নেশা জাগানিয়া সাইট: ধাঁধাঁরু

শামীম এর ছবি
লিখেছেন শামীম (তারিখ: মঙ্গল, ০৮/০৯/২০০৯ - ১:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক পেগ টানলেই কারো টাল অবস্থা ... আর ৫ বোতলের পরও কেউ কেউ টনটনা থাকে। আমার এক কলিগতো বাসে করে ঢাকা আসার সময় সিগারেট না খাওয়ার অনুরোধ করা সত্ত্বেও সিগারেট খাওয়াতে গন্ধে টাল হয়ে সেই লোকের পাশে গিয়ে ওয়াক্ করে দিয়ে এসেছিলো। তবে, তরল বা বায়বীয় যাই হউক, যে যাই বলুক, নেশা জিনিষটা খারাপ বলেই মনে করি।

ধান ভানতে শিবের গীত গেয়ে নেই আরেকটু। আমি নাকি মিচকা শয়তান ... ... হাইস্কুলে পড়ার সময় আমার কাছে সেবা প্রকাশনীর কিশোর ক্লাসিক সিরিজের বেশ ভাল একটা বইয়ের সংগ্রহ ছিল। কিন্তু ঐ বইগুলো আমি কাউকে দেখাতাম না। শুধুমাত্র পরীক্ষার আগে ওগুলো বাসার ডিসপ্লেতে রাখতাম। কোনো বন্ধুবান্ধব চাইলে উদার হাতে ধার দিতাম ... ওরা সময় নষ্ট করুক, আমি পরীক্ষার পড়া করি। যেই সাইটের কথা বলতে এই ব্লগ, নিশ্চিত ভাবেই সেটা আমার ভালই ক্ষতি করছে ... নেশা জাগিয়েছে, কাজ কাম মাথায় তুলে ফেলেছে। তবে আমিও লেজকাটা শেয়াল ... আমার লেজ কেটেছে তো কী হয়েছে ... অন্যদের লেজও কাটা পড়তে হবে .... মু হা হা হা ... আর সেজন্যই সকলের নজরে আনার জন্য রিভিউ লিখবো ঠিক করলাম। এই খবর পাইলে নিশ্চিত ভাবেই অনেকের ক্ষতি করবে, বিশেষ করে জ্বীনের বাদশা ভাইয়ের ক্ষতি করবে (আমাকে ওনার ক্ষমা না করে উপায় নাই ... কারণ ওনার হাতের নাগালের বাইরে আছি দেঁতো হাসি )। আর আমার সফল হওয়ার সম্ভাবনা ভালই ... ... কারণ নেশা জাগানিয়া হলেও ঐ সাইটটা অপ্রাপ্তবয়ষ্কদের জন্য নিষিদ্ধ টাইপের নয়।

জ্বীনের বাদশা ভাইয়ের প্রসঙ্গটা কেন আসলো সেটা বলি .... .... উনার গেসবল সিরিজটা আমার খুব প্রিয় ছিল। ওখানে মজার মজার সব ধাঁধাঁ টাইপের বিষয় থাকতো। তবে সাধারণ ফোরাম/ব্লগের এইরকম ধাঁধাঁগুলোর সমস্যা হল ... একজন আগে উত্তর দিয়ে ফেললে পরের পাঠকদের মজাটা নষ্ট হয়ে যায়। এই সমস্যা দুর করা হয়েছে ধাঁধাঁরু সাইটে: এখানে উত্তর লেখার আর মন্তব্য করার জন্য দুইটা আলাদা প্যানেল আছে (লগ-ইন আবশ্যক)। মন্তব্যগুলো সাধারণ ব্লগ সাইটের মন্তব্যের মত যে কেহই দেখতে পারে, কিন্তু অন্যের উত্তর পারে না। কোন ধাঁধাঁর একবার মাত্র উত্তর দেয়ার সুযোগ পাওয়া যায়। উত্তর দেয়ার পরই (ভুল হোক/শুদ্ধ হোক)................ খুল্ যা সিমসিম .. অর্থাৎ ধাঁধাঁ প্রদায়কের দেয়া সঠিক উত্তর দেখতে পারবেন, অন্যরা কে কী উত্তর দিয়েছে দেখতে পারবেন; এই সংক্রান্ত আলোচনা দেখতে/করতে পারবেন। কারো উত্তর পছন্দ না হলে, অথবা অন্য কোনো কারণে ধাঁধাঁ অপছন্দ হলে অভিযোগ করার জন্যও একটা লিংক আছে। তবে সাধু সাবধান! .... মন্তব্য প্যানেলে উত্তর সংক্রান্ত কোনো কথাবার্তা/হিন্ট লিখলেই খবর আছে ... ... পেনাল্টি .... মডুরা এসেই ঘ্যাচাং করে আপনার ১০ পয়েন্ট কেটে দেবে।

