রেসিপি টার্মিনোলজি, প্যাম ভাবী এবং ইয়াবাকান্ড

হযবরল এর ছবি
লিখেছেন হযবরল (তারিখ: মঙ্গল, ০৬/১১/২০০৭ - ৬:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

.

যারা মুখরোচক রান্নার, সুখরোচক রেসিপি লিখতে চান তাদের জন্য সুখবর। গত শনিবার দুটো নতুন পরিভাষা তৈরি হয়েছে। একটি হচ্ছে "উগ্র পেঁয়াজ", আরেকটি হচ্ছে "প্রেম আসা"।
ওয়ালমার্টে তিন জাতের পেঁয়াজ পাওয়া যায়। তিনটেই বড় সাইজের কৎবেলের সমান। একটা দেখতে রসুনের মত সাদা, আরেকটা হালকা গোলাপী। দুটোই মূলত ইসলামী পেঁয়াজ অর্থাৎ ঝাঁজ বিহীন। তিন নম্বরটা লাল দেখতে এবং ঝাঁজালো, অনেকটা দেশী পেঁয়াজের মতো। এই পেঁয়াজের নাম দেওয়া হয়েছে উগ্র পেঁয়াজ। আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক ছোকরা রান্নার সময় কিছুক্ষণ বাদে বাদে বলছে, "একটা উগ্র পেঁয়াজ কাইটা দেন তো"।।
মসলা এবং মাংস কষানোর যে সন্ধিক্ষণ সেটাকে কয়েনেজ করা হয়েছে "প্রেম আসা" বলে।
সুতরাং ভবিষ্যতে আমার লেখা কোন রান্নার বই দেখলে
আদি রসাত্মক ক্যাটেগরিতে ফেলে দেবেন না।

.

একটা বাসী কিন্তু ইয়াদ ঝাঁকানিয়া খবরঃ

মাস খানেক আগে প্যাম ভাবী চতুর্থ বিয়ে করেছেন, এবং বলেছেন " এটাই প্রেম, আমি এটাই চেয়েছিলাম। আমি সত্যিকার প্রেমের সন্ধান পেয়েছি।"
-দৈনিক সমকাল

.

একটি বর্বর এন্যালাইসিসঃ

দেশব্যাপী, আসলে হবে মিডিয়াব্যাপী ইয়াবা কান্ড দেখে, আমি বোবা হতে বসেছি। ড়্যাব কাকা'দের ইয়াবা আবিষ্কার এবং তৎপরবর্তী ইয়াবা সম্রাজ্ঞী, ইয়াবা সম্রাট, ইয়াবা মন্ত্রী, ইয়াবা পেয়াদা আবিষ্কার দেখে, নতুন একটা ফ্রেইজ তৈরি হচ্ছে মনে "হস্তীরামের দস্তানা পরিধান''। হাওদায় গ্যালন গ্যালন ফেন্সিডিল রেখে, সাবানের বুদবুদে নেশা হওয়ার থিসিস নামানোর মত বিস্ময়কর ব্যাপারটা। তাই বলে মানী লোকের মনে করবেন না, আমি ইয়াবাকান্ডের কান্ডমুন্ডের কর্তা। এটা একটা সাধারণ পর্যবেক্ষণ। ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ড, আগারগাঁও বস্তি, খিলগাঁও রেলগেইট, ঢাকা মেডিক্যাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠের মধ্যবর্তী রাস্তা, নিউমার্কেট মোটরসাইকেল স্ট্যান্ড; এই জায়গাগুলোতে ছান মারলেই কয়েক কুড়ি মাদকসেবী, মাদকপ্রেমী এবং মাদকপরিবেশক পাওয়া যাবে। এই সহজ কাজটা করে, মিডিয়া'য় তুফান তুললেন না ড়্যাব কাকা'রা, কিন্তু বুমারসে বুম বুম করে, পত্রিকা ভর্তি মুখরোচক খবর তৈরি করলেন। ব্যাপারটা আমার কাছে বিস্ময়কর মনে হলো।

একটা এন্টিথিসিস হতে পারে দেশ ইয়াবা ব্যতীত, সব ধরণের মাদকমুক্ত।
ধন্য ওহে ড়্যাববৃন্দ


মন্তব্য

অফলাইনে সৌরভ এর ছবি

হযুদা, অনেক দিন পর পর লিখছেন দেখি।

ছোটবেলায় দেখেছি, রাজশাহীতে ম্যানহোলের ভিতরে কীভাবে বস্তায় বস্তায় ফেন্সিডিল ফেলে রাখা হতো। ফেন্সি আপার সেই কদর আর যোগান সামান্যতম কমেছে বলে তো মনে হয় না।
মাঝখান থেকে ইয়াবা-রাণীদের রগরগে কাহিনী ছেলেভুলানো নাটক মনে হচ্ছে।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনেকদিন পর হযবরল পড়লাম!
ভালো লেগেছে।

ঝরাপাতা এর ছবি

অনেকদিন পরে দেখা হলো আবার, কেমন আছেন বস?


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসিব এর ছবি

দুটোই মূলত ইসলামী পেঁয়াজ অর্থাৎ ঝাঁজ বিহীন।

ইসলাম ধর্মের অবমাননার জন্য হযুর ফাসি চাই

হিমু এর ছবি

এইখানে প্রেম আসাকে আমরা সেক্স আসা বলি। পেঁয়াজের হকিকত পরীক্ষার সময় পরীক্ষকরা সাধারণত বলেন, পেঁয়াজে এখনো সেক্স আসেনি, আরো সময় লাগবে ইত্যাদি।

যাই হোক অশ্লীশ হইসে।


হাঁটুপানির জলদস্যু

অছ্যুৎ বলাই এর ছবি

সবকিছুর মূলেই ব্যবসায়।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কনফুসিয়াস এর ছবি

আরো নিয়মিত রেসিপি চাই।

-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ধুসর গোধূলি এর ছবি

- পেপারে ইয়াবাবা রমনীগো ফটুক দেখছিলাম। মাশাল্লাহ খারাপ লাগে নাই দেঁতো হাসি
_________________________________
<সযতনে বেখেয়াল>

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।