কান টানলে মাথা আসে।
বিদ্যূৎ না থাকলে গাড়ীর জ্বালানী সংগ্রহ কেন্দ্রে যন্ত্রপাতি চলে না। ফলে গ্যাস সংগ্রহের জন্য গাড়ীর দাঁড়িয়ে থাকতে হয় অতিরিক্ত কয়েক ঘন্টা (আগে লাগতো ১০ মিনিট এখন হয়ত ২ ঘন্টা ১০ মিনিট)। ফলশ্রুতিতে দায়ভারটা পড়ে গাড়ী ব্যবহারকারীদের উপর। ত্রিচক্রযানের ভাড়া স্বাভাবিকের চেয়ে ২০ টাকা বেশি (আগে লাগতো ৮০টাকা এখন ১০০ টাকা)। আশে পাশে ভাড়া করার মত তিন চাকার গাড়ীও আর চোখে পড়ে না .... নির্ঘাৎ গ্যাস স্টেশনে লাইনে অপেক্ষমান। অতএব.... মাথা পেতে দিলুম।
মন্তব্য
(বিপ্লব)
নতুন মন্তব্য করুন