মুঠোফোনে ইতরামী প্রসঙ্গে

শামীম এর ছবি
লিখেছেন শামীম (তারিখ: শনি, ২২/০৩/২০০৮ - ১১:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মোবাইল ফোন ব্যবহার করে ইতরামীর মাত্রা দিনকে দিন বেড়ে যাচ্ছে।

প্রায়ই মাঝরাতে একটা ফোন নম্বর থেকে আমার স্ত্রীর ফোন নাম্বারে ফোন আসে। ফোন যে করে, সে কোন এক জায়গা থেকে নম্বরটা জোগাড় করেছে কিন্তু সে পুরোপুরি নিশ্চিত না যে নাম্বারটা আমার বউএর-ই। কারণ আমার সে কখনই ফোন রিসিভ করে একটা শব্দ করেনি। ঐ এক লোকই যে ফোন করে সেটা নিশ্চিত কারণ ডিস্টার্ব করা নম্বরটা সেভ করে রাখা আছে। ফোনটা ধরে যদি আমি হ্যালো বলি, তাহলেই লাইন কেটে দেয়।

গতকাল রাতে আরেক ফোন থেকে একটা অশ্লীল (এতটাই অশ্লীল যে এখানে দিতে রুচি হচ্ছে না) মেসেজ এসেছে। মেজাজটা এত খারাপ হয়েছে যে বলার না।

কিছু একটা করা দরকার কিন্তু সেটা কী বুঝতে পারছি না। এই সমস্যা যে একা আমার তা হয়ত না। আরো পরিচিত অপরিচিত অনেকেরই হচ্ছে সেটা নিশ্চিত। ইভ টিজিং-এর ফলে আত্মহত্যার ঘটনাও ইদানিং পত্রিকায় আসছে। মোবাইলে ইতরামীর ফলে অত্যাচারীতের প্রতিক্রিয়ার ব্যাপারটাও সেই পর্যায়ে যাক সেটা নিশ্চয়ই কারো কাম্য নয়।

সকল মোবাইল ফোন তো মালিকের নাম সহ রেজিস্ট্রেশন করা হয়েছে। ফোন কম্পানিতে যোগাযোগ করলে কি এ ধরণের ক্রিমিনালদের পরিচয় বের করা যাবে? পরিচয় পেলেই বা কী? আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ঐ ফোনের মেসেজ যথেষ্ট হবে কি? তাছাড়া আইন প্রয়োগের কান্ডারীদের এড়িয়ে চলাই শ্রেয় বলে মনে হয়। কারণ পুলিশ আর উকিল ... দুটোই খুব খরুচে .... .... .... .... ড়্যাবকে বললে কী হবে? উল্টা আমাকেই যে হয়রানী করবে না তার কি কোন নিশ্চয়তা আছে?

সামাজিকভাবে এটা ঠেকানো যায় কি? বহুদিন পূর্বে সামহোয়্যারে পোস্ট করে রাগইমন আপা এমন মোবাইল ইতরামীর অভিযোগ করাতে ওনাকে বুদ্ধি দিয়েছিলাম যে শুধু নম্বরটা এখানে প্রকাশ করে দিন। সদস্য সকলেই ঐ নম্বরে ফোন করে ইতরের শান্তি বিঘ্নিত করবে। কেউ হয়ত পরিচয়ও প্রকাশ করে দিতে পারে। এই পদ্ধতিরও ক্ষতিকর দিক আছে ... ... শুধুমাত্র শত্রুতা করে নিরীহ কোন লোককে হেয় করার জন্যও একই পদ্ধতি প্রয়োগ করতে পারে কেউ - অবশ্যওওও.... মানুষের শুভবোধের উপর আস্থা রাখা যায় - সংখ্যালঘু এবং ছদ্মবেশী বদমাশদের জন্য ভয়ে সিটিয়ে থাকলে তো সেটা আরেক সামাজিক সমস্যা!

