কম্পিউটার ব্যবহার করছেন কিন্তু অটোক্যাডের নাম শোনেননি এমন পাঠক হয়তো পাওয়া যাবে না। অটোডেস্ক কোম্পানির এই সফটওয়্যারটি পুরকৌশলে ক্যাড (কম্পিউটার এইডেড ড্রইং) কাজের জন্য অলিখিত স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন কাজে অটোক্যাড প্রোগ্রামটি এদেশেও বহুল ব্যবহৃত হয়; এমনকি কারিগরী শিক্ষাবোর্ডের ডিপ্লোমা পাঠ্যক্রমেও এই সফটওয়্যার ব্যবহারের কোর্স আছে (অনেক আগে একবার সেই কোর্স পড়ানোর সুযোগ পেয়েছিলাম!)।
অটোক্যাড শেখার জন্য বাজারে দারুন সব বই পাওয়া যায়। তবে প্রাথমিক কাজগুলো শিখে ফেললে ঐ মোটা বইগুলোর বদলে পকেট রেফারেন্স হ্যান্ডবুক বেশি কাজে লাগে। দেশে অটোডেস্ক সার্টিফায়েড ট্রেনিং সেন্টারগুলোও দারুন ব্যাবসা করছে। আমি অবশ্য সেই বই পড়ে এটা ব্যবহার করা শিখেছিলাম। তবে সত্যিকারের কাজ তেমন না থাকাতে উৎসাহটা খুব দীর্ঘস্থায়ী হয়নি। আমি মূলতঃ পুরকৌশলী (সিভিল ইঞ্জিনিয়ার), তাই প্র্যাকটিসের জন্য যে বাসাগুলোতে থাকতাম সেগুলোর ক্যাড ড্রইং করে ফেলতাম। এছাড়া অবশ্য খুব ক্ষুদ্র পরিসরে দুই/তিনটা কাজ করেছিলাম।
সেই সময়ে বাসা বাড়ির ড্রইং করার জন্য আরো কিছু ক্যাড সফটওয়্যার ঢাকাতে পাওয়া যেত। এমন একটার নাম থ্রিডি হোম আর্কিটেক্ট। এটা খুব সহজ এবং মজার হলেও অটোক্যাডের মত স্বাধীনতা থাকতো না। তবে সুবিধা হল বিভিন্ন ক্যাড প্রোগ্রামগুলোকে একটা সাধারণ ফরম্যাটে সংরক্ষণ করে ফাইল আদান প্রদান করা যায়। তাই ঐটা দিয়ে দ্রুত একটা ড্রইং এর কাঠামো দাঁড় করিয়ে পরবর্তীতে অটোক্যাড দিয়ে সেটাকে মানুষ করা যেতে পারে।
কিন্তু পাইরেসি থেকে দুরে থাকার লক্ষ্যে বেশ কয়েকবছর যাবত আমি মোটেও অটোক্যাড ব্যবহার করিনা। বরং ঠিক অটোক্যাডের মত কিছু ফ্রীওয়্যার ব্যবহার করি। এই লেখায় আপনাদেরকে সেই ক্যাড সফটওয়্যারগুলো সম্পর্কে যৎসামান্য জানি তা বলার চেষ্টা করবো।
যখন ল্যাপটপে উইন্ডোজ ব্যবহার করতাম তখন ক্যাডের জন্য ব্যবহার করতাম progeCAD নামে একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটির নিজস্ব ইন্টারফেস ছাড়াও হুবহু অটোক্যাড ইন্টারফেস আছে যেটা ইনস্টলের সময়ই নির্ধারণ করে দেয়া যায়; এমনকি অটোক্যাডের সমস্ত কমান্ডও এখানে হুবহু একই কাজ করে। ProgeCAD-এর এই ফ্রীওয়্যারটির ক্ষমতা সীমিত -- যা 2D টু-ডাইমেনশনাল ড্রাইং পর্যন্ত সীমাবদ্ধ। 3D, অ্যানিমেশন, রেন্ডারিং এটা দিয়ে করা যায় না .... বিদেশে উচ্চতর লেখাপড়া করার সময় আমার টুকটাক ড্রাইং-এর জন্য এটাই যথেষ্ট ভালো সাপোর্ট দিয়েছিল। কিছুদিন আগেই এটার নতুন ভার্সান বাজারে ছাড়লো। যথারীতি 2D ক্ষমতার ফ্রী ভার্সানটিও আছে। উচ্চতর কাজের জন্য এটার প্রোফেশনাল ভার্সানগুলো যথেষ্ট দাম দিয়েই কিনতে হবে, তবে সেগুলো অটোক্যাডের চেয়ে সস্তা। এটার কোনো লিনাক্স ভার্সান নাই, তাই লিনাক্সে এটা ব্যবহার করি না। এই সফটওয়্যার দিয়ে আঁকা আমার একটা ড্রইং-এর নমুনা দেখেন; লেখাগুলো পরবর্তীতে ডকুমেন্টে পেস্ট করার পর ওপেন অফিস থেকে করা হয়েছে।
