ভালোবাসা এবং মায়াঃ সম্পর্কের উপজাত

হযবরল এর ছবি
লিখেছেন হযবরল (তারিখ: শনি, ০৯/০৬/২০০৭ - ৯:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:
ভালোবাসা এবং মায়া, দুটো শব্দে বিস্তর তফাৎ। ভালোবাসা'র উপজাত হিসেবে মায়া তৈরি হওয়া আমাদের জীবনের বহুলঘটিত বিষয়। মায়ার উপজাত হিসেবে ও ভালবাসা হয়। তবে পরিস্থিতি কিছুটা ভিন্ন। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে একটা জিন্স কিনেছিলাম চট্টগ্রাম হকার্স থেকে। সেই পাৎলুন সকাল থেকে রাত অবধি সাড়ে পাঁচ বছর আমাসংলগ্ন থেকে সারা দেশ দেখেছে। অনার্সের বিদায় উপলক্ষ্যের দিন ডান হাঁটুর কাছে পাৎলুন গেল ছিঁড়ে। অনেকদিন পরতে পরতে মায়া জন্মেছিল জিন্সটার উপর, সেদিন অনুভব করলাম উপজাত হিসেবে ভালোবাসা ও তৈরি হয়েছে। কিন্তু ছাড়তে হয়। বস্তু মায়ায় উৎপন্ন ভালোবাসা, বেশ অর্ধতরল হলে ও ছাড়তে হয়। কারণ বস্তুর উপযোগীতা না থাকলে মায়া ফিকে হয়,তরল ভালোবাসা হেঁদিয়ে দূষিত হয়। তখন বস্তুর মায়া ভুলে যাই আমরা অবলীলায়। রক্তমাংসের ভালোবাসা ও ফিকে হয়। যে কোন কার্ভের পতনের মতোই, মানবিক ভালোবাসা ও নিম্নগামী হয়। কিন্তু জয়েন্ট স্টক কোম্পানীর মত নিম্নগামী সূচকের প্রান্তে পৌঁছে দেউলিয়া না হলে যেটুকু অবশিষ্ট থাকে সেটি হচ্ছে মায়া। সচরাচর যেটিকে আমরা থ্রেশোল্ড রিকোয়ারমেন্ট বলি। এটি আসলে একধরণের অভ্যস্ততা। এটা হচ্ছে সেই প্রথম প্রকারের ভালোবাসার উপজাত হিসেবে মায়া। সামহোয়্যার ইন ব্লগ প্রথম দর্শনে হয়েছিল ভালোবাসা। সেই ভালোবাসা দ্রবণ থেকে সম্পৃক্ত দ্রবণ অতঃপর অতিসম্পৃক্ত দ্রবণ হলো। একসময় অধঃক্ষেপ পড়বার পর, পরিশেষে অবশিষ্ট রইলো এক ধরণের মায়ারুপ অভ্যস্ততা। ভালোবাসা, ভাল বাসার বাস্তবতায় পড়ে অনেক সময়ই অধঃক্ষেপে পরিণত হয়। কিন্তু মায়ারুপ অভ্যস্ততা কিংবা উত্তর প্রজন্মবোধ থেকেই মায়াবোধের মায়াবী জালে পড়ে থাকে মানুষ। এটাই স্বাভাবিক। যদিও ভালোবাসা উপজাত,মায়া একধরণের পারস্পরিক অনুকম্পা ব্যতীত আর কিছুই নয়। সামহোয়্যার ইন ব্লগের প্রতি এখন শুধু সেই মায়াটুকুই অবশিষ্ট আছে। তলানীতে ঠেকে যাওয়া সেই শ্যাওলা খচিত ভালোবাসার অবলম্বনে ঝুলে থাক নামটুকু। নীচে নামতে থাকুক অতিপৃক্ত ভালোবাসায়। ঢুঁ মেরে যাব, মাঝে মাঝে প্রেমহীন চুম্বন চর্চায়।

মন্তব্য

হযবরল এর ছবি
ছবিঃ Post Secret.
নজমুল আলবাব এর ছবি
ভুল সময়ের মর্মাহত বাউল
সৌরভ এর ছবি
আহত অনুভূতি ।

আবার লিখবো হয়তো কোন দিন

হিমু এর ছবি
লেখাটা সেইরকম লাগলো। একদম ইফতেছারখার চৌউড়াধুরীর মতোই।
হযবরল এর ছবি
রোসো বাছা আমি ডিসেম্বরে আসছি দেশে। হাত মকশো করবোনে।
নজমুল আলবাব এর ছবি
মামু কী আমারেও রোসতে কইলো? !!!!!!!!!!!!!!!!!!!!!! ভুল সময়ের মর্মাহত বাউল
হযবরল এর ছবি
মামা আমি কবে সাতকড়া খামু গরু দিয়া, তাই দাঁতে শান দিতাছি।
নিঘাত তিথি এর ছবি
একদম মনের কথা লিখেছেন ভাইটু... তবে আমার এখনো মায়াটা খুব বেশিই রয়ে গেছে ওখানে। ডিসেম্বরে আসবেন দেশে? আরেকটু আগে আসা যায় না? জুলাই? --তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

হাসান মোরশেদ এর ছবি
আমার আবার পারদটা হুট করে নেমে যায় । মায়ার ই হোক আর ভালোবাসারই হোক । হয়তো তুচ্ছ কারনবশতঃ, হঠাৎ করেই আর আগ্রহ পাইনা-না ব্যক্তিতে না বস্তুতে । -------------------------- আমি সত্য না হলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হাসিব এর ছবি
বস, মায়া শব্দটার ইংরেজী কি হবে ? কয়েকদিন আগে মায়া শিরোনামে একটা গানের অর্থ এক বুলগেরিয়ান বান্ধবীরে বোঝাতে গিয়ে ধরা খাইছি । আমি মায়া শব্দটা তারে বোঝাতে পারি নাই ।
হযবরল এর ছবি
হাসিব, মায়া'রে ইল্যুশন বলাই ভাল। সবচেয়ে এপ্রোপ্রিয়েট হয়। আর কোনো শব্দ এর আশে পাশে দেখি না। তবে শুধু মায়া বললেও চলবে, কারণ এইটা এখন ইংরেজী ভাষায় গৃহীত।
আরিফ জেবতিক এর ছবি
আমার অবস্থাও হাসান মোরশেদের মতোই।ঝপ করেই ঘ্যাচাং হয়ে যায়।তবে সামহোয়্যারের প্রতি মায়াটা এখনও কিছু আছে,মনে হয় আরো অল্প কিছুদিন থাকবেও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।