কেন লিখি?

শামীম এর ছবি
লিখেছেন শামীম (তারিখ: মঙ্গল, ২৯/০৪/২০০৮ - ১২:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফোঁড়া কাটা সেই নাপিতের গল্পটা জানেন তো? ঐ যে, ডাক্তারদের ভাত মারতে বসেছিল ফসা ফস্ ফোঁড়া কেটে কেটে। তারপর শলাপরামর্শ করে নাপিতকে ডাক্তারিবিদ্যা শিখিয়ে দিল। কোথায় কোন শিরা, ধমনী; ভুলে কেটে গেলে বা ইনফেকশন হলে কী বিপদ হতে পারে জেনে এরপর তো নাপিত আর ক্ষুর দিয়ে ফোঁড়া কাটতে পারে না। এতে ডাক্তারদের আয় আবার স্থিতিশীল হওয়া ছাড়াও অনেকগুলি নিরাপরাধ ফোঁড়ার রোগী যে বিপদের আশংকা থেকে রক্ষা পেয়েছিল এটা নিশ্চয়ই বলার অবকাশ রাখে না।

দুইদিনের সন্যাসী ভাতকে অন্ন বললে সেটা মানুষ বাঁকা চোখে দেখবেই। কিন্তু কী করবো বলেন, ৪ বছর জাপানে থেকে আর সিঙ্গাপুর, ব্যাংকক, য্যুরিখ ইত্যাদি কিছুটা বেড়িয়ে এসে অনেক কিছুতেই গায়ে আগুন ধরানো জ্বালা হয়।

আমার হাতের ময়লা পকেটে ঢুকে যায় ডাস্টবিনের অপেক্ষায় আর পাশের এসি গাড়ির কাঁচ একটু নামিয়ে রাস্তাতে আইসক্রিমের কাগজ ফেলে -- কাঁহাতক ভাল লাগে?

রাস্তায় জ্যাম, ৪-ফেজের ট্রাফিক সিগনালেও ডানে মোড় নিতে পারে না রাস্তায় মানুষের জন্য। একদিন দাঁড়িয়ে দেখলাম ... ...... পথচারী পারাপারের জন্য একটা সময় সবুজ বাতিও আছে জেব্রাক্রসিং বরাবর। কিন্তু সবাই ব্যস্ত ... অত বাতি দেখার দরকার কী! ইচ্ছামত পার হবে। তাই যদি হয়, তাহলে শুধু শুধুই পথচারীদের জন্য বাতি লাগিয়েছে।

ইতর জ্যাম লাগে সবাই আগে যেতে চায় বলে, আর কেউই যেতে পারে না। তিন বা চারদিক থেকে সবাই একসাথে এগিয়ে এসে পেজগী লাগিয়ে দেয় .. ফলে কেউই যেতে পারে না। অথচ .. ধারাবাহিকভাবে সুশৃঙ্খল ভাবে গেলে হয়তো ১০ মিনিটের মধ্যে তাঁর যাওয়ার সুযোগ আসতো ... এখন ১ ঘন্টা বসে থাকো।

ট্রাফিক নিয়মগুলোতো শুধু বই ছাপানো আর লাইসেন্স পরীক্ষা নেয়ার জন্য বানানো হয়নি। ওগুলো মেনে চললেই অনেক চমৎকার চলা যায়। বিশ্বাস করেন না .... তবে শুনুন, মাঝে মাঝেই ঈদের আগে ট্রাফিক নিয়ন্ত্রনের জন্য বি.ডি.আর নামে রাস্তায় ... তখন একই রাস্তা দিয়ে একই সংখ্যক গাড়ী, জ্যাম ছাড়াই কি সুন্দর চলে; ফলে বোঝা যায় যে রাস্তা কম বা ইত্যাদি অভিযোগ ধোপে টেকে না।