এই মাত্র দুবছর আগেও লিনাক্সে (উবুন্টুতে) ক্যাডের জন্য ভালো কিছু ছিল না। তাই ইউজার ফোরামগুলোতে এই নিয়ে বিভিন্ন আলোচনা হত, এমনকি ওয়াইন নামক সফটওয়্যার দিয়ে অটোক্যাড চালানোর জন্যও সাহায্য চেয়ে পোস্ট থাকতো। তখন বেশ কিছু ক্যাড সফটওয়্যারের নাম জানতে পারি। ব্রিক্সক্যাড নামক একটা সফটওয়্যারের স্ক্রীনশট দেখে বেশ পছন্দ হয়েছিল। এটার উইন্ডোজ এবং লিনাক্স ভার্সান ছিল, কিন্তু কোনটাই ফ্রী ছিল না; তাই শুধু ক্রীনশট দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছিলো। এছাড়া আরো ডজনখানেক ক্যাড সফটওয়্যারের মধ্যে স্যাগক্যাড(SagCAD) এবং কিউক্যাডকে (QCAD) একটু জাতের মনে হয়েছিলো। স্যাগ ক্যাড দিয়ে কিছু আঁকা গেলেও কিউ ক্যাডের কিছুই বুঝতে পারি নাই সেই সময়ে।
কিন্তু দিন বদলেছে; উবুন্টু ৮.০৪ বা ৮.১০ থেকে QCAD প্রোগ্রামটা দিয়ে কাজ করার পদ্ধতি জেনে গেলাম (অথবা প্রোগ্রামটা উন্নত হওয়াতে সেটা করতে পারলাম)। এখন অনায়েসে অতি সহজে এটা দিয়ে প্রয়োজনীয় আঁকাআঁকির কাজ করছি। রিবনসফট কোম্পানির এই সফটওয়্যারটির লিনাক্স ভার্সান ফ্রী, উইন্ডোজেও কমিউনিটি ডেভেলপড একটা ওপেনসোর্স এবং ফ্রী ভার্সান আছে বলে ওদের ওয়েবসাইটে দেখলাম। উবুন্টু লিনাক্স থেকে এটা দিয়ে খুব তাড়াহুড়া করে আঁকা একটি নমুনা দেখুন।
এইটা এবং আরো কিছু ছবিসহ একটা পোস্ট এর আগে সচলায়তনে করতে গিয়ে কোনো কারণে হচ্ছিলোনা। প্রসববেদনা সইতে না পেরে তাই সেই পোস্টটাকে বিজ্ঞানী.কম-এ ছেড়ে দিয়েছি। ইচ্ছা করলে সেখান থেকে একটু ঘুরে আসতে পারেন। লিংক: ইটভাটার বায়ুদূষণ প্রসঙ্গে।
==============
পুরকৌশলে ব্যবহৃত কয়েকটি ক্যাড সফটওয়্যারের ওয়েবপেজের লিংক এবং দামের তালিকা:
অটোক্যাড - ৪৯৯৫ ডলার, রিসেলারদের কাছ থেকে কমেও (৮৫০ ডলার)পাওয়া যায়।
প্রোজক্যাড (ডাউনলোড ফ্রী ভার্সান) প্রফেশনাল ৪০০ ডলার থেকে
ব্রিক্সক্যাড - ৩৮০ ডলার থেকে দাম শুরু
ZWCAD - ৪৯৫ ডলার; ১ মাসের ট্রায়াল ডাউনলোড; ফ্রী ডাউনলোড!
কিউক্যাড - লিনাক্সে ফ্রী, উইন্ডোজে ৩৭.৫ ডলার থেকে
মন্তব্য
বস, ক্যাডে কখনো কাম করি নাই, তবে ১৯৯৫ এ থ্রিডি হোম আর্কিটেক্ট নিয়া মজা করতাম, ভুং ভাং একে এক্সোনোমেট্রিক ভিউ দিয়ে দেখতাম নিজের রুমটা কেমন দেখা যায়। এটার কি নতুন এডিশন আছে নাকে অকালে মারা গেছে?