যা হোক আপাতত দ্বিতীয় পদ্ধতি প্রয়োগ করা যায় কি না দেখি। পরিচয় ফাঁস করে দেই ... ...
আমার স্ত্রীকে রাতে ফোন করত যে ছেলে তার নম্বর .... দিলাম না, যেহেতু আর ডিস্টার্ব করেনি।
গতরাতে অশ্লীল মেসেজ পাঠিয়েছে যে তার নম্বর: 01717 049 983


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

কি আর করা যাবে। আপনি চাইলে হয়তো উত্তক্ত্যকারীর ঠিকানা জোগাড় করে ফেলতে পারবেন...কিন্তু এই দেশে তাতেই বা কি আসে যায়্‌...
---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা

গৌতম এর ছবি

ঠিক একই ধরনের সমস্যা পোহাতে হচ্ছে আমাকেও। এর আগে একবার গ্রামীণে ফোন দিয়ে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু কোনো লাভ হয় নি। এই সমস্যার একটা সমাধান হওয়া দরকার।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শামীম এর ছবি

এই রোগওয়ালা অনেক ছদ্মবেশী আছেন ... ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড চরিত্র। হয়ত সামাজিকভাবে খুব ভাল পজিশনে কিন্তু সেই রূপের আড়ালে কদর্য রূপও আছে।

আপাতত পরিচয় ফাঁস করলাম, মুঠোফোনের নম্বর জানিয়ে। আমি নম্বরের মালিককে চিনিনা, কিন্তু ওনার পরিচিত কারো চোখে পড়লে তাঁরা সতর্ক হবেন। মুরুব্বীদেরকে জানিয়ে রাখতে পারবেন। একটা সামাজিক চাপ তৈরী হবে আশা করি।

এটা শপলিফটিং-এর মত একটা অসুখও হতে পারে। কাজেই থেরাপী হিসেবে পরিচয় প্রকাশটা খারাপ হবে না বলেই মনে হয়।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অমিত আহমেদ এর ছবি

মোবাইলে বিটলামী তো দেশে বেশ জনপ্রিয় মনে হয়। ছেলে মেয়ে দুয়ের কাছেই। এবার দেশে গিয়ে বেশ কয়েকটা কল পেয়েছি। বলে বন্ধু হতে চায়। একজন মনে হয় ক্লাস নাইনে পড়ে। আমি বললাম আমি তোমার কত বড় জানো? তাতেও তার ভ্রুক্ষেপ নেই। আরেকজন কল করে চিটাগাং থেকে। আরেকটা মেয়ে সম্ভবত ঢাকায় নতুন এসেছে, কিংবা নিম্নমধ্যবিত্ত পরিবারের। সেই ছিলো সবচেয়ে ভয়ংকর। ফোন করে জ্বালিয়ে মেরেছে। একদিন না পেরে মোবাইলটা এক দোস্তকে দিলাম। সে কি কি গালি দিলো কে জানে, এরপর থেকে নিশ্চিত।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

অতিথি লেখক এর ছবি

cell phone company এর উচিত s.m.s এর রেট বৃদ্ধি করা। হয়তো এটা "মশা মারতে কামান দাগা" হবে, তবুও এসব বিটলদের হাত থেকে রেহাই পাওয়া এর আর কন উপায় নাই।

অপরিচিতা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এটা নতুন কিছু না। অন্তত: গত সাত-আট বছর ধরে এরকম মোবাইল ফোনে ডিস্টার্ব খুব কমন ঘটনা । যতটুকু - জানি মোবাইল কোম্পানিতে ফোন-ফ্যাক্স করে তেমন কাজ হয় না। ক্ষেত্র বিশেষে ওয়ার্নিং দেয়া হয়, এর বেশি কিছু না, বরং অন্য নাম্বার থেকে যন্ত্রণা'র সুযোগ বেশি থাকে । সবচে' ভালো সম্ভবত: পাত্তা না দেয়া, জাস্ট ইগনোর। এক সময় বিরক্ত হয়ে চুপ হয়ে যাবে। (অন্য কোন উপায় আছে কি?)

অমিত আহমেদ এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অমিত আহমেদের "মোবি-কিশোরী-যন্ত্রণা(!) -২০০৮" বিষয়ক পোস্ট চাই ।

অমিত আহমেদ এর ছবি

আচ্ছা দিলাম।
শর্ত হচ্ছে আনোয়ার সাদাত শিমুলকে "২০০৪ থেকে ২০০৯ - অন্তর্জাল-কিশোরী-মন্ত্রনার পাঁচ বছর" শীর্ষক লেখা দিতে হবে।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ইয়ে--- , মানে--- , বলছিলাম কি - - - ।

শামীম এর ছবি

হুঁ ... ... তাইতো করা হচ্ছে।

তবে নীরবতাকে সম্মতি ভেবে বেশি উৎসাহী হলে সমস্যা .... .... (লাই দিয়ে মাথায় তোলা হবে না তো?!)
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সেটাও ঠিক। তবে অজানা অচেনা হলে থামার সম্ভবনা বেশি। অন্তত: কিছু দিন দেখতে পারেন ।