আরো বলবো .... নাহ্ থাক .... ..... দেখছেনই তো সব চারিদিকে।

যা হোক, দেশ ছেড়ে অন্য কোথাও থাকতে ভাল লাগে না। আবার, ওসব দেশের পরিবেশ প্রচন্ড ভাবে আকর্ষন করে। তাই সবাই যখন ভাবে - "আহা .. কবে ঐ দেশে যেতে পারবো, ঐ দেশের পাসপোর্ট হাতে পাবো", তখন আমার মাথায় ঘোরে - "আহা কবে ঐ দেশের মত সুন্দর দেশে পরিবর্তীত করতে পারবো, কবে অমন সুন্দর সভ্য হব।"

উপায় কী? ------ একটাই উপায় .... ... নাপিতকে ডাক্তারী শিখাতে হবে। সুতরাং যা জানি, ঝেড়ে ফেলি, লিখে ফেলি। দেখি নিরপরাধ দেশটাকে ইনফেকশন থেকে বাঁচানো যায় কি না।

এজন্য কলম দিয়ে (পড়ুন কীবোর্ড থেকে) সাহিত্য বের হয় না (ঐ পদের এন্টেনা বিল্ট-ইন নাই, ইনস্টলও করা হয় নাই) ... বের হয় নিরস সব পোস্ট। তবুও নাপিতে একটু ডাক্তারি শিখুক।


মন্তব্য

হিমু এর ছবি

সর্বাংশে সহমত।


হাঁটুপানির জলদস্যু

দ্রোহী এর ছবি

চমৎকার লিখেছেন।


কি মাঝি? ডরাইলা?

তীরন্দাজ এর ছবি

লিখে যান! যত পারেন লিখে যান! কলম আরো শক্তিশালী হোক!
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শামীম এর ছবি

ধন্যবাদ হাসি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কিন্তু ভায়া, এই ট্রিটমেন্ট কি সেখানে পৌঁছাবে? লিখে যান, লিখে যদি কিছু হয়। হতাশাবাদি নই তবুও চারপাশে খালি হতাশা। কবি বোধহয় বলেছেন-- সংসার সাগরে দু:খ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা।

ইশতিয়াক রউফ এর ছবি

দুর্দান্ত। বেশ ভাল লাগলো উপমাটা।

ধুসর গোধূলি এর ছবি

-

তখন আমার মাথায় ঘোরে - "আহা কবে ঐ দেশের মত সুন্দর দেশে পরিবর্তীত করতে পারবো, কবে অমন সুন্দর সভ্য হব।"

বিলকুল খাঁটি কথা। আপনার এই খাঁটি কথার গুণটা আমার ছোট ভাইয়ের মধ্যেও দেখতে পাচ্ছি। তার কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে জেব্রা ক্রসিঙে পা রাখা মাত্র ধেয়ে আসা গাড়িগুলি 'চোং' করে থেমে যায়, যেন সব 'অটোমেটিক'। এই পর্যন্ত তার বক্তব্য শুনে মুখ প্রশস্ত করি। কিন্তু এর পরেই সে জুড়ে দেয় একটা প্রশ্ন, যেটা শুনে একটা আক্ষেপ বিশাল একটা দীর্ঘশ্বাস হয়ে বের হয়ে যায় ভেতর থেকে।

"আমাদের দেশটা কী এমন অর্গানাইজড হবে না মাজিভাইয়া?"

রাস্তায় বেরুলেই তার এইরকম 'আলিফ লায়লা' টাইপের প্রশ্নের সম্মুখীন হতে হয় বলে একসঙ্গে বেড়ানো একটু এড়িয়েই চলি এখন। হাসি
_________________________________
<সযতনে বেখেয়াল>

শামীম এর ছবি

২০০১ সালে য্যূরিখে আমার একই রকম ভয়ংকর (!) অভিজ্ঞতা হয়েছিল। রাস্তায় পা রাখিনি, শুধু ফুটপাথে রাস্তার ঠিক কিনারায় দাঁড়িয়ে ডানে বামে দেখছি .... .... পরের গাড়িটা গেলেই দৌড় দেব ..................................

