ওয়েব সাইট। ডিজিটাল ম্যানুয়াল দুইয়ের সমন্বয়। সেই ফাইলে অর্জিত সাফল্যের বিরাট লিষ্টি। সবটাই সাফল্য। কোথাও কোন ব্যর্থতা নাই। এত এত সাফল্য পড়ে মাথা ঘুরে উঠে। চোখে অন্ধকার দেখি প্রায়। তাই মাত্র কয়েকটা সাফল্য লিখতে সক্ষম হলাম।

প্রথমে আসি 'প্রকাশনা' অংশে। সাফল্য গাঁথার "প্রকাশনা" অংশ বলছে

"প্রকাশনা ক্ষেত্রে জাতির জনকের ২ লক্ষ ২ হাজার, রাস্ট্রপতির ১ হাজার, প্রধানমন্ত্রীর ৭০ হাজার প্রতিকৃতি মুদ্রন ও বিতরণ করা হয়েছে।........."

বাহ!!! এ এক অভূতপূর্ব সাফল্য!!!! এর আগে কেউ জাতির জনকের এতগুলো ছবি ছাপাইতে পারে না। গত সরকার তো নিদারুণ ব্যর্থ ছিল এই ব্যাপারে। এক কপিও ছাপাইতে পারে নাই পাঁচ বছরে।

তারপর আসি ফিল্ম আর্কাইভ অংশে।
ফিল্ম আর্কাইভ অংশের অর্জিত সাফল্য তালিকায় ০১. নিন্মলিখিত প্রকল্পগুলো হাতে নেয়া হয়েছে" এর ঙ অংশে আছে-

ঙ) ডিজিটাল ফিল্ম হাসপাতাল স্থাপন

আগে কেউ শুনেছেন এরকম হাসপাতালের নাম? পৃথিবীর কোথাও এরকম হাসপাতাল নেই। এই দেশেই প্রথম। এই হাসপাতাল ফিল্মের চিকিৎসার দিকে সরকারের সুনজরের জ্বলন্ত প্রমাণ। আগামিতে দেশে কোন অসুস্থ চলচ্চিত্র দেখা যাবে না।

শুধু কি তাই? কেবল ফিল্ম সুস্থ রাখলে হবে না। তা দেখার জন্য যোগ্য দর্শকও তৈরী করতে হবে। তাই পরের প্যারাতেই বলা হচ্ছে-
০৫. চলচ্চিত্র বোদ্ধা দর্শক তৈরীর কার্যক্রম সীমিত পর্যায়ে চলছে

মানে হলো দেশের অগা মগা দর্শক দিয়া চলচ্চিত্রের পরিবেশ সুস্থ রাখা যাবে না। অযোগ্য দর্শকের কারণেই দেশ চলচ্চিত্রে হলিউড বলিউডের চেয়ে পিছিয়ে আছে। যোগ্য দর্শক বোদ্ধা দর্শক হলেই ভালো সুস্থ সিনেমা আসবে। ঠিক কথাই তো।

এছাড়াও অর্জিত সাফল্যের ১৪ পৃষ্টা বিবরনীতে আরো আছে গত দুবছরে তথ্য মন্ত্রনালয়ে পত্রযোগাযোগ হয়েছে ১০১২১টি, আলোকচিত্র তোলা হয়েছে ৩১৭,২৬০টি...........ইত্যাদি সাফল্য গাথা। বিরাট একেকটা রেকর্ড।

আর পারছি না। আমার পেট ভরে গেছে অর্জিত সাফল্যের এই কটা দেখেই।

তাই প্রথম পাতায় ফিরে আসলাম আবার।
এখানে উপরে মিনিস্টার নামে একটা লিংক দেখে ক্লিক করলাম।

এটা তো আরো আশ্চর্য জিনিস!! স্বয়ং তথ্য মন্ত্রীর সংক্ষিপ্ত জীবনী টাইপ করে ছবি সহ স্ক্যান করে পিডিএফে রূপান্তর করে দেয়া হয়েছে!!! কী সৌভাগ্য আম জনতার। মন্ত্রীর বায়োডাটা নিজ চোখে দেখতে পাচ্ছে। শিখতেও পারবে। ভালো চাকরী পেতে বায়োডাটার গুরুত্বপূর্ন অবদান রয়েছে। এমনকি বিয়ে শাদির ক্ষেত্রেও বায়োডাটার গুরুত্ব অনস্বীকার্য। এই বায়োডাটাকে উভবিধ কাজে রেফারেন্স হিসেবে নিতে পারেন যে কেউ।

এখানে মন্ত্রীর জন্ম থেকে শুরু করে শিক্ষা, চাকুরী, রাজনীতি, বিবাহ সকল খাতের অভিজ্ঞতা ও সাফল্য বর্ননা করা হয়েছে। উনি সব খেলাধুলা পছন্দ করলেও ফুটবল আর ক্রিকেটের প্রতি যে অনন্য ভালোবাসা রাখেন তাও বলেছেন। শেষ লাইনটি উদ্ধৃত করার লোভ সামলাতে পারছি না। শেষ লাইনে বলা হয়েছে-
বাংলা ও ইংরেজী ভাষায় দক্ষ জনাব আবুল কালাম আজাদ উর্দু ও হিন্দি ভাষাতেও কথা বলতে পারেন। এছাড়া তিনি আরবীও পড়তে পারেন।

এতসব অর্জন যোগ্যতার বিবরণ পড়ে চায়ের তেষ্টা পেয়ে গেল। যাই এক কাপ চা খেয়ে আসি। সময় থাকলে আপনারও ঘুরে আসুন মন্ত্রণালয় থেকে। নির্মল আনন্দের অভাব পূরনে এই মন্ত্রণালয় বরাবরই বিশেষ ভূমিকা রেখে আসছে।

