নতুন রূপে(!) লিনাক্স ফোরাম আপনারই প্রতীক্ষায়!

শামীম এর ছবি
লিখেছেন শামীম (তারিখ: শুক্র, ০৬/০৮/২০১০ - ১২:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

(পোস্টের দৈর্ঘ্যের জন্য লেখক দায়ী নহে)

দেশে যে হারে এরা(?) বাড়তেছে যে এদের কথা চিন্তা করে পোস্টাইলাম। কিছু মনে নিয়েন না।

ধরেন আপনি নতুন লিনাক্স ব্যবহারকারী, কিন্তু এটা নিয়ে মনের মধ্যে আকুলি বিকুলি করা কথামালা সমমনাদের সাথে শেয়ার করতে পারছেন না। অথবা লিনাক্সে একটা ঝালেমা (ঝামেলা নহে) লাগছে কিন্তু সেই ঝালেমাটাকে ঝামেলা মনে হচ্ছে .... ... মনে মনে ভাবছেন "ভাইডি/বোনটি( চোখ টিপি ) একটু ঝামেলাটা ঠিক করনের রাস্তা দেহায় দাও"। অথচ সেই ভাইডি/আপাডি কোথায় সেটা বিছড়াইতে (খুঁজতে) আপনি সচলায়তন, প্রজন্ম ফোরাম, আমাদের প্রযুক্তি (এখন অসুস্থ!) ইত্যাদি বিস্তর জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন, SOS পোস্টাইতেছেন ... আপডেট খুঁজতেছেন। এর সমাধানযুক্ত ইংলাজি (ইংলিশ) ফোরামের ভাষা পছন্দ হয় না। তাহলে আপনার জন্য একখান ভাল সমাচার আছে: আহেন ভাই চইল্যা আহেন ... সম্পুর্ন বাংলায় শুধুমাত্র লিনাক্স বিষয়ক একখান ফোরাম পূণর্জন্ম লাভ করেছে ... আগে এখানেও ইংলাজি ভাষায় সবকিছু ছিলো, এখন সব বাংলায়। আরেকখান কথা হইলো আমাদের অভ্রনীল ভাইয়া কিন্তু ওখানে আরেকটু উন্মুক্ত পরিচয়ে মডুগিরি করছেন দেঁতো হাসি

কি? পছন্দ হইলো না? ... ... আচ্ছা আবার শুরু করি:

ধরেন আপনি পুরাতন লিনাক্স ব্যবহারকারী। আপনি ভালু লোক ... তাই অন্য নতুনদের সাহায্য করতে চান। কিন্তু এই নতুন লুকজন যে কোথায় কোন চিপায় গিয়ে সাহায্য চায় ... ... খুঁজে পাওয়াই মুশকিল। আবার সব চিপাতে আপনার প্রবেশাধিকারও নাই। আপনার পরোপকার করতে না পারার এই দুষ্ক (দূঃখ) শেষ হইলো বলে: .... আহেন ভাই চইল্যা আহেন ... সম্পুর্ন বাংলায় শুধুমাত্র লিনাক্স বিষয়ক একখান ফোরাম পূণর্জন্ম লাভ করেছে ... আগে এখানেও ইংলাজি ভাষায় সবকিছু ছিলো, এখন সব বাংলায়। আরেকখান কথা হইলো আমাদের অভ্রনীল ভাইয়া কিন্তু ওখানে আরেকটু উন্মুক্ত পরিচয়ে মডুগিরি করছেন দেঁতো হাসি

তা-ও পছন্দ হইলো না?? ... ... ঠিক আছে, আবার শুরু করি (দান দান .. তিন দান):

ধরেন আপনি লিনাক্স ব্যবহার করেন না। ভবিষ্যতে করতেও পারেন, না-ও করতে পারেন। তবে, যারা এ্যাত সুন্দর জানালা ফেলে লিনাক্স ব্যবহার করে তাঁদের সম্পর্কে একটু কৌতুহল হচ্ছে ... ... ব্যাটারা এ্যাত বোকা কেন? ... ... কেন এ্যাত সুন্দর জানালা ছেড়ে খোলা মাঠে দৌড়াচ্ছে? ... কেনু কেনু কেনু? এরা আর কী-রকম বোকাসোকা কথাবার্তা বলে ... ... এইসব জেনে যদি মজা লুটতে চান তবে .... ... আহেন ভাই চইল্যা আহেন ... সম্পুর্ন বাংলায় শুধুমাত্র লিনাক্স বিষয়ক একখান ফোরাম পূণর্জন্ম লাভ করেছে ... আর এখানে শুধু লিনাক্স বিষয়ক আলতু-ফালতু কথাবার্তা হয়। আহেন ... এগো কাজ কারবার দেইখ্যা মজা লুটেন ... ...

