লিখেছেন হযবরল (তারিখ: সোম, ০৪/০৬/২০০৭ - ২:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
সামহোয়্যারে আমজনতা উত্তুঙ্গে দেখলাম। বাপ-মা,খালা-খালু কেউ বাদ নাই। গাইলাইতাছে সমানে। ইসলাম মোটামুটি একটা ফুটন্ত কড়াই হয়া গ্যাছে, কেউ মুহাম্মদ একটু ত্যাড়া কইরা উচ্চারণ করলে ফাঁসি হইয়া যাইবো সেইরম সিচ্যু।
সামহোয়্যারে এখন দুইটা জিনিস করা যায়।
এক. ঘি ঢাইলা দেওয়া
দুই. ধুমাইয়া ত্রিভূজ ঘরানার লোকদের ঝাড়ি দেওয়া
বিকল্প আর কোনো পথ থাকলে কাকারা আঞ্জাম করেন।
মন্তব্য
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
আবার লিখবো হয়তো কোন দিন
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন