• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

ফেডোরা ইনফিনিটি ডে-তে আমন্ত্রণ

শামীম এর ছবি
লিখেছেন শামীম (তারিখ: বুধ, ১৪/০১/২০০৯ - ১০:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আবার একই রকম একটা আমন্ত্রণ দিয়ে গেলাম। ব্যক্তিগত ভাবে আমি লিনাক্স ব্যবহার করলেও এ বিষয়ে তেমন বেশি দক্ষ না। তাই দলে ভারী হইলে সুবিধা হয়, কারণ সাহায্য করার মত লোকজন পাওয়া সহজ হয়। ফালতু কথা বাদ দেই .... নিমন্ত্রণ পত্রটি দেখেন: (ফ্রী সিডি/ডিভিডি এবং বুটেবল ইউ.এস.বি. অপারেটিং সিস্টেমের ব্যাপার আছে)
------------------

বাংলাদেশে ফেডোরার প্রদায়ক, আগ্রহী এবং লিনাক্স ও ওপেনসোর্সপ্রেমীদের জন্য ফেডোরা ১০ রিলিজ মোলাকাত আয়োজন করা হয়েছে।

আয়োজক: ফেডোরা বাংলাদেশ
সময়: রবিবার, জানুয়ারি ১৮, ২০০৯; ১২:০০টা - বিকাল ৫:০০টা
স্থান: প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
১১-এ, রোড-৯২, গুলশান-২, ঢাকা। (BFC / HSBC এর পাশে)
লোকেশন ম্যাপ

যোগাযোগের তথ্য
ফোন: 01613271737
ইমেইল:

নিবন্ধন:
অনুষ্ঠানে যোগ দিতে এখানে রেজিস্ট্রেশন/নিবন্ধন করুন:
http://fedora.linux.org.bd

নিবন্ধনকৃত প্রথম ১০০ জন অংশগ্রহণকারীকে বিনামূল্যে ফেডোরা লাইভ সিডি/ডিভিডি দেয়া হবে।

এই অনুষ্ঠানটি আমাদের সফটওয়্যারের মতই বিনামূল্যে, অর্থাৎ নিবন্ধন/অংশগ্রহন করতে কোন ফী দিতে হবে না। সুতরাং, আপনার বন্ধু, সহকর্মী, আত্মীয় বা প্রতিবেশীকে নিয়ে ফেডোরা লিনাক্স সম্পর্কে জানতে চলে আসুন।

অনুষ্ঠানসূচী:
১. ফেডোরা ১০ ফীচার ট্যুর।
২. ফেডোরা ডেমন্সট্রেশন।
৩. লাইভ ইউ.এস.বি. তৈরী করা: এখানে একটা কম্পিউটারে আগ্রহীদের বুট/লাইভ ইউ.এস.বি. তৈরী করে দেয়া হবে। এজন্য আপনার পেন-ড্রাইভটি আনতে হবে (কমপক্ষে ১ গিগাবাইট আকারের)।
৪. ফেডোরা ১০ লাইভ সিডি/ডিভিডি বিতরণ।
৫. প্রশ্নোত্তর পর্ব।

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এসোসিয়েশনের (BLUA) সহায়তায় ফেডোরা বাংলাদেশ এই ফেডোরা ইনফিনিটি ডে'র আয়োজন করেছে। অনলাইন মিডিয়া পার্টনার: মুক্ত। সহায়তায় (লজিস্টিক্স/সাপোর্ট): আমাদের প্রযুক্তি
--
সহজ (!) লোকেশন ম্যাপ যুক্ত করলাম। A অক্ষর চিহ্নিত স্থানে একটি লাল বিন্দু বসিয়ে জায়গাটা দেখানোর চেষ্টা করা হয়েছে।
auto


মন্তব্য

তারেক এর ছবি

খাওয়াদাওয়ার ব্যবস্থা নাই?
ফেডোরার চাইতে আমার উবুন্টু ভালো লাগে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

শামীম এর ছবি

অনুষ্ঠানস্থল ৪ তলায়। আর ছাদে (৭তলায়) ক্যান্টিন খোলা থাকবে। হিজ হিজ হুজ হুজ ...( শীজ শীজ - আগ্রহী পাওয়া গেলেও যেতে পারে) ;)
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

