উবুন্টু ব্যবহার করতে আগ্রহী? ঘুরে যান উবুন্টু ৯.০৪ লাইভ থেকে

শামীম এর ছবি
লিখেছেন শামীম (তারিখ: রবি, ২৪/০৫/২০০৯ - ৪:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

উবুন্টু লিনাক্স বর্তমানে বেশ জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন। সেই জনপ্রিয়তার ঢেউ কিছুদিন ধরে এসে লেগেছে বাংলাদেশেও, এখন অনেককেই উবুন্টু লিনাক্স ব্যবহার করতে দেখা যায়। এই জনপ্রিয়তার পিছনে পরোক্ষভাবে সামান্য হলেও অবদান রেখে এসেছে উবুন্টু বাংলাদেশ , আমাদের প্রযুক্তি ফোরাম এবং মুক্ত.অর্গ, এবং সবগুলোর পিছনেই ছায়ার মতো থেকেছে বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্সের স্বেচ্ছাসেবকেরা।

গত তিন সংস্করণ প্রকাশের পর পরই বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স ও মুক্ত.অর্গের সহায়তায় উবুন্টু বাংলাদেশ ও আমাদের প্রযুক্তি ফোরাম যৌথভাবে রিলিজ অনুষ্ঠান আয়োজন করে আসছে। এবারও কোন ব্যতিক্রম ঘটেনি। গত ২৩শে এপ্রিল উবুন্টু লিনাক্স ৯.০৪ জন্টি জ্যাকালোপ রিলিজ হয়েছে এবং সে উপলক্ষ্যে উবুন্টু লিনাক্স ৯.০৪ লাইভ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আগামী ২৯শে মে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অডিটরিয়ামে।

অনেকেই উবুন্টু লিনাক্স ৯.০৪ জন্টি জ্যাকালোপ ডাউনলোড করে ব্যবহার করেছেন আবার অনেকেই অন্যদের ব্যবহার করতে দেখে আগ্রহী হয়ে উঠেছেন। আপনি যদি উবুন্টু লিনাক্স ব্যবহারকারী হন, অথবা উবুন্টু লিনাক্স ব্যবহার করতে ইচ্ছুক হন তাহলে আপনি উবুন্টু ৯.০৪ লাইভ অনুষ্ঠানে আমন্ত্রিত।

অনুষ্ঠান: উবুন্টু লিনাক্স ৯.০৪ লাইভ

সময়: ২৯শে মে, শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭.৩০।

স্থান: প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
হাউস # ১১এ, রোড# ৯২, গুলশান-২,
ঢাকা-১২১২, বাংলাদেশ

গুগল ম্যাপে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

অনুষ্ঠানে যে সব বিষয়ে উপস্থাপনা থাকবে তার বিবরণ:

  • লিনাক্স এবং উবুন্টু কেন?
  • উবুন্টু ইনস্টল করার উপস্থাপনা (একটি সাধারণ কম্পিউটারে উবুন্টু ইনস্টল করে দেখানো হবে)
  • উবুন্টুতে ইন্টারনেট সেটআপ (IP, DSL, Mobile দিয়ে)
  • উবুন্টুতে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করার উপস্থাপনা (যদিও ইনস্টলের সময়ই অনেকগুলো জরুরী সফটওয়্যার ইনস্টল হয়েই থাকে)
  • ডেস্কটপ কাস্টমাইজেশন (থিম, গ্রাফিকাল ইফেক্ট, ডেস্কলেট ইত্যাদি)
  • উবুন্টু বিষয়ে সাহায্য দরকার হলে কোথায় পাবেন।
  • উবুন্টু সফটওয়্যার সংগ্রহের ব্যবস্থা (সিডি চাইলে ২০/- দিয়ে নিতে পারবেন; এছাড়া মেমরি ড্রাইভে সফটকপি/ বুটেবল করে নিতে পারেন)
  • প্রতিটি আলোচনার শেষে অংশগ্রহনকারীদের জিজ্ঞাস্য বিষয়ের সমাধান দেয়ার চেষ্টা করা হবে।

অনুষ্ঠানের পোস্টার:

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোনরকম চাঁদা/ফী দেয়া লাগবে না। তবুও অনুষ্ঠানে আপনার উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুগ্রহ করে নিবন্ধন করুন

উবুন্টু বাংলাদেশ ইভেন্ট রেজিস্ট্রেশন পেজ
.
.
.
.

