খুব দ্রুত কোন বিষয়ে তথ্য দরকার হলে, গুগলে গিয়ে কি-ওয়ার্ড দিয়ে সার্চ দিই। এরপর অন্তর্জাল দুনিয়ার আরেক বিস্ময় ইউটিউবে যাই।
ইঞ্চি থেকে মিলিমিটার করতে হবে, ফারেনহাইট থেকে সেলসিয়াস, পিএসআই থেকে মিলিবার হাতের মুঠোয় দুনিয়া। ক্যালকুলেটর বেচারা বসে থেকে থেকে গেছে হাঁপিয়ে। মস্তিষ্ক এখন শুধু সন্ধান করে উপযুক্ত কি-ওয়ার্ড।
লাল মসজিদের অ্যাকশন সিকোয়েন্স দেখবার ইচ্ছে হচ্ছিল তাই ইউটিউবে হামলা দিলাম, দেখি টনে টনে ভিডিও খাবি খাচ্ছে তেলাপিয়ার মতো। একটা তুলে দিলাম। নিউইয়র্কের প্রাক্তন মেয়র রুডি গুলিয়ানি'র (রিপাবলিকান)পশ্চাৎদেশ মওকা মত, কি সুন্দর মেরে দিলেন লাল মওলানা আব্দুর রশীদ গাজী। কারণ আছে গুরু। সেই যে ৯/১১, আল-কায়েদা,টুইন টাওয়ার। ভায়ে ভায়ে ভায়রা ভাইয়ের গায়ে লেগেছে, কারণ সে সময় রুডি ছিলো নিউইয়র্কের মেয়র।
দেখুন ফি সাবিলিল্লাহ্ বলে,
সমস্বরে বলুন আমিন।।
মন্তব্য
জানেন তো এখন অরেঞ্জ লেভেল সিকিরটি এলার্ট চলে এয়াপোর্টে। খবরে দেখলাম সামারেই আরেকটা এটাক আশংকা করছে আমেরিকা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আহারে ফুলের মতো ছোট ছোট বাচ্চাগুলো ।
এই বাচচাগুলো ও মারা গেলো!
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
এই অন্ধকার থেকে বের হয়ে আসতে আরও কয় বছর লাগবে কে জানে। আপনার কি মনে হয়, বাংলাদেশেও এরকম কিছু হতে পারে ?
______ ____________________
suspended animation...
অন্ততঃ কয়েক বছর আগে ও ভরসা ছিলো, যতো যাই হোক বাংলাদেশে এতো এক্সট্রিম কিছু হবেনা । না , সেই ভরসা এখন আর নেই ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ছুম্মা আমিন-
ভয়ংকর।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
হুম.....
বোরকা একটা সেক্সি পোষাক!!
__________
কি মাঝি? ডরাইলা?
নতুন মন্তব্য করুন