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ঐধরণের খেলাধুলা আমিও বহুত আগে বাদ দিছি ...তাই বলতে পারি না ; তবে ঢাকার মার্কেটে গেলে ঐ ধরণের অনেক পাইরেটেড সফটওয়্যার পাওয়া যাওয়ার কথা ....
তবে খুঁজতে গিয়ে এইটা পাইলাম। ফ্রী ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
ধন্যবাদ বস লিংক দেবার জন্যে, এটাতো জানালার জন্যে, জানালা ভালু পাই না, উবুন্টুতে এরাম কিছু নাই বস?
উপরে এক জায়গায় লেখলেন "উবুন্টু ৮.০৪ থেকে ৮.১০" আপনে মনে হয় ৯.০৪ থেকে ৯.১০ বুঝিয়েছেন, নাকি আমার বোঝার ভুল?
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
উবুন্টুতে ঘাটাঘাটি করি নাই।
৮.০৪ - ৮.১০ এর কথাই বলেছি। এখন তো ৯.১০ -- প্রায় এক দেড় বছর থেকে QCAD দিয়ে কাজ করতে পারি। যদিও কাজ তেমন করি নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
উবুন্টুতে কাজ করে এমন এরকম একটা জোস প্রোগ্রাম ব্যবহার করছি বেশ কিছুদিন ধরে। নাম SweetHome 3D।
সাথে সাথে এদের কিছু এক্সট্রা আইটেম গ্যালারি আছে ... ওগুলোও ভাল জিনিষ ভর্তি।
এদিয়ে কেমন কাজ করা যায়, তা জানতে স্ক্রিনশট দেখুন ওদের সাইটে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
ইহার ফ্রী ডেমো ভার্সান আছে তবে প্রতি ১০ মিনিট পর পর বন্ধ হয়ে যাবে বলে বলেছে; এভাবে এটা মোট ১০০ ঘন্টা ব্যবহার করা যাবে।
সমস্ত ডাউনলোডের লিংক
উবুন্টুতে তো রিপোজিটরিতেই থাকে। কিংবা packages.ubuntu.com থেকে সব নামিয়ে নেয়া যায়।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
প্রিয় পোস্ট এ যুক্ত করলাম।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
দ্বিমত পোষন করি। ইউজি এনএক্স, প্রো-ই, ক্যাটিয়াও প্রচুর ব্যবহৃত হয়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টে ক্যাটিয়া ব্যবহার করে। (দুয়েকজন পরিচিত মানুষের ভিত্তিতে বলা)।
আসলে সিভিল/আর্কিটেক্ট ড্রইং-এর সফটওয়্যার যতগুলো দেখেছি, সবগুলোর নিজস্ব প্রোডাক্ট বর্ণনায়ই এটা অটোক্যাড কম্পাটিবল, হ্যান্-ত্যান্ লেখে দেখে এই ধারণা পোক্ত হয়েছিল। তবে সিভিল/আর্কিটেক্ট ড্রইং-এর বাইরে কখনো বিচরণ করার দরকার হয়নি বলে বাকী সফটওয়্যারগুলো সম্পর্কে আমার মোটেও ধারণা নাই।
ক্যাটিয়া তো ব্যাপক সফটওয়্যার! এই পোস্ট লেখার সুবাদে আপনি মন্তব্য করলেন আর আমিও এগুলো সম্পর্কে একটু জানতে পারলাম।
পোস্ট এডিট করে "পুরকৌশল" কথাটা যোগ করে দিলাম।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
ক্যাড আসলে তিন প্রকার:
মেকানিক্যাল ক্যাড: UG NX, Pro-E, CATIA, Solid Works, Autodesk Inventor, Solid Edge, I-DEAS
সিভিল / আর্কিটেকচারাল ক্যাড: Autodesk AutoCAD
ইলেক্ট্রিকাল ক্যাড: Cadence, ANSOFT
এছাড়া মেকানিক্যাল এর CAEর জন্য কিছু টুলস আছে। যেমন: ANSYS।
আমার স্পেসালাইজেশন এই ফিল্ডে তো, তাই একটু বিদ্যা জাহির করার লোভ সামলাতে পারলাম না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ভালো জিনিষ জানা গেল ... ...
একটা প্রশ্ন: ফটোশপ, ইঙ্কস্কেপ, স্ক্রিবাস ইত্যাদি ডেস্কটপ পাবলিশিং টুল আছে। কিন্তু কম্পিউটার দিয়ে এনিমেশন তৈরীর জন্য মায়া বা থ্রিডিম্যাক্স, কোরেলড্র ইত্যাদি যেগুলো ব্যবহৃত হয় ওগুলোকে কী বলে? গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার? নাকি থ্রিডি মডেলিং সফটওয়্যার?
