পরিস্থিতি-২

হযবরল এর ছবি
লিখেছেন হযবরল (তারিখ: শনি, ০২/০৬/২০০৭ - ১:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
পরিস্থিত এ্যাকশন প্যাকড। কাইল দুইটা পার্টি একই টাইমে। একটা প্রি-কিন্ডারগার্টেন গ্রাজুয়েশন,আরেকটা ল্যাবের পুরান-বর্তমান আদমী নিয়া জিলিয়ানসে মাস্তি। রিপোর্ট লেখুম বইলা বইছি কিন্তু হুদাই সচলায়তনে আইসা ককর ককর করতাছি।

মন্তব্য

হযবরল এর ছবি
পরিস্থিতি-৩ মাশীদ ল্যাখ। এইভাবে ফ্লাডিং চালা শুভ উদ্বোধন না হওয়া তক।
মাশীদ এর ছবি
ভাল আইডিয়া, বস্!

ভাল আছি, ভাল থেকো।

সুমন চৌধুরী এর ছবি
লেখ মাশীদ। আমি ৪ লিখুম..

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।