কম সময়ে পড়া, দিলাম কয়খান ছড়া!

শামীম এর ছবি
লিখেছেন শামীম (তারিখ: বিষ্যুদ, ২৭/১১/২০০৮ - ১০:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
বছর বছর কোরবানী,
জান কি এর core বাণী?

২.
আমাদের দুই মহা বিবি,
জলপাই তলে ইয়া হাবিবি।

৩.
পরীক্ষা hall-এ বিদ্যা ধার,
প্রফেশন-এ চোখে আঁধার।

৪.
পা যাচ্ছে দেবে,
আরো ওজন দেবে?

৫.
বানরের গলায় মুক্তাকা হার।
বলতো এই ডিগ্রী কাহার?


মন্তব্য

বিপ্রতীপ এর ছবি

ভাল্লাগছে... হাসি
তবে তিন নম্বরটা একটু আতেঁলীয় হইয়া গেছে... চোখ টিপি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

শামীম এর ছবি

ভাবছি... ৩ নংটা পরীক্ষার হলে লাগিয়ে দেব .... শয়তানী হাসি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

বিপ্রতীপ এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হু... কদিন ধরে মন্তব্যেই পূর্বাভাষ ছিলো...
ছড়ার রাজ্যে পৃথিবী পদ্যময়...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শামীম এর ছবি

অনেকদিন থেকে,
কবিতা আর ছড়া সবই, দেখছি আমি মেপে।

কবিতা সব ভাবের গোলা.. যেটা আমার নাই,
কামে কিংবা আকামে তাই, ছড়-ড়া পোস্টাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

পলাশ দত্ত এর ছবি

SUPERB

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

স্নিগ্ধা এর ছবি

একই নামের ছড়াগুলো দেখে একটু কনফিউজড! 'ছড়মাণু' কথাটা সন্ন্যাসী+হিমু'র মস্তিষ্কপ্রসূত বলে জানতাম, নাকি এই বিশেষ ধরনের ছড়াকে 'ছড়মাণু' বলে?

শামীম এর ছবি

যদি না মানি "ছড়মাণু"র কপিরাইট,
সন্ন্যাসী+হিমু দেবে আমারে টাইট! হাসি

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

হিমু এর ছবি

জল্দি শিরোনাম পাল্টান সময় থাক্তে থাক্তে ... সময় গেলে সাধন হবে না চোখ টিপি ...


হাঁটুপানির জলদস্যু

শামীম এর ছবি

ক্যাটেগরী বানিয়েছেন, দুই লাইনে শেষ,
শেষের শব্দ মিলিয়ে, ছড়িয়েছি বেশ।

এখন যদি আবার কন শিরোনাম পাল্টাতে,
এই নামটা রাখেন তবে ক্যাটাগরী লিস্টে।

ব্লগর ব্লগর, ছড়া, কবিতা ... কত কিছুই আছে,
ছড়মাণু যোগ করে দেন, ভুল হবে না পাছে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

আলমগীর এর ছবি

ধুর! পাল্টাবেন কেন? কোন শব্দের কোন রাইট নাই। যা দিছেন দিছেন।
ভাল হইছে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সুপ্রিয় আলমগীর, ব্যাপারটি "রাইট" নিয়ে নয়। আমি "ছড়মাণু" নামে একটা সিরিজ ছেড়েছি খুবই সম্প্রতি। প্রকাশিত হয়েছে দুটি পর্ব। এখন সেই একই নামে আরেকটি লেখা কতোটা শোভন এবং "রাইট", সেটাই প্রশ্ন।

ধন্যবাদ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

শামীম এর ছবি

আসলে আমার ধারণার উল্টা হয়েছে। মন খারাপ

পাল্টিয়ে দিচ্ছি। নো হার্ড ফিলিংস প্লিজ।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

আলমগীর এর ছবি

ব্যাপারটি "রাইট" নিয়ে নয়।

দাদারে আমি সিরিয়াস বলি নাই। ঠিক, মানলাম আপনার কথা।

পান্থ রহমান রেজা এর ছবি

আমিও প্লাস দিলাম।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কীভাবে প্লাস দিতে হয় শেখাবেন? চোখ টিপি

শামীম এর ছবি

২, ৫ আর ৬ এর কারণে কেউ কেউ মাইনাস দিতে চাইবে হয়তো চিন্তিত
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

কীর্তিনাশা এর ছবি

শেষেরটার জন্য আপনারে গুলি কইরা ঝাজরা কইরা দিলাম।

গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শামীম এর ছবি

এই জন্যই রেস্ট্রিক্ট করে রাখছি .... সবাই গুলি করতে চাইলে তো বিপদ চোখ টিপি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

