পাঠচক্রঃ সামহোয়্যার ইন ব্লগ

হযবরল এর ছবি
লিখেছেন হযবরল (তারিখ: সোম, ০৪/০৬/২০০৭ - ২:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
সামহোয়্যারে আমজনতা উত্তুঙ্গে দেখলাম। বাপ-মা,খালা-খালু কেউ বাদ নাই। গাইলাইতাছে সমানে। ইসলাম মোটামুটি একটা ফুটন্ত কড়াই হয়া গ্যাছে, কেউ মুহাম্মদ একটু ত্যাড়া কইরা উচ্চারণ করলে ফাঁসি হইয়া যাইবো সেইরম সিচ্যু। সামহোয়্যারে এখন দুইটা জিনিস করা যায়। এক. ঘি ঢাইলা দেওয়া দুই. ধুমাইয়া ত্রিভূজ ঘরানার লোকদের ঝাড়ি দেওয়া বিকল্প আর কোনো পথ থাকলে কাকারা আঞ্জাম করেন।

মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি
আমার কেমন জানি মন উইঠা গেছেগা। তবুও যামু।
হযবরল এর ছবি
আমি অনেকদিন ধইরাই আগ্রহ পাইনা। কিন্তু অভ্যাসের কারণে যাওয়া হয়। নতুন খুব ভাল বেশ কিছু ব্লগার আসছে। সেই সাথে আসছে একদল 'পাঞ্জেরী'।
সুমন চৌধুরী এর ছবি
পাঞ্জেরি শুইনা মনে পড়লো। সাজ্জাদ ড্যাবস করার পরে চারতলার বারান্দায় গিয়া আবৃত্তি করতো। প্রিন্স কইতো একটু মূর্তির অভিনয় কর...
হযবরল এর ছবি
???
সুমন চৌধুরী এর ছবি
হাসান মোরশেদ এর ছবি
সামহোয়ারের আল্টিমেট পরিনতি টা কি দাঁড়াবে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ভাস্কর এর ছবি
আল্টিমেট পরিণতি মনে হইতাছে ত্রিভুজ ঘরানার ব্লগার আর যারা পিএইচপি টিমের তাগো নিক দিয়া কয়দিন ঠেকাইয়া রাখনের চেষ্টা হইবো ব্লগের পোস্ট মেইনটেন্যান্স, তারপর যদি পুরানারা ফিরে...

স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

সৌরভ এর ছবি
আমার ঘি ঢালতে ইচ্ছা করে । -- [অনুভূতিশূন্য কেউ একজন]

আবার লিখবো হয়তো কোন দিন

আরিফ জেবতিক এর ছবি
ঘি ঢালাঢালি কইরা লাভ নাই।চলুক যার যার ইচ্ছা মতো। তবে আমার প্রস্তাব হচ্ছে,যতোদিন না এই সাইট পুরা চালু হয়,সামহো্য়্যার এ আমাদের নিয়মিত উপস্থিতি থাকতে হবে।নয়তো দেখা যাবে এর মাঝে কিছু ব্লগার জায়গা করে নেবে। আমরা যেদিন ছাড়ব,মোটামুটি একসাথে ছাড়তে হবে।সেদিন একটা যৌথ ঘোষনা টাইপ কিছু দিয়ে বলতে হবে যে,এই এই কারনে আমরা সামহো্যার ছেড়ে নতুন ব্লগে গেলাম।নিজেদের সবগুলো নিক (যদি থেকে থাকে) একসাথে করে ঘোষনা দিতে হবে।অন্তত:১০০ একটিভ এবং শক্তিশালী ব্লগার চাই। এটার একটা বিশাল এফেক্ট পড়বে।
সুমন চৌধুরী এর ছবি
সামহোয়ার বইলা কইয়া ছাড়ুম না। আস্তে আস্তে ছাড়ুম।
অরূপ এর ছবি
সহমত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।