১. ছোটবেলার কথা। বিকালে মাঠে খেলাধুলা করে বাসায় ফিরেছি। আম্মার কমান্ড আসলো .... হাতমুখ ধুয়ে আয়। বাধ্য ছেলে হাত মুখ ধুয়ে চলে এলাম (কোন কারণে ক্ষিপ্ত থাকায় বুদ্ধি কম্পুটারসম হইলো) - পাগুলো ধুলিময় রয়ে গেল... শুধু হাত-আর মুখ ধুয়ে চলে এসেছিলাম!
২. একই সময়ে আরেকরকম কমান্ড আসতো, যা নাস্তা খাবি, টেবিলে বস্। যথারীতি অতিবাধ্য ছেলে তাঁর কম্পিটারসদৃশ বুদ্ধি প্রয়োগ করলো .... চেয়ার টেনে ওটার সাহায্যে টেবিলে চড়ে বসা হলো!
৩. এখন পর্যন্ত মাঝে মাঝেই মাথা কম্পু হয়ে যায়। খাওয়া প্রসঙ্গে কেউ যদি প্রশ্ন করে কী দিয়ে খেলে -- উত্তরটা হয়: হাত দিয়ে তুলে তুলে মুখ দিয়ে চিবিয়ে খেলাম!
৪. মাঝে মাঝে অর্ধাঙ্গিনীর সাথে কিঞ্চিৎ মনোমালিন্য হয়। তখন শুনতে হয় - আমি মরে যাবো ... ...। কম্পুটার ব্রেনের রেসপন্স: এই সময়ে কোন মোড়ে যাবে; ঐখানে গিয়ে কী করবে? একা যাইয়ো না ... ...
৫. চ্যাটে/ফোনে মাঝে মাঝে প্রশ্ন আসে: এখন কী করছেন? উত্তর: এইতো আপনার সাথে চ্যাট করছি / ফোনে কথা বলছি।
এরকম ঘটনা অহরহ ঘটছে.... সত্যই আমার বুদ্ধি কম্পিউটারের মত!!
জাপানে এই ধরণের উত্তর দিলে ওদের সাথে বেশ মেলে।
মন্তব্য
শ্রীঘরে পাঠালাম কিন্তু জেলার কৈ?
এটা কিভাবে ফ্রন্টপেজে আসলো .... শ্রীঘর থেকে কি মুক্তি পাইলো নাকি সিঁদ কেটে বের হল? কিছুই বুঝতারলামনা ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
শ্রীঘর মানে হচ্ছে, অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু ডিলিট। কেবল আপনি এক্সেস করতে পারবেন। এডিটও করতে পারবেন না।
সম্ভবতঃ এটি একটি বাগ। দেখে জানাচ্ছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আপনি তো দেখা যাচ্ছে চাচা চৌধুরীর কপি!
হা:হা:হা:
তোমার সুরে সুরে সুর মেলাতে
এটা এখন শ্রীঘরে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
লেখাটা আদৌ প্রথম পাতায় যাওয়ার উপযুক্ত কি না সেটার বিচার করতেই শ্রীঘরে পাঠিয়েছিলাম। দায়িত্বপ্রাপ্ত মডারেশন টিম যদি মনে করে OK তাহলে শ্রীঘর থেকে ঘেটি ধরে বের করে দিবেন। - শামীম
এরকমই তো কথা ছিলো - নাকি?
এখন দেখছি সম্পাদনা করে সংরক্ষণ করলেই ফ্রন্টপেজে চলে আসছে।
আমি আরো ভাবলাম.... মডারেশন বোর্ড কর্তৃক ছাড়পত্র পাইছে
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
এটা একটা বাগ। কালকে দেখবখন। তাছাড়া কৌতুক হিসেবে বইয়ে জুড়ে দিতে পারেন। সম্পাদকই সিদ্ধান্ত নিক।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমার ভাল্লাগছে। বেশিরকম।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
নতুন মন্তব্য করুন