বিকেলটা ঘাপটি মেরে বসেছিল মেঘের আড়ালে। দুপুর গড়িয়ে দিনটা তাই সরাসরি সন্ধ্যার কবলে। আষাঢ় বিকেলে মেঘের অন্ধকারই সত্য। বৃষ্টির সাথে বুনো গন্ধ বাতাসে ভর করে ছুটোছুটি। এইসব দামাল চঞ্চলতা আজকাল কপালে বিরক্তির কুঞ্চিত রেখা বৃদ্ধি করে। লাঠি ঠুকে ছাতার ভারসাম্য রেখে বয়সী শরীর বর্ষা প্রণয়ে অক্ষম। শরীরটা নিরাপদ আশ্রয়ে স্বেচ্ছা-বন্দী।
দুপুর থেকে সন্ধ্যা কতক্ষণ ঠায় বসে থাকা? এলো-চিন্তারা দুষ্টু বালকের মতো দিশেহারা। মগজের কোষে কোষে ধূসর হয়ে আসা স্মৃতিগুলো মুছতেও চায় না আবার ভেসে উঠতে উঠতেও টুপ করে ডুব দেয়। মাঝে মাঝে একেকটা বিক্ষিপ্ত স্মৃতির নোটিশ দুরারোগ্য শ্বাসকষ্ট ছাড়িয়ে উঠে আসে। স্মৃতি-নাও কিছুদূর দাঁড় বেয়ে ধপাস। চল্লিশ বছর পুরনো থমকে থাকা একটা সময় থেকে ভেসে আসা বর্ষা-গীতি বদলে যায় 'বয়স আমার মুখের রেখায় শেখায় আজো ত্রিকোণমিতি'র গুনগুনে।
আষাঢ়ে এমনই তো হবার কথা। মেঘ জল বৃষ্টি। এই বৃষ্টি কাদাজল পেরিয়ে কংক্রিটের দালান। জল ঝড় নিরোধক কক্ষ থেকে দৃশ্যমান রাস্তায় জমে থাকা জলে কৈশোর যাত্রীদের দাপাদাপি। জানালার গ্রিল ফুঁড়ে আসা ভর দুপুরের দৃশ্যটা আক্ষেপের তীর বিদ্ধ করছিল পঁচাত্তরস্য বুকে। ঝেঁপে নামা বৃষ্টির ঝড়ো শব্দে মাথার ভেতরে আবারো স্মৃতির ঝাপসা সেলুলয়েডের ঘূর্ণন। সেই আষাঢ় আর এই আষাঢ়ে তিন যুগের ব্যবধান!! মেঘবৃষ্টির কোলাহলে এই স্মৃতিগুলো বড্ড জ্বালাতন করে। বর্ষা-মেদুর সন্ধ্যায় বধিরতাই শ্রেয়।
মন্তব্য
ছানি পড়া চোখ কচলে নিয়ে দু'চোখে সবুজ প্রিজম লাগিয়ে টান লাগা হাঁটুর শাসনকে বুড়ো আঙুল দেখিয়ে যুবতী লেখাটির সাথে ক্ষণিকের প্রেম হলো আমার।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
আপনার চোখে আবার ছানি পড়লো কখন? লেখার সাথে ক্ষণিক প্রেমের জন্য ধন্যবাদ
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
'এরশাদাদু' না হলেও পড়ে ফেললাম লেখাটা, মডু আইনে এর শাস্তি কি?
'নিরাপদ আশ্রয়ে স্বেচ্ছাবন্দীত্বে'র বার্ধক্য, খুব ভালো বলেছেন। নিজের মতো সমগ্র শহরবাসীকেই বধির বোধ হয় আজকাল। আসলেই 'বিরক্তির কুঞ্চিত রেখা বৃদ্ধি' ছাড়া বর্ষার আর কোন আবেদন টের পাই না। 'কংক্রিটের দালানে' বসে 'বর্ষা প্রণয়ে' এই ভিডিওটা দেখতে পারেন।
সবাই একসময় এরশাদাদু হবে, সুতরাং আপনি আগাম পড়ে কোন অপরাধ করেন নাই
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
আহ বয়স!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
আহ বর্ষা!!
অসাধারণ, আমার কাছে কাব্যময় লাগল!!!
কবির চোখে কাব্যময় লাগে সব
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
[আর কবি বলতে পারবেন না হুমম , নিক থেকে এই শব্দ বাদ দেবার শীঘ্র আবেদন করব! ]
বাহ!
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
কোনটা? ছবি না লেখা?
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
অল্পকিছু শব্দ ভাষার মসৃণতা আটকেছে মাঝে মধ্যে। কিন্তু ছবিগুলো, আহা! দেখে মাথা আউলা হয়ে গেল।
----------------
স্বপ্ন হোক শক্তি
ভাষার মসৃনতা....দিলেন তো কাটা ঘায়ে নুনের ছিটা! সত্য কথা এভাবে কইতে আছে?
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
আপনার মন খারাপ করিয়ে দেয়াটা উদ্দেশ্য ছিলনা, আমার অমন মনে হয়েছিল...বলে ফেলেছি, সরি...
----------------
স্বপ্ন হোক শক্তি
আরে না, সরি হবার কিছু নাই।
মন খারাপ হয় নাই, বরং আন্তরিক ভাবে বলেছেন বলে কৃতজ্ঞতা এবং (গুড়)
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
আহ! মন-ভালো করে দেওয়া অনবদ্য দৃশ্যমুহূর্তগুলোর জন্যই পাঁচতারা!
(গুড়) তারার বিনিময়ে সামান্য গুড় দিলাম যদি সুখাদ্য রান্নায় কাজে লাগে
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
এই জানালাটি আপনার ঘরের? যদি তাই হয় তাহলে আপনার সৌভাগ্যে আমি ঈর্ষান্বিত।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
গ্রামের বাড়ির জানালা
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
'মনখারাপের বাদলদিনের শেষে, ঈর্ষা পাশে বালিশ রেখে শোয়।
গল্প বলে যেমনটা ঠিক নয়, ঈর্ষাটিও আমার ভালবাসা....
ঈর্ষাটুকু আমার পরাজয়।'
লাইনগুলো মাথায় ঘুরছে, কবির নাম জানি না যদিও...
লেখায়
আর দ্বিতীয় ছবিটা দারুণ!!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
দ্বিতীয় ছবিটা আমারো খুব প্রিয়। ঝুমবৃষ্টিতে পুকুরপাড়ে আটকে গিয়ে প্রায় ভিজতে ভিজতে তোলা।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
নতুন মন্তব্য করুন