এইটাও পছন্দ হইলো না??? ... ... তাইলে আমি খেলুম নাঃ - জন রাসেলের করা মূল পোস্টটাই দেখেন:

আপনি লিনাক্স ব্যবহারকারী। কিন্তু আপনার মনে খুব দুঃখ যে শুধুমাত্র লিনাক্স নিয়ে আলোচনা করার জন্য বাংলায় কোনো ফোরাম নেই। সমস্যায় পড়লে বিভিন্ন বাংলা ফোরাম কিংবা ব্লগে গিয়ে সাহায্য চাইতে হয়। তাছাড়া অনলাইনে লিনাক্স নিয়ে বাংলায় আলোচনার জন্য নির্দিষ্ট কোনো ফোরাম না থাকায় লিনাক্স ব্যবহারকারীরা বিভিন্ন বাংলা ব্লগ ও ফোরামে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে সাহায্য করে যাচ্ছেন। কেমন হত যদি এই সব লিনাক্স ব্যবহারকারীদের একছাদের নীচে আনা যেত। যদি শুধু লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটা ফোরাম থাকতো! যেখানে সব লিনাক্স ব্যবহারকারীরা একসাথে আড্ডা মারবেন। মনের সুখ-দুঃখের কথা বলতে পারবেন, একে অন্যকে সাহায্য করতে পারবেন, সেই সাথে নিজেদের মধ্যে ঠাট্টা তামাশাও করতে পারবেন। শুধু চিন্তা করে দেখুন, সব লিনাক্স ব্যবহারকারী এক জায়গায়! আপনি উবুন্টু-মিন্ট-ফেডোরা যেটা নিয়েই সমস্যায় পড়েন না কেন, কেবল কোনো মতে হাঁচড়ে পাঁচড়ে সেই জায়গায় গিয়ে পৌঁছুতে পারলেই হয়, বাঘা বাঘা লিনাক্স ব্যবহারকারীরা আপনার সমস্যা সমাধানে ঝাঁপিয়ে পড়বে। ভাবতেই মনটা ভালো হয়ে যাচ্ছে - তাইনা!

২০০২ সাল থেকে স্বেচ্ছাসেবক সংগঠন বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স বা বিএলইউএ বাংলাদেশে লিনাক্স ছড়িয়ে দেবার জন্য কাজ করে আসছে। বিএলইউএ এর শাখা প্রতিষ্ঠান হচ্ছে উবুন্টু বাংলাদেশ এবং ফেডোরা বাংলাদেশ। তাছাড়া বাংলাদেশে ক্রিয়েটিভ কমন্স এর অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে বিএলইউএ। পাশাপাশি বেশ কিছু সফটওয়্যারের বাংলা লোকালাইজেশনের উপরও কাজ হচ্ছে বিএলইউএ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে, সেই ২০০৫ সাল থেকেই কেবলমাত্র বাংলাদেশী লিনাক্স ব্যবহারকারীদের জন্য বিএলইউএ একটি ফোরাম রয়েছে। এর নাম লিনাক্স ফোরাম।

অবাক হচ্ছেন তাইনা! একটা পুরো ফোরাম লিনাক্সের জন্য, তাও আবার বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য - অথচ এ ব্যাপারটাই আপনি জানতেননা। না জানার মূল কারণ হচ্ছে লিনাক্স ফোরাম যখন থেকে শুরু হয় (২০০৫ সালে) তখনও লিনাক্স বাংলাদেশে ততটা জনপ্রিয় হয়ে উঠেনি, তাছাড়া সেসময় লোকজন এখনকার মত ব্যাপকভাবে ইন্টারনেট ব্যবহার করতো না ফলে ব্লগে ও ফোরামগুলোতে এত লোকের আনাগোনা ছিলনা। তাই স্বল্পসংখ্যক ব্যবহারকারীর ব্যবহার করা ফোরামটি অনেকটা আড়ালেই ছিল। তাছাড়া ফোরামটি বাংলাদেশীদের জন্য তৈরি করা হলেও সেসময় বাংলা লোকালাইজেশনের সুবিধা সেরকম না থাকায় এর ভাষা ছিল ইংলিশ। ফলে মায়ের ভাষায় সেভাবে আলোচনা করতে না পারায় এবং তার কিছু পরেই অনলাইনে সম্পূর্ণ বাংলা কয়েকটি ফোরাম চলে আসায়, লিনাক্স ফোরাম কার্যত অদৃশ্য হয়ে পড়ে।

