ইউলিসিস- ম্যাসন জেনিংস

হযবরল এর ছবি
লিখেছেন হযবরল (তারিখ: মঙ্গল, ১২/০২/২০০৮ - ৭:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কিছুদিন ধরে প্রচুর নতুন গান শুনতেছি, এবং ভীষণ ইচ্ছে সবাইরে ধরে গানগুলো শুনানোর। সচলায়তনে দিমু, দিমু না এই ধরণের একটা লুপে ঘোরাঘুরি করতাছি ক্রমাগত। আরেকজনের গান এইরকম অবৈধভাবে সচলায়তনে তুলে দেওয়া কতখানি ন্যায়সঙ্গত এবং সচল'রা কিভাবে নিবে সেইটা ও ভাববার বিষয়। কিন্তু আমার যুক্তি হইলো সোজা সাপ্টা, ' গানটা পাবলিক না শুনলে, ঐ গানের সিডি কিনবো কেমনে?'। একদম মোক্ষম যুক্তি।

এই গানটা Mason Jennings এর Use your voice এলবাম থেকে নেওয়া। গানের নাম Ulysses। জেনিংস মূলত Alternate Country গায়ক। গানে গায়কী'র প্রাধান্য বেশী, সেই সাথে দূর্দান্ত কাব্য।

সাত মেগাবাইট আপলোড করতে পারলাম না, শেষমেষ ই-স্নিপসই ভরসা।

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

শুনলাম, ভাল লাগলো।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জব্বর গান। শুনতে শুনতে মাথায় খালি "বুদা বুদা" ঘুরতেছে। আস্তাগফিরুল্লাহ্।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।