পাদটীকাঃ
[তথ্য অধিকার নিয়ে মোবাইলে SMS পাঠানোর সাফল্য(!)টা এই মন্ত্রনালয়ের তথ্য কমিশনের। এই কমিশনে ৭৬ সদস্যের একটা বাহিনী আছে। মোবাইলে SMS পাঠানো বাদে আর কোন কার্যক্রম সম্পর্কে কারো ধারণা থাকলে আলো ফেলতে পারেন। মজার ব্যাপার হলো তথ্য কমিশনের ওয়েব সাইটে "কিছু জরুরী প্রসংগ" অংশে গিয়ে তথ্য প্রবাহের উপর যে নিষেধাজ্ঞার তালিকা দেয়া আছে তাতে তথ্য অধিকার আইনও বোকা হয়ে যায়।]


মন্তব্য

geniouscrow এর ছবি

বাঙালি বড়ই অকৃতজ্ঞ জাতি........এই যে এত বিনোদন দিল তার জন্য একটা ধন্যবাদ পর্যন্ত দিলেন না............

দ্রোহী এর ছবি

=)) =)) =)) =)) =))

রু (অতিথি) এর ছবি

দুঃখিত, কোনটা স্যাটায়ার ঠিক বুঝলাম না, আপনার লেখাটা নাকি তথ্য মন্ত্রনালয়?

নীড় সন্ধানী এর ছবি

ট্যাগ বিভ্রান্তির জন্য দুঃখিত। তবে ওটা মূলত সিকিউরিটি ট্যাগ, মানহানির মামলায় কাজে আসতে পারে :p

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অপছন্দনীয় এর ছবি

=))

নীড় সন্ধানী এর ছবি

আস্তে ভায়া..... :)

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

মাহবুব লীলেন এর ছবি

এত তথ্য দেবার পরও কৃতজ্ঞ হইতে পারা গেলো না? বড়োই আফসুস

নীড় সন্ধানী এর ছবি

কি যে বলেন, কৃতজ্ঞতার সাথেই তো লিখেছি :))

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

আয়নামতি1 এর ছবি

:)) আসলেই এতভাবে বিনোদনের ব্যবস্হা করা আছে তারপরও আপনার কৃতজ্ঞতা নাই :p

নীড় সন্ধানী এর ছবি

কে কয়, শুক্রিয়ার সাথেই লিখলাম, আপনাদের শেয়ার করে আনন্দিত হলাম :))

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

ধৈবত(অতিথি) এর ছবি

আমার যোগ্যতা মন্ত্রীর চেয়ে বেশি। আমি বাংলা, আংরেজী, হিন্দী, উর্দু (যেহেতু উর্দু প্রায়=হিন্দী), আরবি (শুধুমাত্র রিডিং পড়া), চাটগাইয়া, নোয়াখাইল্লা, ঢাকাইয়া এবং বরিশাইল্যাও কিঞ্চিত পারি। রাশিয়ান ভাষায় কিছু গালাগালিও ইদানিং শিখছি। আমারেতো তাইলে তাড়াতাড়ি মন্ত্রী বানানো উচিত, কী বলেন! :D

নীড় সন্ধানী এর ছবি

শুধু ভাষাজ্ঞানেই মন্ত্রী হওয়া যায় না, মন্ত্রী হবার তরিকা জানার জন্য পূর্ববর্তী পোষ্টে উকি দিতে পারেন। ;)

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

আশরাফ মাহমুদ এর ছবি
আবু হাসনাত (মিলন)  এর ছবি

আগে মজা পাইলাম, অনেকটা হালকা ভাবে নিতাম - ভাবতাম জনগন যখন এগুলো নিয়ে উপহাস করে, তখন তারা শুধরে যাবে।

এখন আর মজা পাই না - ক্ষোভ হয়, রাগ হয়, দুঃখ হয়, ইদানিং ঘৃণাও হয়।

এই সব ভাড়ামি'র একটা শেষ আছে এবং এর শেষ সিকোয়েন্স যে কি হইতে পারে, সেটা ইমাজিন করতে পারি না - বাংগালী এবং বাংলাদেশী হিসাবে এটা আমার ব্যার্থতা...

রোমেল চৌধুরী এর ছবি

আপনি বড় ছিদ্রান্বেষী মানুষ, নীড়ের সন্ধান ছেড়ে খালি খালি রন্ধ্রের সন্ধান করেন। ;)

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

প্রমা এর ছবি

ভাল ভাল
:))

guesr_writer rajkonya এর ছবি

খুবই তথ্যবহুল লেখা। জনগণ অনেক উপকৃত হবে।

সুহান রিজওয়ান এর ছবি

কোথায় কৃতজ্ঞতা প্রকাশ করে হুজুর হুজুর করবেন- তা না, স্যাটায়ার করেন...

আপনাদের জন্যেই দেশ সাফল্যের পথে এগোতে পারে না। আপনার ফাঁসি চাই।

ফাহিম হাসান এর ছবি

=)) =))

অনেক তথ্য পেলাম। (Y)

সংসপ্তক এর ছবি

চলচ্চিত্র বোদ্ধা তৈরি করে ক্যামনে? প্রণালী কি?

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

রঞ্জু তালুকদার এর ছবি

আমরা কি শিশু শ্রম বন্ধ করতে পারিনা..? একেকটা সাদা মনের মানূষ যদি.একেকটা শিশুর দায়িত্ব্য নিত.তাহলে আমার মনে হয় একটা শিশু ও অকালে ঝরে পরত না।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।