পয়েন্টের কথা যখন আসলোই তখন একটু ঝেড়ে কাশি ... ... এখানে ধাঁধাঁর জন্য পয়েন্টের সিস্টেম আছে ... যেটা বিষয়টাকে করে তুলেছে আরও মজার (এবং মারামারির)। প্রতিটা ধাঁধাঁর উত্তর দিলেই ২ পয়েন্ট যোগ হবে। তারপর সেটা যদি ঠিক হয় তবে আরো ৩ পয়েন্ট, আর ভুল হলে -১ পয়েন্ট (প্রশ্নকর্তা যাচাই করার পর)। অর্থাৎ সঠিক উত্তর দিলে মোট ৫ পয়েন্ট আর ভুল উত্তর দিলে ১ পয়েন্ট। আর, বাকি রইল, ধাঁধাঁ প্রদায়ক ... ... প্রতিটি ধাঁধাঁর জন্য প্রদায়ক পাবে মোট ৩ পয়েন্ট (মনে হয় শুদ্ধ আর ভুল উত্তরের পয়েন্টের অ্যাভারেজ করা হয়েছে), কারণ এই বেচারা(!) তো আর এটার উত্তর দিয়ে পয়েন্ট নিতে পারবে না।

ধাঁধাঁগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে রাখা হয়েছে (ট্যাগিং)। সবচেয়ে ভেজাইল্যা হল ... মজারু বিভাগটা। - কেমন ভেজাইল্যা? এটা জানতে হলে ঐখানে দুই একবার ধরা খাইতে হবে! গাণিতিক বিভাগে বিভিন্ন রকম আঁতেল মার্কা হিসাব কিতাবের ধাঁধাঁ থাকে। কুহক বিভাগে রহস্য টাইপের বা লজিকাল টাইপের ধাঁধাঁ থাকে। এছাড়াও যেই বিভাগগুলো আছে তা হল: শব্দ, ছবি, কুইজ, কোডিং, বিজ্ঞান।

এখানে নিবন্ধন করার সময় ইংরেজিতে নাম দিতে হয়। লগ-ইন করার সময়ও তাই। তবে ডিসপ্লে নামটা পরবর্তীতে নিজের পৃষ্ঠা থেকে বাংলায় করে নিতে পারবেন (উদাহরণ: আমার পৃষ্ঠা)। গুগল মামার রাজত্বে বাংলায় ধাঁধাঁর এই সাইটটা বানিয়েছেন আমার প্রিয় ভিলেন নাসিমুল হক ভাই ... বাংলা ফোরামগুলোতে উনি স্বপ্নচারী নামে লিখে থাকেন। সাইটটি এখনও বেটা পর্যায়ে রয়েছে ... আপনারা পরামর্শ দিয়ে এটাকে বেটা থেকে পিতাতে(!) উন্নয়নে সাহায্য করতে পারেন।

আইচ্ছা ... আর বেশি প্যাচালের কাম নাই। আরো বেশ কিছু বিষয় আছে (টুইটার/RSS ইত্যাদি) .... জানতে চাইলে নিজেরা গিয়েই দেখেন। লিংক: http://dhadharu.appspot.com/quiz/ .... অবশ্য এইখানে গিয়ে একটু বেদিশা (বিদিশা নহে!) লাগতে পারে। তাই একটু নিচে ডানদিকের সাম্প্রতিক লিংকটা ক্লিক করেন। কিংবা আমার দেয়া একটা সহজ (মজারু কিন্তু!) ধাঁধাঁ দিয়ে শুরু করতে পারেন (লিংক)।