বর্তমানে বাংলাদেশে লিনাক্স প্রসার ও প্রচারে এবং নবীন ব্যবহারকারীদের জন্য লিনাক্স সম্পর্কীত বিভিন্ন আলোচনার জন্য কয়েকটি বাংলা ফোরাম ও ব্লগের অবদান অনস্বীকার্য। সত্যি বলতে কি, ঐ সব ফোরামে মাধ্যমেই লোকজন লিনাক্স সম্পর্কে উৎসাহী হয়েছে এবং এখন লিনাক্স ব্যবহার করছে। কিন্তু এতে কিছু সমস্যায়ও পড়তে হয় নতুন ব্যবহারকারীদের। যেহেতু এরকম কোনো ফোরাম বা ব্লগ নেই যেখানে সকল লিনাক্স ব্যবহারকারী একসাথে রয়েছেন, সেহেতু দেখা যায় যে সর্বোচ্চ সাহায্য পাবার আশায় একজন ব্যবহারকারী একই প্রশ্ন বিভিন্ন ফোরাম ও ব্লগে পোস্ট করেন এবং উত্তর দেখার জন্য সবগুলো ফোরাম ও ব্লগে তাকে নিয়মিত যেতে হয়। ব্যাপারটা বেশ ঝামেলার। তাই শুধুমাত্র লিনাক্সের জন্য একটা বাংলা ফোরামের অভাব সবসময়ই অনুভূত হত। এমন একটা ফোরাম যেখানে নবীন থেকে প্রবীন কিংবা নাদান থেকে ঝানু - সব ধরনের লিনাক্স ব্যবহারকারীরা একত্রিত হবেন, যেখানে নতুন ব্যবহারকারীরা সব রকমের সাহায্য পাবেন, যেখানে পুরনো ব্যবহারকারীরা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন ব্যবহারকারীদের জ্ঞানকে সমৃদ্ধ করবেন, যেখানে লিনাক্স ব্যবহার করতে গিয়ে মুখোমুখি হওয়া যে কোনো সমস্যা নিয়ে যে কেউ নির্দ্বিধায় আলোচনা করতে পারবেন। সোজা কথায়, শুধু বাংলায় পুরোপুরি লিনাক্সময় একটা ফোরামের খুব অভাব ছিল।

বাংলা ভাষায় নির্মিত সম্পূর্ণ লিনাক্স ফোরামের এই অভাবটি এবার ঘুচতে যাচ্ছে। বিএলইউএ লিনাক্স ফোরামটিকে পুরোপুরি বাংলায় রূপান্তর করে ফেলা হয়েছে। সেই সাথে নতুন থিম ব্যবহার করে চেহারায়ও নতুনত্ব দেয়া হয়েছে লিনাক্স ফোরামকে। বলা যায় যে নতুন রূপে লিনাক্স ফোরামের পুণর্জন্ম হয়েছে। এবার লিনাক্সপ্রেমী ও লিনাক্স ব্যবহারকারীদের কলতানের অপেক্ষায় রয়েছে ফোরামটি। আপনি যদি লিনাক্স নিয়ে আগ্রহী হয়ে থাকেন কিংবা আপনি যদি লিনাক্সের দুনিয়ায় নতুন হয়ে থাকেন, যদি লিনাক্সের সাথে আরো ভালোভাবে পরিচিত হতে চান, যদি লিনাক্সের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে চান, যদি লিনাক্স নিয়ে যেকোন সমস্যায় অভিজ্ঞদের পরামর্শ পেতে চান - তবে আপনার জন্যই অপেক্ষা করছে লিনাক্স ফোরাম। আর আপনি যদি লিনাক্সের দুনিয়ায় পুরনো হয়ে থাকেন, আপনি যদি আপনার অভিজ্ঞতার ঝুলি দিয়ে নতুনদেরকে সাহায্য করতে উদগ্রীব হয়ে থাকেন, আপনি যদি বাংলাদেশে লিনাক্স প্রচার ও প্রসারে যদি কিছু করতে চান - তাহলে আপনার জন্যও ফোরামটি অপেক্ষা করছে। আপনি যদি উপরের দু'ধরনের কোনটাই না হয়ে থাকেন, তারপরও আপনি লিনাক্স ফোরামে আমন্ত্রিত; লিনাক্স কি, এটা দিয়ে কি করা যায় না করা যায়, আপনার সব কাজ কিভাবে লিনাক্স দিয়ে করতে পারবেন ইত্যাদি নিয়ে কিছু ধারণা পাবেন। আর কিছু নাহোক, বাংলাদেশী লিনাক্স ব্যবহারকারীদের সাথে অন্তত আড্ডা তো মারতে পারবেন।

