অনেকদিন ঘাপটি মেরে ছিলাম। কি করছিলাম, কেন করছিলাম, কিভাবে করছিলাম সে প্রসঙ্গ আসলেই বেকায়দা হয়ে পড়বো। সচল, সচলা, সচলাক্রান্ত, সচলাসক্ত এবং সকল সচলবর্গ কে জানাই ভালোবাসা।
জোছ্না দেখবার মৌসুম কি না সে বিষয়ে বাদানুবাদ
হতেই পারে, কিন্তু চেপে ধরা ওষ্ঠের নির্লিপ্ততায় যে
দাবানলের ইঙ্গিত, সে বিষয়ে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান ও একমত হবেন।।
মন্তব্য
হুমম।
আহ ঈশ্বর, আমাদের ক্ষোভ কি তোমাকে স্পর্শ করে?
আবার লিখবো হয়তো কোন দিন
বিয়া করলেন কবে?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অভিনন্দন।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ক্যামনে কী?
আপনার পূণ: আগমন শুভ হোক!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
কুদরতি লেখা। শরিয়ত-মারেফত এর বাইরে।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
'তুমি ভালো আছো ভাই,তুমি বেঁচে আছো খোকা?'
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
- বিয়া মানে?
হযু হুজুর কি তাইলে বিবাহ কইরাই ফেললো? মহা
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বস দেখেন। আমরাই খালি... খালি পইড়া থাকি।
আবার লিখবো হয়তো কোন দিন
নতুন লেখা কবে দিচ্ছেন ?
--------------------------------------------------------
অতি সত্বর।
নতুন মন্তব্য করুন