চিপা দিয়ে আরেকটা কথা বলে রাখি:
সাম্প্রতিক লিংকে গিয়ে দেখবেন বামদিকে প্যানেলে সাধারণ ক্যাটাগরি ছাড়াও আরও কয়েক উপায়ে সাজিয়ে ধাঁধাঁ দেখা যায় (ধাঁধাঁ সাজানোর ক্রম)। ঐখানে "সঠিক উত্তর" অপশনটা নিলে সবচেয়ে বেশি সঠিক উত্তর দেয়া ধাঁধাঁগুলো আগে দেখাবে .... এইগুলা মনে হয় একটু সহজ। কাজেই আপনারও সফলভাবে পয়েন্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

=== সংযোজন: ===
এত খারাপ খারাপ কথা লিখলাম ... সম্ভাব্য উপকারের কথাও লেখা দরকার ... নাইলে কেউ আবার মাইন্ড খাইতে পারে ... উপকারসমূহ:

  • সময়ের বারোটা বাজবে .... যাদের সময় পার হইতে চাচ্ছে না ... বিশেষত রোজা রমজানের দিনে ... কোনদিক দিয়ে সময় যাবে টেরও পাবেন না।
  • ভবিষ্যতে(!) GRE টাইপের পরীক্ষায় লজিক্যাল বিভাগে ভালো করার সম্ভাবনা হয়তো বেড়ে যাবে।


মন্তব্য

শামীম এর ছবি

লেখাটা ব-e তে দিতে চেয়েছিলাম। কিন্তু এটা ঠিক রিভিউয়ের ঢং-এ লেখা হয়নি। কিছুটা ছেটে তারপর ব-e এ যোগ করে দেব আশা করছি।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

এনকিদু এর ছবি

আরে ! দারুন মজা তো !!


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শামীম এর ছবি

হি হি .. একজনের ক্ষতি করলাম!!
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

মুস্তাফিজ এর ছবি

আমি নাকি মিচকা শয়তান ...

হি হি .. একজনের ক্ষতি করলাম!!

...........................
Every Picture Tells a Story

শামীম এর ছবি

মিথ্যা বলি নাই (বলে নাই) ..... প্রমাণিত। চাল্লু
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

স্বপ্নচারী [অতিথি] এর ছবি

অনেক ধন্যবাদ শামীম ভাই। ফ্রিতে বেশ ভালো বিজ্ঞাপন পেয়ে গেলাম।

আপনার মত এরকম বুদ্ধি আমার কেন যে ছিল না? তাইলে তো সবসময়ই ক্লাসে ফার্স্ট হইতাম।

রণদীপম বসু এর ছবি

আমি সাইট পরিচিতি দেইখাই চইলা আইছি।
অতএব আমার কোন ক্ষতি করতে পারেএএএন নাই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শামীম এর ছবি

আপনি বস মানুষ ... এ্যাত সহজে কি আর আপনার ক্ষতি করতে পারি ...

তাছাড়া আপনার ক্ষতি করলে তো ইয়োগা সমগ্রটা মিস করতাম ... .... চাল্লু
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

সমুদ্র এর ছবি

চমৎকার সাইট, দারুণ কাজ!

"Life happens while we are busy planning it"

ধুসর গোধূলি এর ছবি

- খাড়ান, আমি গিয়া লই। ধাঁধাঁ সেট করুম। জিজ্ঞেস করেন কেমন ধাঁধাঁ!
কেমন আবার, এই ধরেন—

১) ধান থেকে কী উৎপন্ন হয়?
ক) পাট,
খ) ঘরের চাল,
গ) খাওয়ার চাল,
ঘ) উপরের সবকয়টা
ঙ) উপরের কোনোটাই নয়
দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

শামীম এর ছবি

আপনি তো দেখি মহান ধাঁধাঁরু ... ... দেঁতো হাসি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