অছ্যুৎ বলাই এর ছবি

শামীম ভাই, ফোন কোম্পানিতে কমপ্লেন করেন। তারা কতোটা অ্যাকটিভ জানা নেই, সুবিধা হয় পরিচিত কেউ থাকলে।

উত্যক্তকারীর নম্বর এখানে পাবলিশ করাটা সমর্থন করতে পারলাম না।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

শামীম এর ছবি

পরিচয় পাওয়াটা জরুরী। আমার স্ত্রীর সন্দেহ যে তাঁর পরিচিত কোন ক্লাসমেটের কাজ হতে পারে ... ... কারণ আজ সকালে ওর মাস্টার্সের একটা পরীক্ষা আছে। এভাবে মেসেজ দিয়ে যদি সকাল-সকাল মেজাজ খিচড়ীয়ে দেয়া যায় তাহলে প্রতিযোগীতায় সুবিধা হবে। এম্নিতেই পরীক্ষায় শিক্ষকদের স্বজনপ্রীতি মাথায় আগুন ধরিয়ে রাখে ... তার উপর এ ধরণের কূট কৌশল আর সহ্য হয় না।

দেশে মোবাইল ফোনের সিম খুবই সস্তা ও সহজলভ্য (ফুটপাথে হকাররাও বিক্রয় করে!)। এক এক জনের কাছে ডজনখানেক সিম থাকা অসম্ভব কিছু নয়। তাই নম্বর প্রকাশ করলেও খুব একটা লাভ নাই। রাতে ইতরামি করার সময় ঐ সিম লাগিয়ে নেবে। অন্য সময় ড: জেকিলের সিম ব্যবহার করবে।

আপনি চাইলে মেসেজটা ব্যক্তিগত বার্তা আকারে আপনার কাছে প্রকাশ করতে পারি। হয়ত, কার্য-কারণের ব্যাপারে আপনার মতামত পাল্টাতে পারে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

শেখ জলিল এর ছবি

মানুষের শুভবোধের উপর আস্থা রাখা যায় - সংখ্যালঘু এবং ছদ্মবেশী বদমাশদের জন্য ভয়ে সিটিয়ে থাকলে তো সেটা আরেক সামাজিক সমস্যা!
..সহমত।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অয়ন এর ছবি

ফোন কোম্পানীর কারো সাথে ব্যক্তিগত যোগাযোগ থাকলে পরিচয় বের করা মনে হয় সহজ।

ভারতের ভোডাফোনে কল ফিল্টারিং এর ব্যবস্থা আছে। এটা বাংলাদেশেও চালু করা জরুরী।

তারেক এর ছবি

অয়ন ভাই, সনি এরিকশন এর কোন কোন মডেলে বোধহয় কল ফিল্টার করা যায় আমাদের এখানে। কেউ কল করলে আপনাকে বিজি দেখাবে কিন্তু আপনি কলার আইডি পেয়ে যাবেন। ফ্রেন্ডের কাছে শোনা... আমি খুব শিওর না।

শামীম ভাই, জিপির পরিচিত কেউ থাকলে ঐ ব্যাটার পরিচয় বের করা খব কঠিন হবে না বোধহয়। লাইন অ্যাক্টিভ থাকলে সেলফোনের IMEI নম্বর তো ওদের সার্ভারে দেখাবে। সেটা দিয়ে চাইলে সেট ব্লক করে দেওয়াও সম্ভব। অন্ততঃ ঐ সেট থেকে আর জিপি ইউজ করতে পারবে না।

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আরিফ জেবতিক এর ছবি

শামীম , সিস্টেম হচ্ছে যে কোম্পানির ফোন থেকে এই ফোন আসে তাদের যে কোন কাস্টমার কেয়ারে গিয়ে অভিযোগ জানানো । লিখিত হলে ভালো হয় ।
তখন সেই কোম্পানি ঐ ইউজারকে সতর্ক করে দেয় ।

আরেকটা ভালো উপায় হচ্ছে রেবের কাছে লিখিত কমপ্লেন দেয়া । এটা খুব কাজে দেয় । রেব এমন লাফালাফি করে যে আপনিই ভয় পেয়ে হয়তো বলবেন , ভাই বাদ দেন ।
তবে রেব এরেস্ট করে , এমন কয়েকটা কেসের কথা আমি শুনেছি ।

শামীম এর ছবি

ধন্যবাদ আরিফ ভাই। আপাতত পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছি। যদি আরেকবার একই যন্ত্রণা করে তাহলে আপনার বলা পদ্ধতিই ব্যবহার করবো।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

