যত্তোসব নষ্ট-দুষ্টের গোড়ারা,
তোমাদের কৃত পাপের ফসল ভুগছি আমরা
আজ রোদ, কাল বৃষ্টি, পরশু টর্নেডো
বেয়াদবী মাফ করবেন, পৃথিবীর উষ্ণতা আমি একা বাড়াইনি
এই উষ্ণতার দায়ভার নিতে রাজী নয় কোন হাতহদাই
তুমি ও কবুল করবে না;
কিন্তু ওম সবারই ভালো লাগে, সবাই দলা পাকানো উলের পিণ্ডের মত জড়িয়ে থাকতে চায়।
ঠিক এখানে এসেই
আমাদের স্ট্র্যাটেজিক লাইন এক বিন্দুতে মিলিত হয়,
উষ্ণতার প্রশ্নে।
বাকী সময়টা ফল্ট লাইনে পরিণত হয়,
দূর থেকে দূরে সরে যেতে থাকে
কৌণিক ,আক্ষরিক এবং সর্ব অর্থেই।
ঠিক যেভাবে আফ্রিকা এবং ইউরোপ দূরে সরে গিয়েছিলো পরস্পর থেকে।
ভূমধ্যসাগরের নীল জলে পা ডুবিয়ে,
নাতিশীতোষ্ণ স্বপ্ন আমরা দুজনই এখন দেখি।
কলাম্বিয়া
৬'ই ফেব্রুয়ারী।
মন্তব্য
এই তো হযু ভাই ফিরে এলেন।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
কোবতে জবর হয়েছে। হযুদা চলছে কেমন?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অনেকদিনপর। খুব ভাল লাগলো।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হুমম।
গ্লোবাল ওয়ার্মিং এবং ওয়ার্নিং।
আবার লিখবো হয়তো কোন দিন
সুন্দর কবিতা এবং কবিতার বিষয়।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
নতুন মন্তব্য করুন