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
ত্রিডি মডেলিং যদি কয়েক ধরনের -
ম্যাথম্যাটিক্যালী ভ্যালিড প্রিসাইজ রিপ্রেজেন্টেশনের জন্য - সলিড মডেলার। ইঞ্জিনিয়ারিংয়ের কাজে ব্যবহৃত হয় এগুলো। এগুলোতে B-REP বা CSG ডাটা স্ট্রাকচার ব্যবহার করা হয়। এতে ম্যাথম্যাটিকালী ইনভ্যালিড অবজেক্ট বানানো যায় না। যেমন মোবিয়াস স্টীপ কিংবা দুটো সলিড বডি একটা edge শেয়ার করছে এরকমটা।
আরেক ধরনের আছে যেগুলোতে ম্যাথম্যাটিক্স গুরুত্বপূর্ণ নয়। কিছু মডেল করাই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আপনি একটা মডেলের ভিতর আরেকটা মডেল তৈরী করতে চান। ফিজিক্যাল ওর্য়াল্ড ম্যাস কনজার্ভেশন লয়ের কারনে এটা মডেল করা ঝামেলা পূর্ণ। কিন্তু ট্রান্সফর্মার জাতীয় মুভির মডেলিং করার জন্য এটা দরকার। এদের যে ক্যারেক্টার ডিজাইন স্টুডিও বা ত্রিডি মডেলিং বলা যেতে পারে।
আবার ক্যারেক্টার গুলোর এনিমেশনের জন্য এনিমেশন স্টুডিও ধরনের একটা সফটওয়্যার লাইব্রেরী লাগে।
অনেকগুলো মডেলিং টেকনিক জুড়ে আসলে সলিড মডেলিং করা হয়। খুব লিখতে ইচ্ছে করছে। কিন্তু এখন সময় নেই। সময় হলে পরে আলোচনা করা যাবে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সচলের আপগ্রেড শেষ হউক। আমি আপনাকে আবার খুঁচিয়ে এ বিষয়ে আলাদা পোস্ট লেখার কথা মনে করিয়ে দেব
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
যারা ছাত্র তারা চাইলে অটোক্যাডের বিনামূল্যের ছাত্র সংস্করণ ব্যবহার করতে পারেন। এখন অনেক বাণিজ্যিক সফটওয়ারই ছাত্রদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে দেয়ার একটা রেয়াজ দাঁড়িয়ে গেছে - ছাত্রাবস্থায় আমাদের ভার্সিটির নিজস্ব ওয়েবসাইটে অনেক দামি সফটওয়ার ডাউনলোডের সুযোগ নিয়েছি।
হ্যাঁ ... টার্গেট ভবিষ্যত ভোক্তাদের জন্য মার্কেটিং টেকনিক হিসেবে এটা খুব ভালো।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
হ্যাঁ, সেইটাই এদের মূল উদ্দেশ্য, কিন্তু কাজ চলে যায়। আর আসলে কখনোই নিজের পয়সায় কেনা লাগে না অনেকের, কারণ পড়াশোনা শেষ হবার পরে তো কাজের জায়গা থেকে পাওয়া যাবে প্রয়োজনীয় সফটওয়ার।
বাপরে ! এইটা তো দেখি ওস্তাদ-মানুষদের পোস্ট !
বেইল থাকতে থাকতে বাইর হইয়া যাইগা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
খুব ভাল
কি জানি ঘাটতে গিয়ে আরেকখান ফ্রী সলিড মডেলার পাইলাম:
BRL-CAD - নাম শুনলেই ভয় লাগে ... BRL = ব্যালাস্টিক রিসার্চ ল্যাব। Windows, Solaris, Mac OS X, Linux, IRIX, BSD সবগুলোর জন্যই আছে ... জিনিষ ফ্রী - ডাউনলোড পৃষ্ঠার লিংক
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
যদি ভুল না বলে থাকি, QCad Professional Edition তো লিনাক্সের জন্যও ফ্রী না, তবে দাম খুব বেশি নয়। আর, QCad Community Edition অফিসিয়ালি উইন্ডোজের জন্য available না মনে হচ্ছে।
ফ্রি CAD সফটওয়্যার হিসেবে নয়, তবে ফ্রি 3D content creation সফটওয়্যার হিসেবে Blender বেশ ভালোই চলছে ইদানিং। অন্তত এর মডেলিং ফিচারগুলো আমার কাছে ভালো লেগেছে। http://www.blender.org/education-help/ এ লার্ণিং রিসোর্সও আছে অনেক।
নতুন মন্তব্য করুন