আয়োজনে:

.
.

সহায়তায়:
.
.
.
.
.

কৃতজ্ঞতা:
অনুষ্ঠান আয়োজনে বিশেষভাবে সহায়তা প্রদান করছেন: প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ
তত্ত্বাবধায়ক: উন্মাতাল তারুণ্য (আমাদের প্রযুক্তি ফোরাম)
উবুন্টু বাংলাদেশ লোগো: উচ্ছ্বাস, বিএলইউএ লোগো ও পোস্টার ডিজাইন: ডার্কলর্ড (মুক্ত.অর্গ)।

===========
আশাবাদী'র পোস্ট হইতে পূণর্লিখিত (কৃতজ্ঞতা)

এর সাথে সংশ্লিষ্ট আমার পোস্ট: হঠাৎ লিনাক্স নিয়ে পড়লাম কেন?


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

আমার সিডি এখনও আসে নাই মন খারাপ
--------------
উদ্ভ্রান্ত পথিক

শামীম এর ছবি

ঢাকায় থাকলে চলে আসেন। দেশের অন্য কোথাও থাকলে ঠিকানা দেন ... একটা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো। দ্রুতগতির ইন্টারনেট থাকলে ডাউনলোড দেন .... আমি এই উপায়ে পাই ... সিডি চাই না ... পন্ডিত ডাকবিভাগ এক-একটা সিডিতে ৮০/৯০ টাকার বেশি ট্যাক্স ধরে!!
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

লেনিন [অতিথি] এর ছবি

শামীম ভাই,
কোন সিডিতে ৮০/৯০টাকা ট্যাক্স নেয়? ক্যানোনিক্যাল থেকে আসা সিডিগুলোতে তো কোনো প্রকার টাকা দেয়া লাগেনা।

লাল কমল [অতিথি] এর ছবি

আমার SATA HD তে উবুন্টু install হচ্ছে না। plz help me!!!!

শামীম এর ছবি

আমি নিতান্তই একজন নন-টেকি লোক। সাহায্য চাইতে প্রজন্ম ফোরাম বা আমাদের প্রযুক্তি ফোরামে লিখুন।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অতিথি লেখক এর ছবি

কি বলেন? ভার্সন কি উবুন্টুর? কি মেসেজ দেয় ইন্সটলের সময়?
-------------
উদ্ভ্রান্ত পথিক

রাতুল [অতিথি] এর ছবি

রেজিস্ট্রেশনের লিঙ্ক তো কাজ করে না.... এরর....

শামীম এর ছবি

এহ্‌ হে .... এরর,
গরর... গরর...
(ওয়েবমাস্টারকে বিষয়টা জানানো হয়েছে; এখন লিংক ঠিকভাবে কাজ করছে)

অনুষ্ঠানে আসার জন্য নিবন্ধন জরুরী নয়; শুভ উদ্দেশ্যে বন্ধু/আগ্রহীদেরকে নিয়ে আসতে পারেন। এটা শুধু আমাদেরকে প্রস্তুতি নিতে সাহায্য করবে (বসার আয়োজন, সিডি চাইলে আগে থেকে বার্ণ করে রাখা ইত্যাদি বিষয়)।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

কনফুসিয়াস এর ছবি

জন্টি সাহেব কদিন হলো আমার ল্যাপটপে বিরাজমান। বেশ ভাল লাগছে। সবচেয়ে খুশি হয়েছি প্রিন্টাররের ইউএসবি কেবলটা লাগাতেই ১০ সেকেন্ডের মাথায় আপনাতেই জানিয়ে দিলো রেডি ফর প্রিন্ট! হাসি
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অতিথি লেখক এর ছবি

আচ্ছা আমাকে কি কেউ উবুন্টু ৯.০৪ ৬৪বিটের ভার্সনের সিডি যোগার করে দিতে পারবেন? আমার ল্যাপটপে ৪গিগা র‌্যাম তাই ভাবতেছি ৬৪বিট ব্যাবহার করবো।
আমার ইমেইলঃ
-------------------------
উদ্ভ্রান্ত পথিক

শামীম এর ছবি

iso ফাইলটা ডাউনলোড করে সিডি বার্ণ করে দেয়া যাবে। তবে ৬৪ বিট চালাতে হলে আপনার ল্যাপটপের প্রসেসর ৬৪ বিটের হওয়া দরকার। ড়্যামের সাথে সম্পর্ক কম।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।