লিনাক্স ফোরাম আপনার জন্য প্রস্তুত। আপনি যোগ দিতে প্রস্তুত তো? আমরা কিন্তু আপনার নিবন্ধনের অপেক্ষায় রয়েছি...

http://forum.linux.org.bd/

প্রচারে:
বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ)


মন্তব্য

নিভৃত সহচর [অতিথি] এর ছবি

কয়দিন ধরেই চিন্তা করছিলাম লিনাক্স বিষয়ক সমস্যা নিয়ে সাহায্য করার জন্য কোন বাংলা ফোরাম আছে কিনা। ধন্যবাদ আপনাকে এই পোস্টের জন্য। সমস্যা নিয়ে অচিরেই সবার মাথা নষ্ট করে দিতে হাজির হচ্ছি।

শামীম এর ছবি

ঐটা ছাড়াও প্রজন্ম ফোরামে লিনাক্স নিয়ে সাব-ফোরাম আছে।

এছাড়া আমাদের প্রযুক্তি ফোরামে লিনাক্স নিয়ে ম্যালা কিছু ছিলো। কিন্তু ঐ ফোরাম বেচারাই ডাউন হয়ে আছে বেশ কয়েক সপ্তাহ ধরে ...

এছাড়া লিনাক্স লিখে একটু গুগল করলে দেখবেন কেঁচো খুড়তে আবার সাপ বের না হয়ে পড়ে ... হাসি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অতিথি লেখক এর ছবি

৩ মাস ধরে উবুন্টু ধুমাইয়্যা চালাইতাছি। আর জানালায় ফেরত যামু না

অভ্রনীল এর ছবি

জটিল পোস্ট হইসে! হাহাপগে গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

আরেকখান কথা হইলো আমাদের অভ্রনীল ভাইয়া কিন্তু ওখানে আরেকটু উন্মুক্ত পরিচয়ে মডুগিরি করছেন দেঁতো হাসি

এই কথাটা দান দান দুই দান লিখার শানে নুযুল কি? চিন্তিত

_______________
.:: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! ::.

শামীম এর ছবি

আপনার নামে বাণিজ্য করতে চাচ্ছি মনে লয়! দেঁতো হাসি

দুই দানে একই কথা লিখেছি। ৩য় দান যখন দেওয়াই লাগলো ... তাই ওখানে একটু পরিবর্তন করে দিলাম ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অভ্রনীল এর ছবি

আমার নাম ভাঙায়া বাণিজ্য! বড়ই আরাম পাইলাম। দেঁতো হাসি তবে, অভ্রনীল ভায়ার বদলে (ব্র্যাড) পিট্টু চাচা কিংবা হালের ক্রেজ (রবার্ট) প্যাটিস রে বসায়া দিলে বাণিজ্য আঙ্গুল ফুইলা কলাগাছ হয়া যাবে... টিপ্স দুইটা ভাইব্যা দেখতে পারেন! খাইছে
_______________
.:: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! ::.

জেড, এম, মেহেদী হাসান এর ছবি

সিয়র কছ্ছেন তো? খালি ভাংগা গড়ার খেলা না তো? অামাদের প্রযুক্তি কে মিস করছি। ওটাকে কি ইচ্ছা করেই বন্ধ করে দেয়া হল?

