প্রতিরক্ষা ব্যয়

হযবরল এর ছবি
লিখেছেন হযবরল (তারিখ: শুক্র, ০৮/০৬/২০০৭ - ৮:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:
১। আমি বাজেট বিশেষ বুঝি না। গতকাল আধোঘুমে বাজেটের পাই গ্রাফ দেখলাম। ঝাপসা অক্ষর কিছু বুঝলাম না। এইবার প্রতিরক্ষায় কত বরাদ্দ হয়েছে, এবং অন্যান্য বছরের সাথে প্রতিরক্ষায় কত বেশী সেটার কোন তুলনামূলক আলোচনা কোথাও পেলে এখানে একটা আলতো লিংক রেখে যাবেন। ২। আমরা যে সৈন্য ভাড়া দিই জাতিসংঘরে সেই বাবদ আয় কত? সেই আয় কি কর দেওয়া হচ্ছে ? এই আয় আমাদের মোট সেনাবাহিনীর সাকুল্যে বাৎসরিক বেতনের কত শতাংশ ?

মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি
ফিগারটা দেখেছিলাম । গত বারের চেয়ে টাকার অংকে বেশী দেখলাম । এই ফিগারটা মনে হয় প্রতিবছরই বাড়তে থাকে । পানিরপাম্পের দাম বাড়বে । -------------------------- আমি সত্য না হলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরিফ জেবতিক এর ছবি
সৈন্য ভাড়ার আয়ের যতোদূর জানি ৭০ শতাংশ সরাসরি ভাড়া খাটা সৈন্যই পায়।৩০ শতাংশ পায় সরকার।
ভাস্কর এর ছবি
পত্রিকায় দেখলাম গতোবারের চাইতে ৭৬ কোটি টাকা বাড়ছে এইবার...সামরিক খাতে ব্যয় বাড়নটা আসলে আমাগো নিয়তি বর্তমান পদ্ধতিতে... ----------------------------------------------------- বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!

স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

হযবরল এর ছবি
জেনারেল পদবী নিছেন সুতরাং সেই অনুযায়ী প্লাটুন বাড়াইতে আরো রিক্রুট দরকার , টাকা দরকার।
হাসান মোরশেদ এর ছবি
ফুল জেনারেল না হলে নাকি দেশ-বিদেশে ইজ্জত থাকেনা। আরো কি কি ব্যাখ্যা দেখেছিলাম । -------------------------- আমি সত্য না হলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ভাস্কর এর ছবি
এখনতো জেনারেল নিজে নিতাছেন তাই বেশি নেন নাই শতকরা হারে...কারণ অন্য অনেক দিক দিয়াই তারা এখন প্রিভিলেজ্ড...আওয়ামি-বিএনপি আমলে তারা তোষামুদির বখশিশ হিসাবে শতকরা হারে আরো বেশি পাইতো... মূল বিষয়তো আসলে টাকার অঙ্কে না। জাতীয় আয়ের ৮ ভাগ আর রাজস্ব আয়ের ২৫ ভাগ এই বাজেটেও শিক্ষা খাতে বরাদ্দ হইলো না সেইটা দেখলাম...সামরিক খাতে এখনো ভর্তুকী আর সম্পুরক বাড়তি বরাদ্দ হয় সেইটা দেখলাম... ----------------------------------------------------- বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!

স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

আরিফ জেবতিক এর ছবি
ফুল জেনারেল হইতে গেলে প্লাটুন বাড়াবে কেন? আমাদের থেকে বহুত কম সৈন্য নিয়েই নাকি শ্রীলন্কা,নেপাল এইসব জায়গায় ফুল জেনারেল। আমি তো বলি,পদ দিয়ে যদি ইজ্জত বাড়ানো যায়,তাহলে কয়েক ডজন জেনারেল করে দিক,অন্তত:দেশের কিছুটা ইজ্জততো বাড়লো একদিক দিয়ে।
হযবরল এর ছবি
জেবতিক ভাই সেই হিসেবে দেখলে সুইডেন ভূটানেও ফিল্ড মার্শাল ছিলো আধা ডজন করে। আমি ব্রিটিশ সিস্টেমের কথা বলতেছি। সেই হিসেবে কয়দিন বাদে পিয়াল ভাই নিজেরে জেনারেল ঘোষণা দিবো।
আরিফ জেবতিক এর ছবি
আমাদের দেশে চাকরি শুরুই হোক সেকেন্ড ল্যাফটেনেন্ট এর বদলে সেকেন্ড ফিল্ড মার্শাল দিয়ে।
সৌরভ এর ছবি
নিজেরা যখন পাহারাদার, তখন মুড়ি-বাতাসা র ভাগটা একটু বাড়িয়ে নেয়াটাই স্বাভাবিক নয় কি? ------ooo0------ এই আমি যদি জেগে উঠি অন্য কোন সময়ে অথবা অন্য কোন পৃথিবীতে ,তবে কি পারতাম আমি অন্য একজন হয়ে উঠতে ?

আবার লিখবো হয়তো কোন দিন

আড্ডাবাজ এর ছবি
অত্যন্ত সময়োপযোগী লেখা। বাজেটে ব্যয় বরাদ্দ দিয়ে সামরিক ব্যয় নির্ণয় করা কঠিন। কারণ, অন্য খাতগুলো থেকেও টাকা চলে যায় জলপাই মামাদের জন্য।
হযবরল এর ছবি
আড্ডাভাই এই বিষয়ে একটু আলো ফেলেন। কোন খাতগুলো থেকে টাকা যায়? লিংক ও ফেলতে পারেন আলোর সাথে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।