দুষ্ট বালিকা এর ছবি

ধনে পাতা... দেঁতো হাসি আমার মত নিদ্রাহীনদের বিরাট কাজ লাগবে... দেঁতো হাসি

------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

শামীম এর ছবি

এঁহহে ... ক্ষতি করতে পারলাম না .... ....
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

শামীম এর ছবি

হোমপেজটা আপডেট করা হয়েছে ... ... এইবার ওখানে ঢুকলে বেদিশা হওয়ার চান্স নাই ..... হাসি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

স্বপ্নচারী [অতিথি] এর ছবি

হ্যাঁ, আপনার রিভিউ পড়ে বুঝতে পারলাম হোমপেজটা একটু অগোছালো হয়ে গেছে। তাই রাতে বসে বদলে ফেললাম। এখন বোধ হয় দেখতেও সুন্দর লাগছে। তবে আইই-তে ঠিকমত দেখা যাবে না। সেটা নিয়ে আমার মাথাব্যথা নাই।

শামীম এর ছবি

এবার সুন্দর হয়েছে ... ঠিক যেন আমার মনের কথাটা পড়ে ফেলেছেন।

সাইটটা একবার আই.ই. দিয়ে খুলেছিলাম। ঠিকমতই দেখতে পেয়েছিলাম, এবং তখন উপরের নোটিশটি পড়েছিলাম .... খাইছে হো হো হো
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

শিপলু এর ছবি

শামীম ভাই খুব সুন্দর একটা রিভিউ দিয়েছেন। বোঝাই যাচ্ছে এখন অনেক নতুন নতুন ধাঁধাঁ পাব সল্ভ করার জন্য।
ইদানিং শামীম ভাইয়ের সাথে আমার হাড্ডা হাড্ডি লড়াই চলছে র্যাংকিংয়ে। একবার তিনি আগে তো একবার আমি আগে।

শামীম এর ছবি

মু হা হা হা .... ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

মোজাম্মেল হোসেন ত্বোহা এর ছবি

প্রজন্মে লিংক দেখে এলাম। রিভিউ একখান আমিও লিখেছিলাম। কিন্তু বুঝতে পারছি রসায়নটা আমার ভালো আয়ত্ত্বে নেই। তাই আমারটা কাঠকোট্টা হয়ে গেছে - আপনারটার মতো রসালো হয় নাই।

আমারটা আছে এখানে - চলে আসুন ধাঁধাঁরুর গোলকধাঁধাঁয়

শামীম এর ছবি

আপনার রিভিউখানা ব-e তে যাওয়ার যোগ্য। চমৎকার লিখেছেন। লিংক শেয়ার করার জন্য ধন্যবাদ।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অতিথি লেখক এর ছবি

শামীম ভাই, আপনার রিভিউখানা জটিল (মানে খুব চমৎকার) হইয়াছে।এইখা সচলায়তনে কমেন্ট করতে গিয়া আমি দফারফা।এত নিয়ম-কানুন!!!

শামীম এর ছবি

থ্যাংকু ব্রাদার(!) ... সচলায়তনের জটিলতায় আপনার নামখানাও মিস্ হয়ে গেল।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

সাইফ হাসান এর ছবি

শামীম ভাই..আমি রেজিস্টার করলাম... এখন আমার অবতার (AVATAR) পরিবর্তন করতে হলে কি করতে হবে?

শামীম এর ছবি

অ্যাভাটার বিষয়ে আমি তেমন কিছু জানিনা ... খুব একটা আগ্রহীও ছিলাম না। তবে এই সংক্রান্ত কিছু তথ্যের জন্য: এই আলোচনাটা দেখুন

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

জ্বিনের বাদশা এর ছবি

বারোটা তো মনে হয় বাজাইয়াই ফেললেন শামীম ভাই!!! চোখ টিপি
রেগুলার ভিজিট করতে হইবো জায়গাটা ... থ্যাংক্যু থ্যাংক্যু
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

শামীম এর ছবি

কৃতজ্ঞতার সহিত থ্যাংক্যু গৃহীত হইলো।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অতিথি লেখক এর ছবি

শামীম ভাই,
কী জাদু দেখাইলা গো মনু!!!

---- মনজুর এলাহী ----

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।