কোথায় কি ... গাড়ি তো ঘ্যাচ্ (চোং) করে থেমে পড়ে। আমি অস্বস্তিতে পড়ে যাই .... কারণ রাস্তা পার হওয়াটা অত গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু পার না হলে ড্রাইভার বেচারারা বিরক্ত হচ্ছে।

এরপর থেকে আর রাস্তার কিনারায় যেতাম না .... ফুটপাথের মাঝে থেকেই শিষ দিতে দিতে এদিক ওদিক তাকাতাম ... -- যেন আবার কোন ড্রাইভার না বুঝে ফেলে যে এই ব্যাটা রাস্তা পার হওয়ার কথা চিন্তা করছে ...... দেঁতো হাসি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

মুশফিকা মুমু এর ছবি

একদম ঠিক কথা লিখেছেন, যখন দেশে যাই গাড়ির জানালা দিয়ে বা যেখানে সেখানে কারো ময়লা ফেলা দেখলে খারাপ লাগে আর নিজেতো ফেলতেই পারিনা, বড় কেউ ফেললেতো কিছু বলতে পারিনা, ছোটোরা ফেললে মানা করতাম । খুব ভালো লিখেছেন, আসলেই দেশের সবাই যদি এরকম ভাবে ফিল করত।

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বেশ বলেছেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শামীম এর ছবি

গীটার হাতে বেশ লাগছে। আলমগীর ভাইয়ের বাংলা কর্ডে যোগ দেই চলেন।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

আকতার আহমেদ এর ছবি

সবাই যখন ভাবে - "আহা .. কবে ঐ দেশে যেতে পারবো, ঐ দেশের পাসপোর্ট হাতে পাবো", তখন আমার মাথায় ঘোরে - "আহা কবে ঐ দেশের মত সুন্দর দেশে পরিবর্তীত করতে পারবো, কবে অমন সুন্দর সভ্য হব।"

চমত্কার বলেছেন শামীম ভাই
ধন্যবাদ এই সুন্দর লেখার জন্য

মুহম্মদ জুবায়ের এর ছবি

লিখে যান। পড়বো।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

তানভীর এর ছবি

বাহ! একদম আমার মনের কথা লিখেছেন!!

হাত উঁচু আর হলো না তো ভাই
লিখি তাই করে ঘাড় নীচু।।

=============
"আগে কী সুন্দর দিন কাটাইতাম"

বিপ্রতীপ এর ছবি

নাপিতকে ডাক্তারী শিখাতে হবে।

চমৎকার...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিপ্রতীপ ব্লগ | ফেসবুক | আমাদের প্রযুক্তি

শামীম এর ছবি

সকলকে মন্তব্য এবং উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

@বিপ্র:
নতুন অফিস কেমন লাগছে?
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

বিপ্রতীপ এর ছবি

আছি ভাইয়া একরকম...মন্দ না। তিন চার বন্ধু এক জায়গায় ...আড্ডা দিতে দিতেই সময় শেষ। অফিসে যতক্ষণ থাকি ততোক্ষন ভালোই...বাইরে বের হলেই প্রচন্ড গরম।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিপ্রতীপ ব্লগ | ফেসবুক | আমাদের প্রযুক্তি

মুজিব মেহদী এর ছবি

লেখাটা পড়ে তো এটাকে নাপিতের কাজ বলে মনে হচ্ছে না, এতো দেখি রীতিমতো ডাক্তারি।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

শামীম এর ছবি

সেইটাই তো কইতে চাইলাম। নিজের স্বার্থেই নাপিতকে ডাক্তারি শিখাইতে হবে।

রাস্তা ব্যবহারকারীদেরকে রাস্তা ব্যবহারের সঠিক নিয়ম।

সকলকে ময়লা ফেলার সঠিক নিয়ম .. ... ইত্যাদি।

তাহলেই যে আকর্ষনে বিদেশ যেতে ইচ্ছা করে, দেশটা আস্তে আস্তে সেই রকম হবে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

তারেক এর ছবি

এই দিন না দিন না আরো দিন আছে
এই দিনেরে নিব আমরা সেই দিনের কাছে...

লেখার জন্য জাঝা।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

শেখ জলিল এর ছবি

বেশ ভালো বলেছেন।
...আহ্! মনের কথা এভাবে যদি গুছিয়ে বলতে পারতাম!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।