১১ই জুলাই, ২০০৭

হযবরল এর ছবি
লিখেছেন হযবরল (তারিখ: বিষ্যুদ, ১২/০৭/২০০৭ - ৬:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আরাম কেদারায় গা হেলিয়ে দিয়ে, 'সচল'দের পোস্ট পড়ব। নানা ইস্যুতে কমেন্ট ভাজব, কত চিন্তা খেলেছিলো মাথায় সচলায়তনের জন্মের পর। প্রথম দুদিন ফ্ল্যাডিং করেছিলাম আমি, সুমন চৌধুরী আর মাশীদ। এখন ঢুঁ মেরে পাঁচটা পোস্ট পড়া ,হয়ে গেছে বিলাসিতা।

গত কয়েকদিন ''প্রেম,পরিণয়,পরিবার'' অধ্যায়টা পড়ছি, গোলাম মুরশিদের বই থেকে। মনে মনে একটা লিখা দাঁড় করিয়েছি। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে,দাঁড় করানো হচ্ছে না। নিজের উপরেই মেজাজ খিটখিটে হয়ে যায়।


মন্তব্য

অপালা এর ছবি

হযু ভাইজান ঘটনা কি!!

প্রেম আর প্রনয়ের পার্থক্য টা কি?

হযবরল এর ছবি

কোন ঘটনা নেই? কিন্তু 'নিজের ব্লগে প্রকাশ' অপশনটা কাজ করে কেম্নে বলতে পারো ?

'প্রণয়ে'র জায়গায় 'পরিণয়' হবে। @অপালা।

সৌরভ এর ছবি

প্রেম -> পরিণয় -> পরিবার?


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সৌরভ, ঠিক আছে।

অপালা এর ছবি

হমম

ভাস্কর এর ছবি

ঘটনা কি?


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

দ্রোহী এর ছবি

সৌরভ, আরেকটু টানতে শিখতে হবে।

প্রেম -> পরিণয় -> পরিবার -> পোলাপাইন -> পিতামহ -> পতন

__________
কি মাঝি? ডরাইলা?

দ্রোহী এর ছবি

হযুর ব্যস্ততা বাড়তেছে দেখি! দোয়া করি, আরও বাড়ুক।
__________
কি মাঝি? ডরাইলা?

অচেনা এর ছবি


সেই একই চক্র হাসি

-------------------------------------------------
যত বড়ো হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা,
আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা॥

মাশীদ এর ছবি

ঐ হযুদা!
এইসব কি?
এত্তদিন কেউ অ্যামন ডুব মেরে বসে থাকে?
তাড়াতাড়ি পোস্ট ছাড়েন।
এত্ত মিস্ করতে ভাল্লাগেনা।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

নিঘাত তিথি এর ছবি

হু, হযু ভাই নাই কেন? এটা কোন কথা হলো? তাড়াতাড়ি লিখা শুরু করেন তো।

--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।