গৌতম এর ছবি

সময়টা মিললো না। গতকাল সন্ধ্যায় রাসেল ভাইয়ের সাথে কথা বলছিলাম। তিনি বলেছিলেন- সম্ভবত শুক্রবার, না হলে শনিবার অনুষ্ঠানটি হতে পারে। আমি আশায় ছিলাম।

পরবর্তী সময়ে আয়োজন করলে শুক্র বা শনিবারে করলে আমার মতো চাকুরিকামলাজীবিদের সুবিধা হবে।

ভালো কথা, আমার উবুন্টু নেটওয়ার্ক ম্যানেজারে সমস্যা হচ্ছে। রাসেল ভাই কাল অনেক চেষ্টা করেও সেটি ঠিক করতে পারেন নি। সম্ভবত নতুন করে ইনস্টল করতে হবে। আমি এখন কুবুন্টু ইনস্টল করতে চাচ্ছি। এ ব্যাপারে ডিভিডি আছে এবং অভিজ্ঞ কারো রেফারেন্স দিতে পারেন কি যিনি কুবুন্টু ইনস্টল করে দেওয়ার পাশাপাশি কিছু কিছু বিষয় বুঝিয়ে দিবেন? রাসেল ভাইকেই বলতাম, কিন্তু তাকে যা ব্যস্ত দেখলাম তাতে বলাটা উচিত হবে কিনা বুঝতে পারছি না।

আর রবিবারে যদি বিকেল ৫টার পর যাই, তাহলেও কি সেটি করা সম্ভব?

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শামীম এর ছবি

ব্যক্তিগতভাবে আমারও পছন্দ শুক্রবার। কিন্তু ঐ দিন ছাত্রদের পাওয়াটা একটু অনিশ্চিত। এছাড়া, অফিস সহকারীদেরকেও (কর্মচারী, যারা স্থানের আয়োজন করবে) অতিরিক্ত একদিন কাজ করানো একটু অমানবিক।

প্রাথমিকভাবে শনিবারে করার জন্য কথাবার্তা হয়েছিল। কিন্তু দেখা গেল ঐ দিন দুপুরে ওখানে বিবিএ বিভাগের ওরিয়েন্টেশন দিয়ে রেখেছে।

তাই শেষপর্যন্ত রবিবারই সই ... :( ।পরের শনিবারে ইবাইস ইউনিভার্সিটিতে আরেকটা কী যেন প্রোগ্রাম আছে - যদিও সেটা পেছানো যোগ্য; কিন্তু তত দিনে এখানকার পোলাপাইনের ক্যুইজের চাপ শুরু হয়ে যাবে।

আমার মনে হয় না ১২টা থেকে শুরু হলে ৫টা পর্যন্ত চলবে। যা হোক, এর পরে আমি অনেকক্ষণ পর্যন্ত ফ্রী আছি। ৮:৪০ থেকে ১০টা পর্যন্ত ক্লাস নিতে হবে। সুতরাং রাসেল বা অন্য কেউ ওখানে থেকে সাহায্য করলে সমস্যা নাই। আমার রুমটা ব্যবহার করতে পারবে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

আনিস মাহমুদ এর ছবি

১৮ তারিখে বগুড়া থেকে ফিরতে ফিরতে আমার মনে হয় সন্ধ্যে হয়ে যাবে। না হলে যাওয়া যেত। অনুষ্ঠান সফল হোক।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

শামীম এর ছবি

থ্যাংকু আনিস ভাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

সবজান্তা এর ছবি

পরীক্ষার প্যাঁচে পড়লাম।

বাই দ্য ওয়ে, আপনি প্রেসিডেন্সিতে ?


অলমিতি বিস্তারেণ

শামীম এর ছবি

হুঁ
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

শামীম এর ছবি

সহজ (!) লোকেশন ম্যাপ যুক্ত করলাম। A অক্ষর চিহ্নিত স্থানে একটি লাল বিন্দু বসিয়ে জায়গাটা দেখানোর চেষ্টা করা হয়েছে।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

লেনিন [অতিথি] এর ছবি

শামীম ভাই ইবাইসের অনুষ্ঠানটা সোমবারে হবে.. ২৮শে জানুয়ারী। সকাল এগারোটা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

শামীম এর ছবি

জানানোর জন্য থ্যাংকু। :)
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।