Moshe Safdie : Architecture

হযবরল এর ছবি
লিখেছেন হযবরল (তারিখ: বুধ, ০৫/০৩/২০০৮ - ২:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক্সপেরিমেন্ট এর শেষভাগে এসে কিছু আজাইরা করি। আজ TED (Technology, Entertainment & Design) তে একটা লেকচার দেখছিলাম। মনে হলো এই ভিডিওটা সচলবৃন্দ খাবে। বিশেষ করে মনে হলো অরুপের কথা। TED হচ্ছে সেমি-এ্যানুয়াল লেকচার সিরিজ। যেখানে সারা পৃথিবীর বিভিন্ন বিষয়ে, বিভিন্ন পদে অবস্থানরত উল্লেখযোগ্য ব্যক্তিরা লেকচার দেন। এ বছর ছিলো ৮০টা লেকচার। বোঝেন তাহলে ঠ্যালা। কত পন্ডিত এই পুচকা দুনিয়ায়।

আজ দেখলাম মোশে সাদী'র কয়েকটা উল্লেখযোগ্য আর্কিটেকচার নিয়ে লেকচার। এটা দেখতে গিয়ে মনে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিতে করা স্থাপ্ত্যর কথা। স্থাপত্যটায় কিছু একটা অভাব আছে, স্থাপত্যটা আকর্ষন করে না পথচারীকে।


মন্তব্য

অমিত এর ছবি

বাসায় যেয়ে ভিডিওটা দেখব। সেদিন অফিসে ব্যস্ত ছিলাম বলে ফোন ধরতে পারিনি। এই হপ্তায় একটা কল দেব।
খবর টবর কি ?

দিগন্ত এর ছবি

TED র অধিকাংশ ভিডিওই আমার বেশ ভাল লেগেছে, সময় পেলে এটাও দেখে ফেলব।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

মাহবুব লীলেন এর ছবি

অন্যপ্রসঙ্গ
একবার কোথাও এক স্থপতির কথা পড়েছিলাম
তার স্থাপত্যগুলো নাকি এরকম যে দেখলেই মনে হয় ধ্বংসস্তুপ

তিনি ধ্বংসস্তুপের আদলে স্থাপত্যগুলো তৈরি করেন
কেউ জানা থাকলে একটা পোস্ট দেবেন?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।