বিপ্রতীপ এর ছবি

আমাদের প্রযুক্তি-কে নতুন সার্ভারে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাছাড়া পিএইচপিবিবি'র ভার্সনও আপগ্রেড করা হচ্ছে। আগামী সপ্তাহে ফোরাম আবার চালু হবে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

শামীম এর ছবি

উফ্ ... এই ঘটনা! এদিকে তো আমরা কত কিছু চিন্তা করে ফেল্লাম ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

রণদীপম বসু এর ছবি

বড় আরাম পাইলাম !
তাইলে এখনই দৌড় লাগাই ফোরামের দিকে। রাস্তা চিনমু তো ? হা হা হা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শামীম এর ছবি

পৌঁছিয়ে গেছেন দেখলাম। হাসি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অতিথি লেখক এর ছবি

প্রায় দুই বছর থেকে উবুন্টু ব্যবহার করি। জানালা একটা ফালতু জিনিস এই তুলনায়, কিন্তু মাঝে মাঝে বিভিন্ন 'নরমপোষাক'এর লিনাক্স ভারসান না থাকায়, জানালা দিয়া চুরি কইরা তাকাইতে হইছে। শেষ পর্যন্ত ম্যাটল্যাব-এর একটা ইউনিক্স ভারসান পাওয়ায় জানালা দিয়ে তাকাতাকি কিছু কমছে।এই লিনাক্স এর জন্যে নরমপোষাকের অভাব কিছুটা কমলে কেউ মনে হয় আর চুরি করে অন্যের জানালা দিয়ে তাকাবে না।
__________
ত্রিমাত্রিক কবি

শামীম এর ছবি

জানালা একটা ফালতু জিনিস এই তুলনায়

ইশ্ এভাবে বললে ছোট্টনরম (মাইকোসফট) এর জানালা (উইন্ডোজ) ব্যবহারকারীদের নরম দিলে আঘাত লাগবে।

ফেসবুকে তারেক একটা মজার স্ট্যাটাস দিয়েছে:
মাইক্রোসফট শুধু জানালা (windows) দেয়, কিন্তু লিনাক্স পুরা বাড়ি-ই (/home) দিয়ে দেয়!
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মাইক্রোসফট শুধু জানালা (windows) দেয়, কিন্তু লিনাক্স পুরা বাড়ি-ই (/home) দিয়ে দেয়!
দারুণ!!

শেখ নজরুল এর ছবি

ভালো লাগলো।

শেখ নজরুল

শেখ নজরুল

দ্রোহী এর ছবি

এইতো পাইছি একটা সুযোগ।

এক্ষুণি লিনাক্স ফোরাম বাংলাদেশ লিমিটেড নামে একটা কোম্পানি খুলে উপযুক্ত মূল্যে জনগণকে লিনাক্স বিষয়ক সাহায্য সহায়তা করতে শুরু করতেছি। হো হো হো


কি মাঝি, ডরাইলা?

অভ্রনীল এর ছবি

"NASA Bangladesh Ltd" ফালায়া দিয়া "লিনাক্স ফোরাম বাংলাদেশ লিমিটেড" এর দিকে নজর দেন ক্যান? নজর উঁচা করেন... মারলে গন্ডারই মারেন! চোখ টিপি

_______________
.:: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! ::.

দ্রোহী এর ছবি

ফালামু ক্যান? ওইটাও আছে তো! সুযোগ বুঝে আলু-পটল-পত্রিকা সব ব্যবসাতেই নাইমা পড়ুম।


কি মাঝি, ডরাইলা?

তার-ছেড়া-কাউয়া এর ছবি

নাহ। আমি হতাশ। আপনার মত হইতে চাই কিন্তুক পারি না। শালার লেখালিখি ছাইড়া দিমু। মিয়াভাই আপনার মত ভালো লিখতে পারি না , আবার আম্মাও দৌড়ানি দেয়। ইস্তফা দিমু। ঃ-(

শামীম এর ছবি

১১ বছর অনেক সময় ... ... তুমি তো আমার অনেক আগেই শুরু করলা। আর বেশিরভাগ ক্ষেত্রেই ... কোয়ালিটি ইজ ইনভার্সলি প্রোপোর্শনাল টু কোয়ান্টিটি। কাজেই প্রতিদিন একটা করে ব্লগ পয়দা করতে গেলে তো সমস্যা। আমি মাসে একটার বেশি নামানোর টাইম পাই না এখন ... ... এই সময়টাও বাড়তেছে।

আম্মা দৌড়ানি দিবেই ... ... কারণ উনি জানেন যে: ছাত্রনং অধ্যয়নং তপঃ।

আমি নিজও তো বাসা থাকাকালীন সময়ে ব্লগ-ফ্লগ লিখি নাই ... ... ঐ সময়ে বাংলা ব্লগের অস্তিত্বও ছিলো না ... ... নাহলে নিশ্চিতভাবে আমিও দৌড়ানী খাইতাম। কারণ, ঐ সময়ে আম্মা আরও শক্তিশালী মজবুত ছিলেন।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।