বিপ্রতীপ এর ছবি

নতুন আসলেই গুল্লি...নতুনটার জন্য তো আর রেটিং দেয়ার সুযোগ নাই... দেঁতো হাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

পলাশ দত্ত এর ছবি

প্রথমটা আর শেষটা মারাক্কত হইছে। চলুক

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

শামীম এর ছবি

মারাক্কত হইছে - বলেছে পলাশ দত্ত,
মলাট দেয়া টেকনিক, এ কি এমন শক্ত!
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অফলাইনে পড়তেছিলাম... টের পাইলাম একটা কিছু লুকায়িত আছে... তাই স্বনামে হাজির হইলাম... ঠিকাছে... ভালোইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শামীম এর ছবি

ধইন্যবাদ।

ভাল থেকে বেশ ভালতে যেতে চাই।
অসাধারণ হওয়ানোর ইচ্ছা নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জাঝা

শামীম এর ছবি

উত্তম জা-ঝা, ভালই লাগে নিতে,
সকাল সকাল তাহা, নিলাম মাথা পেতে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

নির্বাক এর ছবি

শামী্ম ভাই, জব্বর হইছে!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

শামীম এর ছবি

আরিগাতো গোজাইমাছ, ইহা নয় কোনো মাছ,
জাপানি ভাষায় ধন্যবাদ, প্রশংসায় তালগাছ!
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

শামীম এর ছবি

কোলাকুলি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

নির্জর প্রজ্ঞা এর ছবি

ছন্দ ছাড়া কাব্যের আকালের যুগ
এখানে দেখি শুধু ছড়া সং-যোগ

ছড়া থেকে ছড়াকার ফিরবে না পাশ
সাধু ...সাধু... তুমি ভায়া এবারো পাশ

ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )

শামীম এর ছবি

ছড়া দিয়ে এইবার খেলাটা যে জমবে,
এই খেলা খেলে আর ভুড়িটা কি কমবে!

বউ দেয় দাবড়ানি, কিনে আনো স্টেপার,
লেফট-রাইট প্রতিদিন, নাহলে পরপার। মন খারাপ
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চলুক

শামীম এর ছবি

হাসি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

তানবীরা এর ছবি

অন্যরকম হয়েছ বাকীগুলোর থেকে

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

শামীম এর ছবি

মন্তব্যের জন্য বড় করে একটা কৃতজ্ঞতা,
অতি উৎসাহে পরের লেখাটা হতে পারে যা-তা। চোখ টিপি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

হাসান মোরশেদ এর ছবি

শেষমেশ আপনি ও হাসি!
ভালৈছে । নাম্বার ২ তো পুরা গুল্লি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শামীম এর ছবি

নাই কাজ তো খৈ ভাজ, সকাল বেলায় উঠে,
বেলা যখন বেড়ে গেল, ছন্দ গেল টুটে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

রাফি এর ছবি

ছন্দের জোয়ার দেখে সচলে লেখালেখি করার সাহস হারিয়ে ফেলেছি... শেষমেষ শামীম ভাই আপ্নেও!!!!
তবে লেখা উপাদেয় হয়েছে...

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

শামীম এর ছবি

কুট্টিকাল থেকে এটাই আমার motto,
যদি পারে অন্যেরা, সম্ভাবনায় আমিও।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

আরিফ জেবতিক এর ছবি

হুম , কোনদিন যে খেইপা গিয়া আমিও ছড়া লিখে ফেলি , এই চিন্তায় আছি ।

মুস্তাফিজ এর ছবি

সেই চিন্তা আমিও করবার লাগছি

...........................
Every Picture Tells a Story

শামীম এর ছবি

এই কি হুমকি! সুপ্রিয় আরিফ জেবতিক,
লিখতারেন ছড়া, হইলে অবস্থা বেগতিক। হাসি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

জি.এম.তানিম এর ছবি

জয় ছড়ার জয়!
joy ছড়ার joy!!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

লেনিন [অতিথি] এর ছবি

ভালো লাগলো শামীম ভাই
ছন্দ ছড়ার জুড়ি নাই
সচল হবার সাধ যে ছিলো
এরা কোনো পাত্তা না দিলো।
নাহলে জমতো বেশ
ছড়া-ছন্দ-রসের দেশ।
আমন্ত্রণ দিয়ে যাই
আমার পাড়ায় দেখতে চাই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।