দ্রোহী এর ছবি

কি আর করবেন এটা সামাজিক ব্যাধি। আপাতত এর কোন প্রতিকার নেই।

দেশে থাকাকালীণ আমাদের বাসার মোবাইল ফোনটিতে একটা ছেলে গভীর রাতে মিসকল দিয়ে ডিস্টার্ব করতো।

একদিন রাত সাড়ে তিনটার দিকে আমি উল্টা তাকে ডিস্টার্ব করা শুরু করলাম। ৫ মিনিট পর পর কল দেয়া শুরু করলাম। বাধ্য হয়ে বেচারা ৪ টার দিকে ফোন ধরলো।

ফোন ধরা মাত্রই আমি তাকে বললাম, "খাঙ্কির পোলা! তোর নাম্বার থেকে যদি কোনদিন এই নাম্বারে আরেকটা কল/মিসকল আসে তাহলে তোর পুন্দে দিয়া একটা ছাতা ঢুকাবো। তারপর সেই ছাতা খুলবো, তারপর টেনে বের করবো।"

এরপর আর কোনদিন ওই নাম্বার থেকে কল/মিসকল আসেনি।

—মনে রাখবেন, গান্ধিজীর অহিংস পথে সবসময় বিপ্লব আসে না। মাঝে মাঝে সহিংস পথই বিপ্লবের সর্বোৎকৃষ্ট পন্থা।


কি মাঝি? ডরাইলা?

শামীম এর ছবি

আপাতত মুখ খারাপ করতে চাচ্ছি না। দেখি ... ঐটা শেষ উপায়গুলোর একটা অপশন হয়ে থাকবে।

... মাইর হবে কিন্তু শব্দ হবে না ....
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

ধুসর গোধূলি এর ছবি

- দেশে এখন কানেকশন সোনার হরিণ না। কনটাক্টদের ক্ষেত্রে খুব বেশি ঝামেলা না হলে নাম্বারটা বদলিয়ে সমস্যার আপাতঃ সমাধান হয়তো সম্ভব। কিন্তু লংরানে মোবাইল কোম্পানীগুলোর এগিয়ে আসা উচিৎ।

তাদের সেবাদান বাইরের বিশ্বের সাথে তাল মেলায় বলে তারা প্রচার করেন। সুযোগটাও তাহলে নিশ্চই ভোক্তারা মোর-অর-লেস ঐরকমই দাবী করতে পারেন।

কাস্টমার সার্ভিসের সুবাদে এরকম ঘটনায় বিদেশে যেখানে সিমব্লকড থেকে শুরু করে পুলিশী হয়রানীর ও ভয় থাকে সেখানে আমাদের দেশের মোবাইল কোম্পানীগুলো'র কিছু না কিছু করার সামর্থ্যতো অবশ্যই আছে।
_________________________________
<সযতনে বেখেয়াল>

মাহবুব লীলেন এর ছবি

কত্ত কত্ত জায়গায় নিজের ফোন নম্বর ছাপাই
কিন্তু কেউ একটা কল দেয় না

আফসোস............

শামীম এর ছবি

আহারে ....

আমার এক কলিগ আজকে বলল যে, রাতে এরকম অপরিচিত কল ধরাতে ঐ পাশ থেকে গালি দিয়ে বলে "মাইয়া হইলি না কেন"

আর, আমার বাসায় মেসেজ প্রদানকারীর নাম/ঠিকানা বের করা গেছে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

বিপ্লব রহমান এর ছবি

এই পোস্টে ওই মহান মিসডকল দাতার নম্বরটি দিয়ে দেওয়ার বুদ্ধিটিও খারাপ না!

একবার আমার সাবেক কর্মস্থল দৈনিক ভোরের কাগজের এক সহকর্মীকে মিসডকলের যন্ত্রণা থেকে বাঁচাতে আমরা মিসডকলদাতার ফোন নম্বর নোটিশ বোর্ডে দিয়ে নীচে লিখে দিয়েছিলাম:

মিসডকল দিন!

বুঝতেই পারছেন, দুদিন না যেতেই ব্যাটার 'ছেড়ে দে মা, কেঁদে বাঁচি' অবস্থা। হাসি

তবে এ কোনোটিই স্থায়ী সমাধান নয়। মোবাইল কোম্পানিগুলোকেই এর প্রতিকারে এগিয়ে আসতে হবে।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অসীম এর ছবি

আর, আমার বাসায় মেসেজ প্রদানকারীর নাম/ঠিকানা বের করা গেছে।

কে ভাই সেই মহান ব্যক্তি????
আপনার স্ত্রীর ধারনা ঠিক??

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।